আইপিএল শুরু হতে এখনও অনেক সময় বাকি। তার আগে হঠাৎ ইডেন গার্ডেন্সে হাজির হলেন অজিঙ্কা রাহানে। কিন্তু কেন? আসলে হঠাৎ করে রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনাল ম্যাচের ভেন্যু বদল হয়েছে। ৮ ফেব্রুয়ারি থেকে রোহতকে মুখোমুখি হওয়ার কথা ছিল হরিয়ানা এবং মুম্বইয়ের। কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ভেন্যু বদল করে বোর্ড। ম্যাচটি ইডেনে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়। সেই ম্যাচ খেলতেই কলকাতায় উপস্থিত হয়েছেন অজিঙ্কিয়া রাহানে। নিজের এক্স হ্যান্ডেলে ইডেনের সামনে দাঁড়িয়ে একটি ছবি পোস্ট করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন - ‘কী খবর কলকাতা?’
রঞ্জি ট্রফির নিয়ম অনুযায়ী গ্ৰুপ চ্যাম্পিয়ন দল নিজেদের ঘরের মাঠে কোয়ার্টার ফাইনাল ম্যাচ খেলার সুযোগ পায়। তবে এক্ষেত্রে হরিয়ানা সেই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ খেলতে হচ্ছে তাদের। তবে ঠিক কী কারণে রোহতক থেকে ম্যাচ সরানো হয়েছে তা নিয়ে প্রশ্ন রয়েছে। বিষয়টি নিয়ে খুশি নয় হরিয়ানা ক্রিকেট বোর্ডও। শনিবার থেকে শুরু হবে রঞ্জির কোয়ার্টার ফাইনাল পর্যায়ের ম্যাচগুলি। সেই মতো বুধবার সন্ধ্যায় কলকাতায় পৌঁছে যায় মুম্বই এবং হরিয়ানা দলের খেলোয়াড়রা। সেই দলের সঙ্গেই শহরে এসে পৌঁছন অজিঙ্কা রাহানে, সূর্যকুমার যাদবরা। খেলার জন্য অনুশীলন শুরু করে দিয়েছেন তাঁরা। দলের গুরুত্বপূর্ণ ম্যাচে রান করাই লক্ষ্য তাঁদের।
উল্লেখ্য, এবছর IPL-এ কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন অজিঙ্কা রাহানে। বিভিন্ন রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে দলের অধিনায়কও হতে পারেন এই অভিজ্ঞ ক্রিকেটার। গত নভেম্বরে সৌদি আরবের জেড্ডায় আয়োজিত আইপিএল ২০২৫-এর মেগা অকশনের দ্বিতীয় দিনের একেবারে শেষ বেলায় অজিঙ্কা রাহানেকে বেস প্রাইসে দলে নেয় কেকেআর। এরপরেই নাইটদের সম্ভাব্য অধিনায়ক হিসেবে রাহানের নাম ঘোরাফেরা করতে থাকে ভারতীয় ক্রিকেটমহলে।
অনেকেই মনে করছেন সেই জল্পনা সত্যি হওয়ার দিকে এগিয়ে চলেছে। রাহানের পোস্টের কমেন্টে তো সব সমর্থকরা তাঁকে অধিনায়ক হিসাবেই উল্লেখ করছেন। সাম্প্রতিক কালে ঘরোয়া ক্রিকেটে দুরন্ত পারফরম্যান্স করেছেন অজিঙ্কা। রঞ্জি হোক বা সৈয়দ মুস্তাক আলি, সবেতেই ব্যাট হাতে দাপট দেখান তিনি। এখন দেখার রঞ্জির কোয়ার্টার ফাইনালে ইডেনের বুকে ব্যাট হাতে কেমন পারফর্ম করেন অজিঙ্কা।