শুভব্রত মুখার্জি:- টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক ইনিংসে দশ উইকেট নেওয়া বিরল থেকে বিরলতম কৃতিত্বের অন্যতম। এতদিনের ইতিহাসে মাত্র তিনজন ক্রিকেটার এই তালিকায় নিজেদের জায়গা বানাতে পেরেছেন। এই তালিকায় প্রথম জায়গা পান জিম লেকার। দ্বিতীয় ক্রিকেটার হিসেবে জায়গা পেয়েছিলেন অনিল কুম্বলে এবং তৃতীয় বোলার হিসেবে জায়গা পান নিউজিল্যান্ডের স্পিনার আজাজ প্যাটেল। ঘটনাচক্রে তিনি ভারতের মাটিতে ভারতের বিরুদ্ধেই এই নজির গড়েছিলেন। ফের ভারতে টেস্ট সিরিজ খেলবে নিউজিল্যান্ড দল। গ্রেটার নয়ডাতে স্পোর্টস কমপ্লেক্সে নিউজিল্যান্ড দল মুখোমুখি হবে আফগানিস্তানের। এর আগে বেশ আত্মবিশ্বাসী দেখা গেল আজাজ প্যাটেলকে। ভারতের মাটিতে ফের একবার ভালো পারফরম্যান্স করতে মুখিয়ে রয়েছেন তিনি।
আরও পড়ুন… জিততে পারলেন না, দেখলেন কার্ড! চোখের জল ও মেসির বার্তায় শেষ বিশ্ব ফুটবলের সুয়ারেজ অধ্যায়
ভারতের বিরুদ্ধে ওই কৃতিত্ব গড়ার পরেও যত না টেস্টে আজাজ খেলেছেন তার থেকে বেশি টেস্টে তিনি বাদ পড়েছেন। ভারতের মাটিতে তাঁর খেলা শেষ টেস্টে তিনি এক ইনিংসে দশ উইকেট নেওয়ার নজির গড়েছিলেন। ৩০ বছর বয়সে ২০১৮ সালে নিউজিল্যান্ডের হয়ে অভিষেক হয়েছিল তাঁর। ভারতীয় বংশোদ্ভুত এই ক্রিকেটার এখন পর্যন্ত নিউজিল্যান্ড দলের হয়ে খেলেছেন সবমিলিয়ে ১৬ টি টেস্ট ম্যাচ। ২০২১ সালের ডিসেম্বর মাসে নিজের জন্মশহর মুম্বইতে তিনি ওয়াংখেড়ে স্টেডিয়ামে ১১৯ রান দিয়ে এক ইনিংসে ভারতের ১০ টি উইকেট তুলে নিয়েছিলেন।
আরও পড়ুন… RR-কে পরবর্তী স্তরে নিয়ে যেতে চাই- রয়্যালস পরিবারে ফিরে কী বললেন রাহুল দ্রাবিড়?
এশিয়ার ক্রিকেট খেলিয়ে দেশগুলোর পিচ সাধারণত স্পিন সহায়ক। যেখানে একাদশে দুই স্পিনারের প্রয়োজন পরে। সেখানেই আজাজ তাঁর কেরিয়ারের অধিকাংশ টেস্ট খেলেছেন। সোমবার থেকে আফগানিস্তানের বিরুদ্ধে গ্রেটার নয়ডাতে শহিদ বিজয় সিং পথিক স্পোর্টস কমপ্লেক্সে ওয়ান অফ টেস্ট খেলবে নিউজিল্যান্ড। এরপর শ্রীলঙ্কা সফরে যাবে নিউজিল্যান্ড। তারপর আবার তারা ফিরে আসবে ভারতে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে।
আফগানিস্তানের বিরুদ্ধে নামার আগে তাঁর প্রস্তুতি সহ একাধিক বিষয়ে মুখ খুলেছেন আজাজ। তিনি জানিয়েছেন, ‘ভারতে ফিরে আসাটা সবসময় আমার কাছে স্পেশাল। বিশেষ করে এখানে আমার শেষ ম্যাচের পরে তো আমার কাছে ফিরে আসাটা আরও স্পেশাল হয়ে দাঁড়িয়েছে। আপনি যদি সমস্ত নিউজিল্যান্ডের স্পিনারদের জিজ্ঞাসা করেন দেখবেন তারা সকলেই বলবে এখানে খেলাটা কতটা কঠিন। আমরা তো আমাদের দেশে পরিবেশের কারণে খেলার ততটা সুযোগ পাই না। তাই আমি মনে করি এই বিষয়টা আমাদের মধ্যে ভালো পারফরম্যান্স করার ক্ষিধেটা আরও বাড়িয়ে দেয়। বিশেষ করে ভারতের মতন স্পিন সহায়ক পরিবেশ পরিস্থিতিতে যদি খেলার সুযোগ পাই তখন ভালো পারফরম্যান্স করার তাগিদটা আরও বেড়ে যায়।’