বাংলা নিউজ > ক্রিকেট > অ্যান্ডারসনই উদাহরণ.. রোহিত ও বিরাটকে বড় মন্তব্য রুটের! দিলেন স্পষ্ট বার্তা

অ্যান্ডারসনই উদাহরণ.. রোহিত ও বিরাটকে বড় মন্তব্য রুটের! দিলেন স্পষ্ট বার্তা

রোহিত শর্মা ও বিরাট কোহলি। ছবি- এএনআই  (ANI )

রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে নিয়ে বড় মন্তব্য করলেন রুট। দিলেন কিংবদন্তির তকমাও।

কথায় আছে পুরনো চাল ভাতে বাড়ে। ঠিক তেমনভাবেই প্রায় এক দশকের উপরে বিরাট কোহলি এবং রোহিত শর্মা ভারতীয় দলের হয়ে ব্যাট চালিয়ে যাচ্ছেন। বিরাট কোহলি এই সময় কালে ভারতীয় দলের কিংবদন্তি ব্যাটার হয়ে উঠেছেন। অন্যদিকে রোহিত শর্মা এখন সব ফরম্যাটের অধিনায়ক। এই দুই তারকা ব্যাটার আগামী মাস থেকে শুরু হতে চলা একদিনের ক্রিকেট বিশ্বকাপে ভারতীয় ব্যাটিং লাইন আপকে নেতৃত্ব দেবেন। বিরাট কোহলি চলতি এশিয়া কাপে একদিনের ক্রিকেটে ইতিহাসে দ্রুততম ১৩ হাজার রান সম্পন্ন করার রেকর্ড তৈরি করেছেন।

কোহলির নতুন রেকর্ড তৈরি করার পরে শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় ব্যাটার হিসেবে দ্রুততম ১০,০০০ রান তৈরি করার রেকর্ড করেছেন ‘হিটম্যান’। তবে তাদের বয়স একটা সমস্যার সৃষ্টি করছে। তবে বয়স যে তাদের সমস্যার কারণ তা মানতে নারাজ ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক জো রুট। তিনি সম্প্রতি জানিয়েছেন বয়সে হিসাব করে এই দুই তারকাকে বিচার করা ঠিক হবে না।

ভারতীয় দলের এই দুই অন্যতম প্রধান ব্যাটিং স্তম্ভ একের পর এক রেকর্ড তৈরি করে গেলেও স্বাভাবিক নিয়মে তাদের বয়স বেড়ে চলেছে। বিশ্বকাপের মাসে ৩৫ বছরে পা দেবেন বিরাট কোহলি। অন্যদিকে অধিনায়ক রোহিতের বয়স ৩৬। বয়স বাড়লেও তাঁদের ব্যাটিং গ্রাফ ক্রমশ উপর দিকে উঠছে। টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারের সম্প্রতি রুট বলেন, 'আমি মনে করি রোহিত এবং কোহলির মতো ক্রিকেটারদের শুধুমাত্র বয়সের সংখ্যা দেখে বিচার করলে তা অনেকটা ভুল হয়ে যাবে। উদাহরণ হিসেবে বলা যায় ক্রিস গেইল কত বছর ধরে টি-টোয়েন্টি ক্রিকেট খেলে গিয়েছে। তারকা ক্রিকেটাররা অনেকদিন ধরে খেলা চালিয়ে গিয়েছে, বিশেষ করে টি-টোয়েন্টি ক্রিকেটে। যতদিন তারা শারীরিকভাবে ফিট থাকবে ততদিন খেলা চালিয়ে যেতে পারবে।'

তিনি আরও বলেন, 'এক্ষেত্রে জিমি অ্যান্ডারসন প্রকৃত উদাহরণ। ওর বয়স ৪০ এর ওপর তাও অসাধারণভাবে পারফরম্যান্স দিয়ে যাচ্ছে। ও এখনও সমান দক্ষতাই খেলে চলেছে ও বোলিং বিভাগকে নেতৃত্ব দিয়ে দিচ্ছে। আমরা ওর অভিজ্ঞতাকে নিজেদের সুবিধামতো ব্যবহার করছি।'

বিশ্বকাপ শুরুর আগে থেকে ভারতের ওপর একটা অতিরিক্ত চাপ কাজ করছে। বিগত ১০ বছর ধরে রোহিত শর্মাদের কাছে কোনও আইসিসি ট্রফি নেই। আইসিসি’র বিভিন্ন টুর্নামেন্টগুলোতে ফাইনাল, সেমিফাইনালে পৌঁছাতে পারলেও খালি হাতে ফিরতে হয়েছে তাদের। অন্যদিকে রোহিত শর্মার ওপরও একটা চাপ কাজ করছে। ২০১১ সালের বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন না রোহিত। সেক্ষেত্রে এই বিশ্বকাপ তার শেষ বিশ্বকাপ কিনা তা নিয়েও জল্পনা ছড়াচ্ছে। একদিনের ক্রিকেটের অধিনায়ক বদল হবে কিনা তা নিয়েও চলছে আলোচনা। অন্যদিকে এশিয়া কাপের ফাইনালে পৌঁছে গিয়েছে ভারতীয় দল। এখন দেখার বিশ্বকাপের আগে এই ট্রফি তারা জিততে পারে কিনা।

বন্ধ করুন