দলীপ ট্রফির জন্য নির্বাচিত না হলেও কাউন্টি ক্রিকেটে দুরন্ত ফর্ম জারি অজিঙ্কা রাহানের। ওয়ান ডে কাপের পরপর ২টি গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাট হাতে লেস্টারশায়ারকে নির্ভরতা দিলেন টিম ইন্ডিয়ার অভিজ্ঞ তারকা। উভয় ক্ষেত্রেই তিনি সঙ্গী হিসেবে পান অজি তারকা পিটার হ্যান্ডসকম্বকে।
গত বুধবার গ্লস্টারশায়ারের বিরুদ্ধে লিগের শেষ ম্যাচে দাপুটে হাফ-সেঞ্চুরি করে লেস্টারশায়ারকে ওয়ান ডে কাপের কোয়ার্টার ফাইনালে তোলেন অজিঙ্কা রাহানে। ভারতীয় তারকার সঙ্গে সেই ম্যাচে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই চালান হ্যান্ডসকম্ব। এবার হ্যাম্পশায়ারের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে ফের লড়াকু অর্ধশতরান করলেন রাহানে। এবারও হ্যান্ডসকম্বের সঙ্গে জুটিতে দলকে জয়ের মঞ্চে বসিয়ে দেন অজিঙ্কা। কোয়ার্টারে হ্যাম্পশায়ারকে হারিয়ে ওয়ান ডে কাপের সেমিফাইনালের টিকিট পকেটে পোরে লেস্টারশায়ার।
ঘরের মাঠে টস জিতে প্রতিপক্ষ হ্যাম্পশায়ারকে শুরুতে ব্যাট করতে ডাকে লেস্টার। হ্যাম্পশায়ার নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ২৯০ রানের বড়সড় ইনিংস গড়ে তোলে। ওপেন করতে নেমে অনবদ্য শতরান করেন ক্যাপ্টেন নিক গাবিন্স। তিনি ১৩৯ বলে ১৩৬ রান করেন। মারেন ১৪টি চার ও ২টি ছক্কা।
এছাড়া ৫১ বলে ৫০ রান করেন লিয়াম ডসন। তিনি ২টি চার ও ২টি ছক্কা মারেন। মিডলটন ১৬, টম প্রেস্ট ১০, বেন ব্রাউন ১৩, ফেলিক্স ১৩ ও ডমিনিক কেলি ৩৯ রানের যোগদান রাখেন। লেস্টারের হয়ে ৬১ রানে ৩টি উইকেট নেন টম স্ক্রিভেন। ক্রিস রাইট নেন ৪৯ রানে ২টি উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে শেষ ওভারের থ্রিলারে জয় তুলে নেয় লেস্টারশায়ার। তারা ৪৯.৫ ওভারে ৭ উইকেটের বিনিময়ে জয়ের জন্য প্রয়োজনীয় ২৯১ রান সংগ্রহ করে নেয়। অর্থাৎ, ১ বল বাকি থাকতে ৩ উইকেটে ম্যাচ জিতে সেমিফাইনালে ওঠে লেস্টার।
অজিঙ্কা রাহানে ৮৬ বলে ৭০ রানের অনবদ্য ইনিংস খেলেন। তিনি ২টি চার ও ৩টি ছক্কা মারেন। পিটার হ্যান্ডসকম্ব করেন ৫৩ বলে ৭৪ রান। তিনি ৮টি চার ও ২টি ছক্কা মারেন। ৫০ বলে ৪৫ রান করে আউট হন বেন কক্স। তিনি ৪টি চার মারেন। ৫৫ বলে ৬০ রান করে অপরাজিত থাকেন লিয়াম ট্রেভাস্কিস।
হ্যাম্পশায়ারের হয়ে জন টার্নার ৪৪ রানে ৪ উইকেট দখল করেন। ৫৮ রানে ২টি উইকেট নেন ব্র্যাড হোয়েল। ৫৪ রান খরচ করে ১টি উইকেট সংগ্রহ করেন কাইল অ্যাবট।