বাংলা নিউজ > ক্রিকেট > মেয়াদ শেষ হওয়ার আগেই অজিঙ্কা রাহানেকে ছেড়ে দিচ্ছে লেস্টারশায়ার! পিছনে রয়েছে কী কারণ?

মেয়াদ শেষ হওয়ার আগেই অজিঙ্কা রাহানেকে ছেড়ে দিচ্ছে লেস্টারশায়ার! পিছনে রয়েছে কী কারণ?

মেয়াদ শেষ হওয়ার আগেই অজিঙ্কা রাহানেকে ছেড়ে দিচ্ছে লেস্টারশায়ার (ছবি:এক্স @ajinkyarahane88)

Ajinkya Rahane is leaving Leicestershire: লেস্টারশায়ারের হয়ে শেষ দুটি ম্যাচে খেলতে পারবেন না অজিঙ্কা রাহানে। কারণ তাঁর কাউন্টি মেয়াদ শেষ হয়ে যাওয়ার আগেই দলের মেডিক্যাল টিম মনে করেছে তাঁকে ছেড়ে দেওয়া দরকার। এর কারণও তারা জানিয়েছে। এমন হওয়ার পরে দুই পক্ষই নিজেদের বক্তব্য রেখেছে।

Ajinkya Rahane couple of niggles: লেস্টারশায়ারের হয়ে শেষ দুটি ম্যাচে খেলতে পারবেন না অজিঙ্কা রাহানে। কারণ তাঁর কাউন্টি মেয়াদ শেষ হয়ে যাওয়ার আগেই দলের মেডিক্যাল টিম মনে করেছে তাঁকে ছেড়ে দেওয়া দরকার। ইংলিশ কাউন্টির মেডিক্যাল ডিপার্টমেন্ট ‘কয়েকটি নিগলের উপর মূল্যায়ন’ করার পরে ভারতীয় ব্যাটারকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আসন্ন ঘরোয়া মরশুমের প্রস্তুতি নিতে ভারতে ফিরবেন ৩৬ বছর বয়সি এই ব্যাটসম্যান। এই গ্রীষ্মে লেস্টারশায়ারের শেষ ম্যাচে ডার্বিশায়ারের মুখোমুখি হওয়ার কথা ছিল। তবে তার আগে ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার নর্দাম্পটনশায়ারের সঙ্গে লেস্টারশায়ারের খেলার কথা। তবে তার আগেই রাহানেকে নিয়ে বড় বিবৃতি দিল লেস্টারশায়ার।

কী বললেন অজিঙ্কা রাহানে?

অজিঙ্কা রাহানে একটি বিবৃতিতে বলেছেন, ‘লেস্টারশায়ারের সঙ্গে আমার সময়টা দারুণ ছিল। আমি এটাকে খুব ভালো করে উপভোগ করেছি। এখানে আমি কিছু চমৎকার ক্রিকেট খেলেছি। এবং পরবর্তী মরশুমে দলের জন্য অনেক প্রতিশ্রুতিবদ্ধ লক্ষণ রয়েছে।’

আরও পড়ুন… KSCA Invitational tournament: এক ম্যাচে ৯ উইকেট! দুরন্ত পারফরমেন্স, নজর কাড়লেন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর

অজিঙ্কা রাহানে আরও বলেছেন, ‘আমি আমার সতীর্থদের সঙ্গে খেলা এবং আমার খেলার উন্নতির জন্য কোচদের সঙ্গে কাজ করাটা পুরোপুরি উপভোগ করেছি। লেস্টারশায়ার সমর্থকদের সঙ্গে দেখা করা এবং ক্রিকেটের প্রতি তাদের আবেগের সাক্ষী হওয়াও আনন্দের ছিল। সকলেই আমাকে অবিশ্বাস্যভাবে স্বাগত বোধ করিয়েছে। এবং আমি ভবিষ্যতে আবার এই ক্লাবে ফিরতে চাই।’

আরও পড়ুন… Drink and Drive Case: প্যারালিম্পিয়ান প্রমোদ ভগতের গাড়ি জব্দ করল পুলিশ! বিপদে তারকা অ্যাথলিট

লেস্টারশায়ারের তরফ থেকে অজিঙ্কা রাহানেকে নিয়ে কী বলা হল?

লেস্টারশায়ার ক্রিকেটের ডিরেক্টর ক্লড হেন্ডারসন বলেছেন, ‘পরিকল্পিত সময়ের একটু আগে অজিঙ্কাকে হারানোর জন্য আমরা হতাশ, কিন্তু আমাদের মেডিকেল টিমের রায়কে সম্মান করতে হবে এবং স্বীকার করতে হবে যে এটি আমাদের স্কোয়াডের অন্য একজন সদস্যকে পা রাখার সুযোগ দেবে।’ তিনি আরও জানিয়েছেন, ‘অজিঙ্কা আমাদের চেঞ্জিং রুমে একটি দুর্দান্ত সংযোজন এবং তিনি আমাদের খেলোয়াড়দের কিছু অমূল্য জ্ঞান প্রদান করেছেন। তিনি পিচের উপর এবং বাইরে কীভাবে নিজেকে পরিচালনা করেছেন তা দেখে সকলেই আনন্দিত হয়েছিল এবং লেস্টারশায়ারে তাকে সর্বদা স্বাগত জানানো হবে।’

আরও পড়ুন… এক ওভারে পরপর পাঁচটা চার হজম করে রাতে ঘুমতেই পারলেন না- বাবরের প্রশংসা করে প্রশ্নের মুখে দাহানি

লেস্টারশায়ারের হয়ে মুগ্ধ করেছেন অজিঙ্কা রাহানে

অজিঙ্কা রাহানে লেস্টারশায়ারের ওয়ান-ডে কাপ অভিযানের শুরুতে আপটনস্টিল কাউন্টি গ্রাউন্ডে অভিষেক করেছিলেন, যেখানে তিনি নটিংহ্যামশায়ার আউটলদের বিরুদ্ধে ৭১ রান করেছিলেন। পুরো টুর্নামেন্ট জুড়ে, তিনি ১০ ইনিংস জুড়ে ৩৭৮ রান সংগ্রহ করেছিলেন। এই সময়ে তাঁর গড় ছিল ৪২। এবং ফক্সদের সেমিফাইনালে এগিয়ে যেতে সাহায্য করেছিলেন রাহানে। এছাড়াও, রাহানে তিনটি ভাইটালিটি কাউন্টি চ্যাম্পিয়নশিপ ম্যাচ থেকে ২০২ রান সংগ্রহ করেছেন, যার মধ্যে এই মাসের শুরুতে গ্ল্যামারগানের বিরুদ্ধে একটি অসাধারণ সেঞ্চুরি করেছেন অজিঙ্কা রাহানে।

Haryana and JNK Election Haryana and JNK Election
ক্রিকেট খবর

Latest News

ময়নাতদন্তে কারচুপি নেই, RG করের চার্জশিটে বলল CBI, ডাক্তারদের চরম কটাক্ষ কুণালের ত্রিপুরায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, মৃত ১, শান্তি মিটিং করল প্রশাসন '…তোর বাবা করেছে’, জুনিয়র ডাক্তারদের কটাক্ষ তৃণমূল নেতার, ট্রোলড লেখিকা স্ত্রী জয়নগরে বালিকার 'ধর্ষণ-খুনে'র তদন্ত করতে গঠিত হল ৭ সদস্যের সিট দশমী পর্যন্ত ধর্নায় নির্যাতিতার মা-বাবা, প্রতীকী মূর্তি নিয়ে বেরোবেন জুনিয়ররা শোয়েবের তৃতীয় বউয়ের প্রাক্তনও এবার দ্বিতীয় বিয়ে সারল! সানিয়াও কি সেই পথে হাঁটবেন ভারতকে সুবিধা করে দিল অজিরা! মহিলা T20 বিশ্বকাপে নিউজিল্যান্ডকে হারাল ৬০ রানে! TMC'র স্ট্যাম্প দেওয়া কুপনে লেখা, মদ একটা( বাংলা),নেতার জন্মদিন নাকি বন্যাত্রাণ! ছেলের সঙ্গে নাচছিলেন গরবা,আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু পুনের গরবা কিংয়ের কাশ্মীরে ভোটে জেতায় এনসি-কে অভিনন্দন মোদীর, জবাবে গণতন্ত্র রক্ষার বার্তা ওমরের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.