চলতি বর্ডার গাভাসকর ট্রফিতে মোটপাঁচটি টেস্ট ম্য়াচ খেলবে ভারত ও অস্ট্রেলিয়া। সিরিজের প্রথম ম্যাচে পার্থে মুখোমুখি হয়েছিল দুই দল। পার্থ টেস্টে বড় জয় পেয়েছিল টিম ইন্ডিয়া। যশস্বী জয়সওয়াল ও বিরাট কোহলির শতরানের উপর ভর করে অস্ট্রেলিয়ার মাটিতেই অজিদের হারিয়েছিল জসপ্রীত বুমরাহরা। এই ম্যাচে ২৯৫ রানে জিতেছিল ভারত।
ঘুরে দাঁড়াল অস্ট্রেলিয়া-
এরপরে অনেকে ভেবেছিলেন যে আর হয়তো ঘুরে দাঁড়াতেই পারবে না অস্ট্রেলিয়া। কিন্তু অ্যাডিলেড ওভালের পিঙ্ক বল টেস্টেই জয়ে ফিরলেন প্য়াট কামিন্সরা। পার্থে হারের পরে অ্যাডিলেডেই তার বদলা নিয়ে নিল তারা। কিন্তু কীভাবে এতটা ঘুরে দাঁড়াল তারা। অ্যাডিলেডে নামার আগে কি দল বিশেষ অনুশীলন করছিল। অ্যাডিলেডে নামার আগে টিম অস্ট্রেলিয়া কীভাবে নিজের তৈরি করেছিল, সেই বিষয়েই এবার মুখ খুললেন টিম অস্ট্রেলিয়ার পেসার বোলার মিচেল স্টার্ক।
আরও পড়ুন… BGT 2024-25: ভালো ছন্দে ছিলাম, ড্রেসিংরুমের পরিবেশও ফাটাফাটি, জিতেই নিন্দুকদের বার্তা হেডের
লড়াইয়ে ফেরার রহস্য ফাঁস করলেন স্টার্ক
অ্যাডিলেড ওভালে পিঙ্ক বল টেস্ট জেতার পরে মিচেল স্টার্ক বলেন, ‘সপ্তাহটা ভালো কেটেছে। আমরা প্রথম থেকেই বেশ ভালো খেলেছি। আমরা উদ্বিগ্ন ছিলাম না, আমরা পার্থকে পিছনে ছেড়ে এসেছিলাম। আমরা যেভাবে নিজেদের নিয়ে কাজ করি অ্যাডিলেডের জন্য সেভাবেই প্রস্তুত হয়েছিলাম। এর মধ্যে কোনও গোপনীয়তা ছিল না। এটার মধ্যে ছিল কঠোর পরিশ্রম এবং দেখুন আমরা কীভাবে ফিরে এসেছি। আমরা একসঙ্গে অনেকটা সময় কাটিয়েছিলাম। আমরা কাজটা শেষ করেছি। শেষ টেস্টে আমরা মোটামুটি ভাবে ভালো কিছুই করেছিলাম।’
আরও পড়ুন… অ্যাডিলেড টেস্টে অস্ট্রেলিয়ার পেস বোলাররা ইতিহাস গড়লেন
অ্যাডিলেডে কেমন পারফর্ম করেছিলেন স্টার্ক
অ্যাডিলেড টেস্টের প্রথম ইনিংসে ১৪.১ ওভারে ৪৮ রান দিয়ে ৬ উইকেট শিকার করেছিলেন মিচেল স্টার্ক। এই সময়ে যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, বিরাট কোহলি, নীতীশ রেড্ডি, রবিচন্দ্রন অশ্বিন, হর্ষিত রানাকে সাজঘরে ফিরিয়েছিলেন মিচেল স্টার্ক। এরপরে ব্যাট হাতে ১৫ বলে ১৮ রান করেছিলে তিনি। দ্বিতীয় ইনিংসে বল করতে এসে ১৪ ওভারে ২টি উইকেট শিকার করেছিলেন মিচেল স্টার্ক। এই সময়ে শুভমন গিলকে বোল্ড করার পাশাপাশি ঋষভ পন্তকেও ফিরিয়েছিলে তিনি।
আরও পড়ুন… এটা কি ভারত বনাম অস্ট্রেলিয়ার সবচেয়ে ছোট টেস্ট ম্যাচ
অজি পেসাররা কেমন পারফর্ম করলেন-
অ্যাডিলেড টেস্ট জয়ের পিছনে ট্র্যাভিস হেডের শতরান যেম বড় ভূমিকা পালন করেছিল, তেমনই অজি দলের পেস বোলাররাও ম্য়াচ জয়ের পিছনে বড় ভূমিকা পালন করেছিলেন। ভারতীয় দলের ২০টা উইকেটই শিকার করেছিলেন অস্ট্রেলিয়া দলের তিন পেস বোলার। এর ফলে ইতিহাস গড়েছেন তারা। মাত্র ৪৮০টা পেস বলেই ভারতের ২০টা উইকেট শিকার করেছে অস্ট্রেলিয়া। এখন পরবর্তী টেস্টে অজি পেসাররা কী করে সেটাই দেখার।