উদ্বেগ দেখা দিয়েছে রাচিন রবীন্দ্রর চোট নিয়ে। পাকিস্তান বনাম নিউজিল্যান্ড ম্যাচে কপালে বল লেগে গুরুতর আহত হন তিনি। এরপরেই প্রশ্ন উঠতে শুরু করে গদ্দাফি স্টেডিয়াম নিয়ে। অনেকেই মনে করেন ফ্লাডলাইট সঠিক মানের না হওয়ার কারণে এই ঘটনা ঘটেছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে প্রথম থেকেই এই স্টেডিয়ামকে নিয়ে প্রচুর ঢাক-ঢোল পেটানো হয়েছিল সংস্কারের কাজকে নিয়ে। কিন্তু আদৌ কতটা উন্নতমানের কাজ হয়েছে তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। কারণ শুধু রাচিন নয়, ওই ম্যাচে চোট পান পাকিস্তানের হ্যারিস রউফও। অনেকেই মনে করছেন একাধিকবার আইসিসির ডেডলাইন মিস করার পর কোনও মতে কাজ শেষ করেছে পিসিবি। যেই কারণে সঠিক মান বজায় রাখা সম্ভব হয়নি।
যদিও রাচিনের চোটের বিষয়টার দায় নিতে অস্বীকার করেছে পিসিবি। তাদের মতে ভুল ছিল কিউয়ি ক্রিকেটারের তরফে। তবে এবার পাকিস্তান ক্রিকেট বোর্ডকে কাঠগড়ায় তুললেন প্রাক্তন পাক ক্রিকেটার আহমেদ শেহজাদ। তিনি সরাসরি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য এত বরাদ্দ কোথায় খরচ হল সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন।
আহমেদ বলেছেন, ‘যেই ভাবে রাচিনের মুখে বল লেগেছে, তা উদ্বেগের বিষয়। খেলোয়াড়দের নিরাপত্তার বিষয়টা সর্বোচ্চ প্রাধান্য পাওয়া দরকার। এই ভাবে ১৩ আরব পিকেআর খরচ করা হয়েছে? একটি নতুন স্টেডিয়াম তৈরি করতে ২ আরব পিকেআর লাগে। তিনটি স্টেডিয়াম এখনও প্রস্তুত নয়। বাইরে থেকে সবকিছু সুন্দর এবং চকচকে দেখায়। যেগুলো প্রস্তুত, সেগুলো রেকর্ড সময়ে নির্মিত হয়েছে। কিন্তু কিছু বিষয় আছে, যেমন- এই ফ্লাডলাইটের সমস্যা, করাচি স্টেডিয়াম এখনও প্রস্তুত নয়। রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের পরিকাঠামোগত সমস্যা রয়েছে, যা এখন স্পষ্টতই সমাধান হতে আরও ৬-৮ মাস সময় লাগবে। গদ্দাফি স্টেডিয়াম দেখতে ভালো, কিন্তু লাইটগুলো চোখে লাগে।’
উল্লেখ্য, রাচিনের সঙ্গে দুর্ঘটনাটি ঘটেছিল ত্রিদেশীয় সিরিজের পাকিস্তান বনাম নিউজিল্যান্ড ম্যাচে। পাকিস্তানের ইনিংসে ৩৮ তম ওভারে ঘটনাটি ঘটেছিল।মিচেল ব্রেসওয়েলের বলে স্লগ সুইপ মারেন পাকিস্তানের খুশদিল শাহ। ডিপ স্কোয়ার লেগে বলটা ধরতে যান রবীন্দ্র। কিন্তু সেইসময় সম্ভবত ফ্লাডলাইটের কারণে বলটা হারিয়ে ফেলেন তিনি। সরাসরি কপালে লাগে বল। মাটিতে পড়ে যান রাচিন। এরপর দেখা যায় কপাল থেকে রক্ত ঝরছে তাঁর। সঙ্গে সঙ্গে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় তাঁকে। এরপরেই বিষয়টি নিয়ে উদ্বেগ দেখা দেয়। অন্যদিকে আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগে এখন সমালোচনার মুখে পাকিস্তানের ক্রিকেট স্টেডিয়াম।