বাংলা নিউজ > ক্রিকেট > Rohit's wife vs Gavaskar: অনুষ্কার পরে রীতিকারও রোষে গাভাসকর! রোহিতের দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলে পেলেন জবাব

Rohit's wife vs Gavaskar: অনুষ্কার পরে রীতিকারও রোষে গাভাসকর! রোহিতের দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলে পেলেন জবাব

অনুষ্কা শর্মার পরে রীতিকা সাজদের রোষের মুখে পড়লেন সুনীল গাভাসকর। (ছবি সৌজন্যে এক্স)

রোহিত শর্মার পাশে দাঁড়াননি সুনীল গাভাসকর। তবে ভারতীয় অধিনায়কের পাশে দাঁড়িয়েছেন অ্যারন ফিঞ্চ। আর সেই পরিস্থিতিতে রোহিতের স্ত্রী রীতিকা সাজদে যে প্রতিক্রিয়া দিয়েছেন, তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।

অনুষ্কা শর্মার পরে রীতিকা সাজদেরও রোষের মুখে পড়লেন সুনীল গাভাসকর। প্রাক্তন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির স্ত্রী অনুষ্কা যেমন খোলাখুলি গাভাসকরের সমালোচনা করেছিলেন, সেই পথে হাঁটেননি বর্তমান ক্যাপ্টেন রোহিত শর্মার স্ত্রী রীতিকা। বরং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ভারতীয় অধিনায়কের খেলা নিয়ে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক অ্যারন ফিঞ্চকে স্যালুট জানিয়ে আখেরে গাভাসকরকেই রীতিকা বার্তা দিয়েছেন বলে মনে করছেন নেটিজেনদের একাংশ। তাঁদের একাংশের ধারণা, ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার তথা ধারাভাষ্যকার গাভাসকরকে নিশানা করেই রোহিত-পত্নী রীতিকা সেই প্রতিক্রিয়া দিয়েছেন।

কিন্তু আচমকা কেন রীতিকার নিশানা হতে যাবেন গাভাসকর?

সেটার নেপথ্যে আছে গাভাসকরের একটি মন্তব্য। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে ভারত হোয়াইটওয়াশ হওয়ার আবহেই সংবাদমাধ্যম স্পোর্টস তকে গাভাসকর বলেন, ‘আমরা শুনছি যে (অস্ট্রেলিয়ায়) প্রথম টেস্টে খেলবে না রোহিত শর্মা। দ্বিতীয় টেস্টেও না খেলতে পারে। যদি সেটাই হয়, তাহলে ভারতের নির্বাচক কমিটির (রোহিতকে) বলা উচিত যে যদি তোমায় বিশ্রাম নিতে হয়, নাও। যদি ব্যক্তিগত কারণ থাকে, সেদিকে নজর দাও। কিন্তু তুমি একটি টেস্ট সিরিজের দুই-তৃতীয়াংশ সময় না থাকো, তাহলে সেই সিরিজে শুধুমাত্র খেলোয়াড় হিসেবে যাওয়া উচিত তোমার। এই সিরিজে আমাদের সহ-অধিনায়ককে অধিনায়ক করে দেব।’

আবারও বাবা হচ্ছেন রোহিত?

আসলে জল্পনা চলছে যে রোহিত ফের বাবা হতে চলেছেন। রোহিত নিজে কিছু না বললেও নিউজিল্যান্ড সিরিজের শেষে ভারতীয় ক্রিকেটের হোম সিরিজের সরকারি সম্প্রচারকারী সংস্থা জিয়ো সিনেমায় সঞ্চালক জানিয়ে দেন যে রোহিত ফের বাবা হচ্ছেন। তাই অস্ট্রেলিয়ায় খেলতে পারবেন না। 

আরও পড়ুন: BCCI to take action after whitewash: হোয়াইটওয়াশ হতেই কঠোর BCCI, ভারতে একসঙ্গে শেষ টেস্ট খেললেন রোহিত, বিরাট-সহ ৪ সিনিয়র?

ভারতীয় অধিনায়ক অবশ্য সেদিনই জানিয়েছেন যে এখনও তিনি নিজে নিশ্চিত নন যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে খেলতে পারবেন কিনা। তবে সম্প্রতি আবার একাধিক রিপোর্ট সামনে এসেছে, তাতে দাবি করা হয়েছে যে ঘরের মাঠে এরকম বিপর্যয়ের পরে পার্থে প্রথম টেস্টে খেলবেন রোহিত।

গাভাসকরের বিরোধিতায় ফিঞ্চ, পাশে রোহিতের

সেইসব কানাঘুষো, জল্পনার মধ্যে রোহিতের দায়িত্ববোধ নিয়ে গাভাসকর যে প্রশ্ন তোলেন, তা অনেকেই ভালোভাবে নেননি। ফিঞ্চও সহমত পোষণ করেননি গাভাসকরের সঙ্গে। সংবাদমাধ্যম ইএসপিএন ক্রিকইনফোর 'অ্যারাউন্ড দ্য উইকেট' পডকাস্টে তিনি বলেন, 'এই বিষয়টায় আমি সানির (গাভাসকর) সঙ্গে একেবারেই একমত নই। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হল রোহিত শর্মা। যদি তুমি বাড়িতে থাকো, তোমার স্ত্রী'র সন্তান হবে, সেটা একটা দুর্দান্ত মুহূর্ত। আর সেই ক্ষেত্রে তুমি যত খুশি সময় নাও।'

আরও পড়ুন: Rohit defends his batting approach: বাজে শট খেলে আউট হয়েছি, কিন্তু কোনও আফসোস নেই, সফল ধন্য-ধন্য করা হত, বললেন রোহিত

আর সেই আবহেই ইনস্টাগ্রামে একটি পোস্টে ফিঞ্চকে ট্যাগ করে ‘স্যালুট’ ইমোজি দিয়েছেন রীতিকা। যে পোস্টে গাভাসকর এবং ফিঞ্চের মন্তব্য ছিল। আর সেই পরিস্থিতিতে রীতিকা যে ইমোজি দিয়েছেন, তাতে অনেকে মনে করছেন যে গাভাসকরকে নিশানা করেছেন রোহিত-পত্নী। 

অনুষ্কার রোষের মুখেও পড়েছিলেন গাভাসকর

যে গাভাসকর আগেও ভারতীয় দলের অধিনায়কের রোষের মুখে পড়েছেন। ২০২০ সালে আইপিএলে পঞ্জাব কিংসের বিরুদ্ধে বিরাটের বাজে পারফরম্যান্সের সময় কমেন্ট্রি বক্সে অনুষ্কার নাম তুলে এনেছিলেন। তিনি বলেছিলেন যে লকডাউনের সময় শুধুমাত্র অনুষ্কার বোলিং সামলেছিলেন বিরাট। যা তাঁকে খুব একটা সাহায্য করছে না। 

আরও পড়ুন: Gambhir may be sacked: অস্ট্রেলিয়ায় বাজে ফল করলেই গম্ভীরকে ছাঁটাই! শুধু সাদা বলের কোচ থাকবেন- রিপোর্ট

আর সেই মন্তব্যে চটে গিয়েছিলেন অনুষ্কা। রীতিমতো উষ্মাপ্রকাশ করেছিলেন। বিতর্কের মুখে সাফাই দিয়ে গাভাসকর দাবি করেছিলেন যে বিরাটের ব্যর্থতার জন্য অনুষ্কাকে দোষারোপ করেননি। আর নারীবিদ্বেষী মন্তব্যও করেননি বলে দাবি করেছিলেন গাভাসকর।

ক্রিকেট খবর

Latest News

হাজার রোগের যম, এই শাকের গুণকে ভয় পাবে মারণরোগ, বাজার থেকে কিনে আনুন আজই কেন্দ্রীয় মন্ত্রিসভায় পাস হয়ে গেল ‘এক দেশ, এক নির্বাচন’ বিল, এবার? ধনখড়ের বিরুদ্ধে কংগ্রেসের অভিযোগ ‘নিন্দনীয়’, বার্তা নড্ডার নতুন বছরের শুরুতেই বাংলা সফরে অমিত শাহ, শাহী সফরের নেপথ্য কারণ কী? রামায়ণ-মহাভারত পড়ার পরামর্শ, বাংলায় বাবরি মসজিদ নিয়ে কী মত সিদ্দিকুল্লার? 'মাধুরীর সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন?' দর্শকের প্রশ্নে স্মৃতির সাগরে ভাসলেন নানা! শৈত্যপ্রবাহ অনেক জেলায়, উত্তুরে হাওয়ায় কাঁপবে বাকি বাংলাও, কোথায় ঘন কুয়াশা হবে? বাংলাদেশের পাসপোর্ট পেয়ে গেলেন হামজা চৌধুরী, অভিষেক হবে ভারতের বিরুদ্ধে কোথায় রয়েছে বাস? অ্যাপই জানাবে খবর, ১২রুটে নয়া উদ্যোগ, ভাড়া কাটা যাবে? শীতের রাতে বউয়ের সঙ্গে রোম্যান্সে মজে অনুপম! প্রশ্মিতার প্রথম স্বামীকে চেনেন?

IPL 2025 News in Bangla

KKR অধিনায়কের দৌড়ে রাহানে,বেঙ্কি,রিঙ্কুরা! SMATতে কেমন পারফরমেন্স? নজর রাখা যাক ২৭ কোটিতে LSGতে পন্ত…তবু কিসের আক্ষেপ গোয়েঙ্কার? কেন টানলেন মোহনবাগানের উদাহরণ? ১৭ বছরেও জেতা হয়নি IPL… খরা কাটাতে সবার আগে মাঠে নামল RCB! মাঠে ক্রুণাল,জিতেশরা… ধোনির সঙ্গে খেলতে চাই: CSK-কে ষষ্ঠবার চ্যাম্পিয়ন করতে চান KKR এর প্রাক্তনী আমায় KKR-এ ফেরাতে যা দরকার করবেন…CEO বেঙ্কিকে ফোনে বলেছিলেন বেঙ্কি! পরের বার আমায় ‘ডক্টর’ বলে ডাকবেন: কেন এমন বললেন KKR-এর তারকা বেঙ্কটেশ আইয়ার? টাকার জন্য ছাড়িনি DC, দাবি করেছিলেন পন্ত, ঘুরিয়ে তাঁকে মিথ্যাবাদী বললেন বাদানি BPL-এ খেলতে এসে টাকা মেরে দিয়েছে রংপুর রাইডার্স! ভরা মাঠে অভিযোগ ইমরান তাহিরের… ভিডিয়ো-অ্যাডিলেডে কেকেআর নিয়ে খোঁটা স্টার্ককে, মুখের ওপর জবাব অজি পেসারের ধোনির সঙ্গে ১০ বছরের বেশি কথা নেই, নিজেই জানালেন হরভজন, ঝামেলা কি জোরদার?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.