রঞ্জিতে আরও একবার আলোচনার কেন্দ্র বিন্দুতে আম্পায়ারের সিদ্ধান্ত। আউট হয়ে যাওয়া এক খেলোয়াড় ফিরে গেছেন সাজঘরে, তারপর তাঁকে ক্রিজে ফিরিয়ে নিয়ে আসছেন আম্পায়ার! ক্রিকেটে এরকম ঘটনা খুব একটা দেখা গেছে কিনা সেই বিষয়ে সন্দেহ রয়েছে। তবে শুক্রবার মুম্বই বনাম জম্মু ও কাশ্মীর ম্যাচে এরকমই বিতর্কিত ঘটনা ঘটতে দেখা গেল। যা ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে আলোচনা। ঘটনার কেন্দ্র বিন্দুতে ছিলেন মুম্বইয়ের দুই ক্রিকেটার- অজিঙ্কা রাহানে এবং শার্দুল ঠাকুর।
ফেরানো হল অজিঙ্কাকে, মাঠ ছাড়তে বলা হল শার্দুলকে:
রঞ্জি ট্রফির এলিট এ-গ্রুপের ম্যাচে মুখোমুখি হয়েছে মুম্বই এবং জম্মু ও কাশ্মীর। শুক্রবার চলছে দ্বিতীয় দিনের খেলা। এদিন দ্বিতীয় ইনিংসে মুম্বই যখন ব্যাট করছিল তখন ঘটনাটি ঘটে। ২৫ তম ওভারে বল করছিলেন উমর নাজির। তাঁর শর্ট পিচ বল বুঝতে ভুল করেন রাহানে। পুল করতে গিয়ে তা গ্লাভসে লেগে সোজা চলে যায় উইকেটকিপারের হাতে। নাটক শুরু হয় ঠিক তারপরেই। আউট বুঝে প্যাভিলিয়নে ফিরে গিয়েছিলেন অজিঙ্কা। ব্যাট করতে ক্রিজে উপস্থিত হয়েছিলেন শার্দুল ঠাকুর। কিন্তু তখনও নো বল চেক করা শেষ করে উঠতে পারেননি আম্পায়ার। রিপ্লে দেখতে বেশ কিছুটা সময় লাগে তাঁর। এরপর থার্ড আম্পায়ার নিশ্চিত করেন যে নাজিরের পা লাইনের বাইরে ছিল। তিনি অনফিল্ড আম্পায়ারকে শার্দুল ঠাকুরকে সাজঘরে ফিরে যেতে নির্দেশ দিতে বলেন এবং রাহানেকে ক্রিজে ফেরাতে বলেন।
ক্রিকেটের নিয়ম যা বলছে:
ক্রিকেটের নিয়ম অনুযায়ী, ‘যদি আম্পায়ার সন্তুষ্ট হন যে একজন ব্যাটার আউট নয়, কিন্তু সে আউট হওয়ার ভুল ধারণায় উইকেট ছেড়ে চলে গেছে, তখন খেলার মাঝপথে হস্তক্ষেপ করার অধিকার রয়েছে তাঁর। আম্পায়ার এই ক্ষেত্রে বলটিকে ডেড বল হিসাবে ঘোষণা করবেন এবং ক্রিকেটারকে ক্রিজে ফিরিয়ে নিয়ে আসবেন। এক্ষেত্রে ব্যাটার আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যাওয়ার পর পরবর্তী বল হওয়ার আগে পর্যন্ত যেকোনও সময় তাকে ক্রিজে ফেরানো সম্ভব, যদি না সেটা ইনিংসের শেষ উইকেট হয়। যদি শেষ উইকেট হয় সেক্ষেত্রে আম্পায়ার মাঠ ছাড়ার আগের মুহূর্ত পর্যন্ত ব্যাটারকে ক্রিজে ফেরাতে পারেন।’ অর্থাৎ এদিন আম্পায়ার কোনও ভুল কাজ করেননি।
বেশিক্ষণ স্থায়ী হয়নি রাহানের ইনিংস:
যদিও ক্রিজে ফেরাটা খুব বেশিক্ষণ স্থায়ী হয়নি অজিঙ্কা রাহানের। উমর নাজিরের পরের ওভারেই আউট হয়ে যান তিনি। উইকেটের পিছনে অবশ্য বেশি কৃতিত্ব জম্মু ও কাশ্মীরের অধিনায়ক পারস ডোগরার। মিড অফে অসাধারণ ক্যাচ ধরেন তিনি।
৩৬ বলে ১৬ রান করে আউট হয়ে যান রাহানে। প্রথম ইনিংসেও নাজিরের বলেই বোল্ড হয়েছিলেন তিনি। প্রথম ইনিংসে ১৭ বলে ১২ রান করেছিলেন রাহানে।