চ্যাম্পিয়ন্স ট্রফির আগে শেষ ওয়ানডে সিরিজে দুর্দান্ত শুরু করল ভারত। নাগপুরে ইংল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল দল। রবীন্দ্র জাদেজা ও অভিষেক করা হর্ষিত রানার দুর্দান্ত বোলিংয়ে (প্রত্যেকে ৩টি উইকেট) ইংল্যান্ডকে ২৪৭ রানে অলআউট করে ভারত। এরপর শুভমন গিল, শ্রেয়স আইয়ার ও অক্ষর প্যাটেলের হাফ-সেঞ্চুরিতে ১১ ওভারের বেশি হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় ভারত।
ভারতের জয়ের পর মাঠে উচ্ছ্বাসে মেতে ওঠেন খেলোয়াড়রা। চোটের কারণে বাইরে থাকা বিরাট কোহলিও হাসতে হাসতে মজায় মাতেন অপরাজিত ব্যাটসম্যান হার্দিক পান্ডিয়া ও রবীন্দ্র জাদেজার সঙ্গে। কিন্তু ক্যামেরা দ্রুতই ফোকাস করে অধিনায়ক রোহিত শর্মা ও প্রধান কোচ গৌতম গম্ভীরের দিকে। ভারতীয় দলের প্রধান দুই সিদ্ধান্ত গ্রহণকারীর মধ্যে চলছিল দীর্ঘ আলোচনা, যেখানে বেশিরভাগ সময় কথা বলছিলেন রোহিত, আর মনোযোগ দিয়ে শুনছিলেন গৌতম গম্ভীর।
এই আলোচনা কোনও ভাবেই উত্তেজিত বা রাগান্বিত মনে হয়নি, তবে এটা যে সিরিয়াস এবং লক্ষ্যভিত্তিক ছিল, তা স্পষ্ট। দেখে মনে হচ্ছিল তারা ভারতের জয়ের মূল্যায়ন করছিলেন, নাকি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি নিয়ে কথা বলছিলেন, সেটা বোঝা না গেলেও আলোচনাটি ছিল গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক সময়ে ভারতীয় ড্রেসিং রুমের বিভিন্ন গুঞ্জন ও গোপন তথ্য ফাঁস হওয়ার পর এই দৃশ্য সবার নজর কেড়ে নিয়েছে।
আরও পড়ুন… রোহিত বলেছে মন খুলে ইনপুট দিতে-ভাইস ক্যাপ্টেন হওয়ার অভিজ্ঞতা জানালেন ম্যাচের সেরা শুভমন
কোচ ও অধিনায়কের পরিকল্পনা
পার্থিব প্যাটেল সংক্ষেপে এই আলোচনার ব্যাখ্যা দেন। যখন অভিনব মুকুন্দ বলেন, ‘কোচ ও অধিনায়কের দীর্ঘ আলোচনা... হয়তো চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি নিয়ে। পার্থিব, এটা দারুণ একটা জয়, তাই না?’ তখন পার্থিব বলেন, ‘একদম ঠিক। যখন কোচ ও অধিনায়ক একসঙ্গে বসেন, তখন এমন আলোচনাই হয়। ভারতের জন্য আজকের ম্যাচে অনেক ইতিবাচক দিক ছিল। অভিষেক হওয়া হর্ষিত রানার অসাধারণ পারফরম্যান্স, দ্বিতীয় স্পেলে দুর্দান্ত বোলিং করা শামি—সব মিলিয়ে দারুণ একটি জয়। তারা সম্ভবত কটকের দ্বিতীয় ম্যাচে বিরাট কোহলির ফেরার পরিকল্পনা করছে। খুব সম্ভবত কোহলি একাদশে ফিরলে যশস্বী জসওয়াল জায়গা হারাবেন, আর শুভমন গিল ওপেনিংয়ে ফিরে যাবেন।’
আরও পড়ুন… বাংলাদেশে ফের বাতিল মহিলাদের ফুটবল ম্যাচ! ধর্মীয় কট্টরপন্থীদের আচরণে অবাক বিশ্ব
রোহিত শর্মা ও গৌতম গম্ভীরের সম্পর্ক
সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমে রোহিত শর্মা ও গৌতম গম্ভীরের সম্পর্ক নিয়ে নানা আলোচনা চলছে। রাহুল দ্রাবিড়ের মতো গম্ভীর কিন্তু কখনও রোহিতের সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলন করেননি। গুঞ্জন অনুযায়ী, বর্ডার গাভাসকর ট্রফির পঞ্চম টেস্টের আগে সিডনিতে তারা একে অপরের সঙ্গে তেমন কথাই বলেননি। এবং অনুশীলনের সময়ও আলাদা থাকতেন।
তবে এ সব গুঞ্জন উড়িয়ে দিয়ে সম্প্রতি একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে, যেখানে ইংল্যান্ড সিরিজের আগে হোটেলের ভিতরে একসঙ্গে হাঁটতে হাঁটতে আলাপ করছিলেন রোহিত ও গম্ভীর। হয়তো তাদের সম্পর্ক গণমাধ্যমে প্রচারিত গুজবের মতো ঠান্ডা নয়। রোহিত নিজেও বারবার বলেছেন, তাদের মধ্যে কোনও সমস্যা নেই। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারতীয় সমর্থকরা নিশ্চয় চাইবেন, অধিনায়ক ও কোচ একসঙ্গে মিলেমিশে দলের সেরা পারফরম্যান্স নিশ্চিত করুন।