টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অত্যন্ত খারাপ পারফরম্যান্সের পর, দলের অধিনায়ক বাবর আজমকে তীব্র ভাষায় সমালোচনা করেছেন প্রাক্তন পাক ক্রিকেটার আহমেদ শেহজাদ। শুধু বাবর নয়, তাঁর আক্রমণের নিশানায় ছিল পুরো পাকিস্তান টিমই। সম্প্রতি তাঁর একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে, পাড়া ক্রিকেট খেলার সময়ে, ইব্রাহিম নামের অনামী কোনও বোলারের চার বলের মধ্যে তিন বারই ক্লিন বোল্ড হয়েছেন আহমেদ শেহজাদ। যা নিয়ে কিন্তু তাঁকে তীব্র কটাক্ষের মুখেও পড়তে হচ্ছে।
পাকিস্তানের চিত্রাল শহরের একটি পাড়ায় ক্রিকেট খেলতে দেখা গিয়েছে পাক প্রাক্তনীকে। আহমেদ শেহজাদকে ব্যাট করতে দেখা গিয়েছে। যেখানে একটি চেয়ার উইকেট হিসাবে ব্যবহার করা হয়েছে। ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, আহমেদ শেহজাদ স্থানীয় এক বোলারের চারটি ডেলিভারির মুখোমুখি হয়েছেন। সেই বোলার কিন্তু খাতায়-কলমে কোনও পেশাদার ক্রিকেটারও নন। আহমেদ শেহজাদ ছক্কা মারার চেষ্টা করেছিলেন। কিন্তু তিনি চারটি ডেলিভারির মধ্যে তিন বারই ক্লিন বোল্ড হয়ে যান। পাকিস্তানের প্রাক্তন ব্যাটসম্যান শুধুমাত্র একটি বল খেলতে সক্ষম হন এবং সেটিও একটি ভুল শট। এটা দেখার পর রীতিমতো তাঁকে নিয়ে শুরু হয়েছে হাসাহাসি আর কটাক্ষ।
আহমেদ শেহজাদ পাকিস্তানের হয়ে ১৩টি টেস্ট, ৮১টি ওয়ানডে এবং ৫৯টি টি-টোয়েন্টি খেলেছেন, যাতে তিনি যথাক্রমে ৯৮২, ২৬০৫ এবং ১৪৭১ রান করেন। ২০১৯ সালে পাকিস্তানের হয়ে শেষবার টি-টোয়েন্টি খেলেছিলেন তিনি। তাঁর প্রতিভা থাকা সত্ত্বেও, আহমেদ শেহজাদের ক্যারিয়ারে উত্থান-পতন ছিল, যার মধ্যে রয়েছে বিতর্ক এবং অসামঞ্জস্যপূর্ণ ফর্ম।
আরও পড়ুন: পালটা গালি দেবে তোমরাও… একেবারে অন্য মেজাজের দ্রাবিড়কে প্রকাশ্যে আনলেন অভিষেক শর্মা
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাবর আজমরা হতশ্রী পারফরম্যান্স করার পর তীব্র আক্রমণের শিকার হতে হয়েছিল পুরো পাকিস্তান টিমকে। বিশেষ করে অধিনায়ক বাবর আজমকে। প্রাক্তন ক্রিকেটার আহেমদ শেহজাদ তো বারবার বাবরের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছিলেন, ‘পাকিস্তানকে একটা ট্রফি এনে দিতে পারছ না তুমি। অন্তত নিজের ব্যর্থতা তো স্বীকার করো। হাত তুলে বলো যে, আমায় পিসিবি সব দিয়েছে, আমি আমার পছন্দের ক্রিকেটারদেরই পেয়েছি, কিন্তু তাও দলকে সাফল্য দিতে পারিনি। ব্যর্থতার দায় তো অন্তত নাও, দেশের মানুষের কাছে ক্ষমা চাও।’
আরও পড়ুন: তিন-চার ওভারের পর… অক্ষরকে নিয়ে সূর্যের গোপন পরিকল্পনা ফাঁস হয়ে গেল ক্যামেরায়- ভিডিয়ো
ব্যর্থতার জেরে পাক টিমকে নিয়ে যখন সমালোচনা চলছিল, তখন রিজওয়ান বলেছিলেন, ‘প্রতিটি মানুষ দু'টি জিনিসের শুভেচ্ছাদূত। যদি তিনি মুসলিম হন, তা হলে বিশ্বের যে প্রান্তেই থাকুন না কেন, তিনি ইসলামেরই প্রতিনিধিত্ব করেন। দ্বিতীয়ত, তিনি পাকিস্তানের শুভেচ্ছাদূত। মানুষের বক্তব্য নিয়ে আমি মোটেও চিন্তিত নই।’
এর পাল্টা আহমেদ শেহজাদ বলেছিলেন, ‘ধর্মকে ব্যবহার করে এবং অযথা সাংবাদিক বৈঠক করে কয়েক জন ক্রিকেটার বিশ্বকাপে নিজেদের হতশ্রী পারফরম্যান্স ঢাকতে চাইছে। অত্যন্ত হতাশার ব্যাপার। এখন ধর্মকে হাতিয়ার করা হচ্ছে। ধর্ম কি অন্যদের ধোঁকা দিতে এবং মাঠে মিথ্যে কথা বলতে শেখায়?’