দলীপ ট্রফির প্রথম রাউন্ডের জন্য বুধবার ভারতীয় নির্বাচকরা তারকাখচিত চারটি স্কোয়াড ঘোষণা করেন। কোনও স্কোয়াডেই নাম নেই চেতেশ্বর পূজারা বা অজিঙ্কা রাহানের। সুতরাং, এটা বুঝে নিতে অসুবিধা হয় না যে, বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে রাহানে-পূজারার নাম বিবেচনায় নেই অজিত আগরকরদের। এমনও মনে করা হচ্ছে যে রাহানেদের আন্তর্জাতিক কেরিয়ার শেষ।
এমন পরিস্থিতিতে বুধবারই কাউন্ট ক্রিকটে দুর্দান্ত ইনিংস খেলে লেস্টারশায়ারকে ম্যাচ জেতালেন রাহানে। জাতীয় নির্বাচকদের উদ্দেশ্যে অজিঙ্কা বার্তা দিলেন যে, এখনও ফুরিয়ে যাননি তিনি।
বুধবার ব্রিস্টলে ওয়ান ডে কাপের ম্যাচে সম্মুখসমরে নামে লেস্টারশায়ার ও গ্লস্টারশায়ার। টস হেরে শুরুতে ব্যাট করতে নামে গ্লস্টারশায়ার। মন্দ আবহাওয়ায় ম্যাচ কমে দাঁড়ায় ৩৬ ওভার প্রতি ইনিংসে। গ্লস্টারশায়ার ৩৬ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৯২ রান সংগ্রহ করে।
৫১ বলে ৩৬ রান করেন ক্যামেরন ব্যানক্রফট। তিনি ৫টি চার মারেন। ৩২ বলে ২৭ রান করেন টম স্মিথ। এছাড়া মাইলস হ্যামন্ড ১৯, জো ফিলিপস ১০, জেমস ব্রেসি ১৮, বেন চার্সলসওর্থ ২১, কার্টিস ক্যাম্ফার ২১ ও গ্রেম ভ্যান বিউরেন ১৭ রান করেন।
লেস্টারশায়ারের হয়ে ৭ ওভারে ৩৭ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন টম স্ক্রিভেন। ২টি করে উইকেট দখল করেন অ্যালেক্স গ্রিন ও লিয়াম ট্রেভাস্কিস। ১টি করে উইকেট নেন ইয়ান হল্যান্ড ও রোমান ওয়াকার।
পালটা ব্যাট করতে নামা লেস্টারশায়ারের সামনে ডাকওয়ার্থ-লুইস নিয়মে জয়ের জন্য লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৩৬ ওভারে ১৯৬ রানের। লেস্টার ৩৩.৪ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৯৯ রান তুলে ম্যাচ জিতে যায়। ১৪ বল বাকি থাকতে ৪ উইকেটে ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে ওঠে তারা।
অজিঙ্কা রাহানে ৭৬ বলে ৬২ রানের অনবদ্য ইনিংস খেলেন। তিনি ৭টি চার ও ২টি ছক্কা মারেন। ৭০ বলে ৬৫ রান করেন পিটার হ্যান্ডসকম্ব। তিনি ৫টি চার ও ২টি ছক্কা মারেন। এছাড়া লুইস কিম্বার ১৮ বলে ২৮ রান করেন। তিনি ১টি চার ও ৩টি ছক্কা মারেন।
ওয়ান ডে কাপের অন্য ম্যাচে ওরচেস্টারশায়ারের বিরুদ্ধে মাঠে নামে ল্যাঙ্কাশায়ার। এই ম্যাচে ল্যাঙ্কাশায়ারের হয়ে ব্যাট করতে নেমে ৪২ বলে ২৫ রান করেন বেঙ্কটেশ আইয়ার। তিনি ২টি চার মারেন। পরে ৬ ওভার বল করে ৩৮ রানের বিনিময়ে ২টি উইকেট নেন ভারতীয় তারকা।
ম্যাচে ওরচেস্টারশায়ারকে ৩ রানের সংক্ষিপ্ত ব্যবধানে পরাজিত করে ল্যাঙ্কাশায়ার। জয়ের জন্য একসময় ৮ বলে ৪ রান দরকার ছিল ওরচেস্টারের। হাতে ছিল ২টি উইকেট। ৪৯তম ওভারের শেষ ২টি বলে পরপর ২টি উইকেট নিয়ে ল্যাঙ্কাশায়ারকে ম্যাচ জেতান বেঙ্কটেশ।