‘ওর চরিত্র সবাই জানি, একবার চলতে শুরু করলে’... রঞ্জি ম্যাচের আগে হিটম্যানকে নিয়ে আশায় রাহানে
Updated: 22 Jan 2025, 04:15 PM ISTদীর্ঘদিন পর রঞ্জি ট্রফিতে ফিরতে চলেছেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। তিনি আসন্ন রঞ্জি ট্রফির ম্যাচে জম্মু অ্যান্ড কাশ্মীরের বিরুদ্ধে খেলবেন মুম্বইয়ের হয়ে। তবে দলের অধিনায়ক থাকবেন আজিঙ্কা রাহানেই। ২০১৬ সালে শেষবার রোহিত খেলেছিলেন মুম্বইয়ের জার্সিতে, হোম ম্যাচ দিয়েই তাঁর প্রত্যাবর্তন হচ্ছে
পরবর্তী ফটো গ্যালারি