দুর্ভাগ্য যেন ইশান কিষানের পিছু ছাড়ছে না। জানা যাচ্ছে দলীপ ট্রফির উদ্বোধনী ম্যাচ থেকে ছিটকে যেতে পারেন ভারতের তরুণ উইকেটরক্ষক ইশান কিষান। ইশান কিষান চোটের কারণে প্রথম ম্যাচ থেকে ছিটকে যেতে পারেন বলে খবর পাওয়া যাচ্ছে। শোনা যাচ্ছে তাঁর জায়গায় ইন্ডিয়া ডি টিমে অন্তর্ভুক্ত করা হতে পারে সঞ্জু স্যামসনকে। দলীপ ট্রফি ২০২৪-২৫ এর প্রথম রাউন্ড ৫ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত খেলা হবে।
আরও পড়ুন… ঋষভ পন্তের সঙ্গে কাজ করাটা চ্যালেঞ্জের ছিল- কেন এমন বললেন ভারতের প্রাক্তন ফিল্ডিং কোচ আর শ্রীধর?
যখন ইন্ডিয়া এ, ইন্ডিয়া বি, ইন্ডিয়া সি এবং ইন্ডিয়া ডি স্কোয়াড ঘোষণা করা হয়েছিল, তখন অনেক বড় নাম এতে অন্তর্ভুক্ত করা হয়েছিল। তবে কিছু নাম এখন মুছে ফেলা হয়েছে। মহম্মদ সিরাজ এবং উমরান মালিক দুজনেই অসুস্থতার কারণে বাইরে ছিলেন, অন্যদিকে রবীন্দ্র জাদেজাও ইন্ডিয়া বি ত্যাগ করেছেন। এর পর সূর্যকুমার যাদব ইনজুরিতে পড়ে ভারত সি-এর প্রাথমিক ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন। এখন একই রকম খবর আসছে ইশান কিষানকে নিয়ে।
আরও পড়ুন… সুপারম্যান যেখান থেকে এসেছে আপনিও কি সেখানকার? কোচের প্রশ্ন শুনে কী বলেছিলেন বিরাট কোহলি?
ক্রিকবাজের খবর অনুযায়ী, ৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া ইন্ডিয়া সি বনাম ইন্ডিয়া ডি ম্যাচে খেলতে পারবেন না ইশান কিষান। এই ম্যাচটি হবে অনন্তপুরে। শ্রেয়স আইয়ারের নেতৃত্বে থাকা ইন্ডিয়া ডি স্কোয়াডের অংশ ছিলেন ইশান কিষান। সঞ্জু স্যামসনকে আগে দলীপ ট্রফির কোনও দলে রাখা হয়নি, কিন্তু এখন তিনি ইশান কিষানের জায়গায় ইন্ডিয়া ডি টিমে অন্তর্ভুক্ত হতে পারেন বলে খবর পাওয়া যাচ্ছে।
আরও পড়ুন… WTC Final হোক তিন ম্যাচের, রোহিত শর্মার মতোই ICC-কে বিশেষ পরামর্শ দিলেন অজি স্পিনার নাথান লিয়ন
প্রথম ম্যাচের পর ইশান কিষান ফিরবেন কি না, সে বিষয়ে এখনও কোনও স্পষ্টতা নেই। সম্প্রতি বুচি বাবু টুর্নামেন্টে ঝাড়খণ্ডের হয়ে খেলতে দেখা গিয়েছে ইশান কিষানকে। বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) ঘরোয়া টুর্নামেন্টে খেলার বিষয়ে গত কয়েকদিনে অনেক কঠোরতা দেখিয়েছে এবং স্পষ্ট বার্তা দিয়েছে যে ক্রিকেটাররা যদি ভারতের হয়ে না খেলেন, তবে এই সময়ের মধ্যে তাদের ঘরোয়া টুর্নামেন্ট খেলতে হবে। ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণ করাটা এক রকম বাধ্যতামূলক করে দিয়েছে বিসিসিআই।
এই বিষয়ে, রোহিত শর্মা, বিরাট কোহলি এবং জসপ্রীত বুমরাহ বিসিসিআই থেকে অব্যাহতি পেয়েছেন। এর পাশাপাশি প্রসিধ কৃষ্ণাও ভারত এ-এর হয়ে খেলতে পারবেন না, তিনি চোট থেকে পুরোপুরি সেরে উঠতে পারেননি বলে খবর পাওয়া যাচ্ছে। তাই প্রথম ম্যাচে বাইরে রয়েছেন তিনি।