শনিবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করে সোমবার পুনরায় মাঠে ফেরার কথা ঘোষণা করেন শিখর ধাওয়ান। অন্যদিকে দীনেশ কার্তিক গত আইপিএল অভিযান শেষে অবসর ঘোষণা করেন। মঙ্গলবার কার্তিক পুনরায় কামব্যাকের কথা জানিয়ে দেন।
ধাওয়ানের মতোই কার্তিকও বিসিসিআইয়ের নিয়ন্ত্রণাধীন কোনও টুর্নামেন্টে মাঠে নামছেন না। তিনিও এক্ষেত্রে অংশ নেবেন লেজেন্ডস লিগ ক্রিকেটের আসন্ন সংস্করণে। আন্তর্জাতিক ক্রিকেট এবং আইপিএল থেকে অবসর নেওয়ার আগে পর্যন্ত কোনও ভারতীয় ক্রিকেটার অন্য কোনও টি-২০ লিগে মাঠে নামতে পারেন না। এক্ষেত্রে লেজেন্ডস লিগে অংশ নিতে অসুবিধা নেই কার্তিকের।
ধাওয়ান ও কার্তিক যোগ দেওয়ার পরে নিঃসন্দেহে লেজেন্ডস লিগের জৌলুস বাড়তে চলেছে। ইতিমধ্যেই লেজেন্ডস লিগে মাঠে নামতে দেখা যায় হরভজন সিং, ইরফান পাঠান, ইউসুফ পাঠান, মহম্মদ কাইফ, রবিন উথাপ্পা, সুরেশ রায়নাদের।
লেজেন্ডস লিগে যোগ দেওয়ার কথা জানিয়ে কার্তিক বলেন, ‘অসবর নেওয়ার পরে লেজেন্ডস লিগ ক্রিকেট এমন একটি টুর্নামেন্ট, যেখানে মাঠে নামার জন্য আমি মুখিয়ে রয়েছি। আমি শারীরিক ও মানসিকভাবে মাঠে নামার জন্য প্রস্তুত। যে ব্র্য়ান্ডের ক্রিকেট খেলা আমি উপভোগ করি, সেটাকেই মেলে ধরার চেষ্টা করব। আমি অনুরাগীদের কৃতজ্ঞতা জানাই সর্বদা পাশে থাকার জন্য। আশা করি আরও একবার মাঠে আপনাদের মনোরঞ্জন করতে পারব।’
দীনেশ কার্তিকের আইপিএল কেরিয়ার
দীনেশ কার্তিক বর্ণোজ্জ্বল কেরিয়ারে মোট ২৫৭টি আইপিএল ম্যাচে মাঠে নেমেছেন। ২৬.৩২ গড়ে তিনি সংগ্রহ করেছেন ৪৮৪২ রান। ১৩৫.৩৬ স্ট্রাইক-রেটে রান সংগ্রহ করেছেন কার্তিক। কোনও সেঞ্চুরি না করলেও আইপিএলে ২২টি হাফ-সেঞ্চুরি করেছেন কার্তিক। মেরেছেন ৪৬৬টি চার ও ১৬১টি ছক্কা। তিনি ক্যাচ ধরেছেন ১৪৫টি এবং স্টাম্প-আউট করেছেন ৩৭টি।
কার্তিক গুজরাট লায়ন্স, মুম্বই ইন্ডিয়ান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, কিংস ইলেভেন পঞ্জাব, দিল্লি ডেয়ারডেভিলস ও কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলে মাঠে নেমেছেন। কেকেআরকে আইপিএলে নেতৃত্বও দিয়েছেন তিনি।
দীনেশ কার্তিকের আন্তর্জাতিক কেরিয়ার
দীনেশ কার্তিক ভারতের হয়ে ২৬টি টেস্ট, ৯৪টি ওয়ান ডে ও ৬০টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে মাঠে নেমেছেন। টেস্টে ১০২৫, ওয়ান ডে ক্রিকেটে ১৭৫২ ও আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ৬৮৬ রান সংগ্রহ করেছেন দীনেশ। তিন ফর্ম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১টি সেঞ্চুরি ও ১৭টি হাফ-সেঞ্চুরি করেছেন তিনি। কেরিয়ারের শেষ দিকে কার্তিক নিজেকে অন্যতম সেরা ফিনিশার হিসেবে তুলে ধরেন।