চলতি সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে থামানো যাচ্ছে না অজিঙ্কা রাহানেকে। লিগ পর্ব থেকে নক-আউট, মুস্তাক আলির শেষ ৬টি ইনিংসে ব্যাট করতে নেমে পাঁচ নম্বর হাফ-সেঞ্চুরি করলেন কেকেআরে ফেরা মুম্বই তারকা। শুক্রবার বরোদার বিরুদ্ধে মুস্তাক আলির সেমিফাইনালে ম্যাচে বিধ্বংসী অর্ধশতরানে মুম্বইয়ে জয়ে এনে দেন অজিঙ্কা। নিশ্চিত শতরান মাঠে ফেলে আসেন তিনি। মুম্বইকে ফাইনালে তুলতে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন ক্যাপ্টেন শ্রেয়স আইয়ারও।
শুক্রবার চিন্নাস্বামীতে মুস্তাক আলির প্রথম সেমিফাইনালে সম্মুখসমরে নামে ক্রুণাল পান্ডিয়ার নেতৃত্বাধীন বরোদা ও শ্রেয়স আইয়ারের মুম্বই। টস জেতেন মুম্বই দলনায়ক শ্রেয়স। তিনি শুরুতে ব্যাট করতে পাঠান বরোদাকে।
বরোদা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৫৮ রান সংগ্রহ করে। ক্যাপ্টেন ক্রুণাল পান্ডিয়া রান পেলেও ব্যাট হাতে ব্যর্থ হন টিম ইন্ডিয়ার তারকা অল-রাউন্ডার হার্দিক পান্ডিয়া। ক্রুণাল ২৪ বলে ৩০ রান করেন। তিনি ৪টি চার মারেন। হার্দিক ৬ বলে ৫ রান করে আউট হন। তিনি ১টি চার মারেন।
২৪ বলে ৩৬ রান করে অপরাজিত থাকেন শিবালিক শর্মা। তিনি ২টি চার ও ২টি ছক্কা মারেন। ১৪ বলে ২২ রান করেন অতীত শেঠ। তিনি ২টি চার ও ১টি ছক্কা মারেন। ২৯ বলে ৩৩ রান করেন শাশ্বত রাজপুত। তিনি ৪টি চার মারেন।
মুম্বইয়ের হয়ে ২ ওভারে ১১ রান খরচ করে ২টি উইকেট নেন সূর্যাংশ শেজ। ১টি করে উইকেট দখল করেন মোহিত আবস্তি, শার্দুল ঠাকুর, শিবম দুবে, তনুষ কোটিয়ান ও অথর্ব আঙ্কোলেকর। শার্দুল ৪ ওভার বল করে দলের হয়ে সব থেকে বেশি ৪৬ রান খরচ করেন।
পালটা ব্যাট করতে নেমে মুম্বই ১৭.২ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৬৪ রান তুলে ম্যাচ জিতে যায়। ১৬ বল বাকি থাকতে ৬ উইকেটে ম্য়াচ জিতে ফাইনালে ওঠে মুম্বই।
ওপেন করতে নেমে ব্যাট হাতে ব্যর্থ হন পৃথ্বী শ। তিনি ২টি বাউন্ডারির সাহায্যে ৯ বলে ৮ রান করে মাঠ ছাড়েন। নিশ্চিত হাফ-সেঞ্চুরি হাতছাড়া করেন শ্রেয়স আইয়ার। তিনি ৩০ বলে ৪৬ রান করে মাঠ ছাড়েন। মারেন ৪টি চার ও ৩টি ছক্কা। সূর্যকুমার যাদব ৭ বলে ১ রান করে ক্রিজ ছাড়েন।
অজিঙ্কা রাহানে ৬টি চার ও ২টি ছক্কার সাহায্যে মাত্র ২৮ বলে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন। তিনি মাত্র ২ রানের জন্য ব্যক্তিগত শতরান হাতছাড়া করেন। ১১টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ৫৬ বলে ৯৮ রান করে মাঠ ছাড়েন অজিঙ্কা। ১ বলে ৬ রান করে নট-আউট থাকেন সূর্যংশ শেজ।
বরোদার হয়ে ১টি করে উইকেট নেন হার্দিক পান্ডিয়া, অতীত শেঠ, অভিমন্যুসিং রাজপুত ও শাশ্বত রাওয়াত। সঙ্গত কারণেই ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন রাহানে।