আইপিএল ২০২৫-এর আগে জাতীয় টি-২০ টুর্নামেন্ট সৈয়দ মুস্তাক আলি ট্রফির মঞ্চে ভারতীয় ক্রিকেটাররা নিজেদের ঝালিয়ে নেন। নিজ নিজ আইপিএল দলকে সকলে আশ্বস্ত করতে পেরেছেন এমনটা নয়। তবে কেকেআরের ঘরোয়া ক্রিকেটারদের প্রত্যেকেই মুস্তাক আলির মঞ্চে কম-বেশি অবদান রেখেছেন নিজেদের। দেখে নেওয়া যাক এবারের সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে কলকাতা নাইট রাইডার্সের যে ১০ জন খেলোয়াড় লড়াইয়ে নামেন, তাঁদের ব্যক্তিগত পারফর্ম্যান্স কেমন।
১. অজিঙ্কা রাহানে- মুম্বইয়ের হয়ে ৯টি ম্যাচের ৮টি ইনিংসে ব্যাট করতে নামেন অজিঙ্কা। ৫৮.৬২ গড়ে সংগ্রহ করেন টুর্নামেন্টের সব থেকে বেশি ৪৬৯ রান। তিনি ৫টি ইনিংসে হাফ-সেঞ্চুরি করেন। এই ৫টি ইনিংসের মধ্যে আবার ৩টি ইনিংসে শতরানের দোরগোড়া থেকে ফিরতে হয় রাহানেকে। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ৯৮ রানের। স্ট্রাইক-রেট ১৬৪.৫৬। রাহানে মোট ৪৬টি চার ও ১৯টি ছক্কা মেরেছেন।
২. রিঙ্কু সিং- উত্তরপ্রদেশের হয়ে ৯টি ম্যাচের ৮টি ইনিংসে ব্যাট করে ৬৯.২৫ গড়ে ২৭৭ রান সংগ্রহ করেন রিঙ্কু সিং। হাফ-সেঞ্চুরি করেন ১টি। স্ট্রাইক-রেট ১৫২.১৯। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ৭০ রানের। রিঙ্কু ২৪টি চার ও ১৪টি ছক্কা মেরেছেন।
৩. অংকৃষ রঘুবংশী- মুম্বইয়ের হয়ে ৪টি ইনিংসে ব্যাট করতে নেমে ২৮.০০ গড়ে ৮৪ রান সংগ্রহ করেন অংকৃষ রঘুবংশী। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস অপরাজিত ৪১ রানের। স্ট্রাইক-রেট ১৩৩.৩৩। অংকৃষ ১০টি চার ও ৩টি ছক্কা মেরেছেন।
৪. মণীশ পান্ডে- কর্ণাটকের হয়ে ৫টি ইনিংসে ব্যাট করতে নেমে ২৯.২৫ গড়ে ১১৭ রান সংগ্রহ করেছেন মণীশ পান্ডে। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ৪২ রানের। স্ট্রাইক-রেট ১৬৯.৫৬। তিনি ১২টি চার ও ৬টি ছক্কা মেরেছেন।
৫. বেঙ্কটেশ আইয়ার- মধ্যপ্রদেশের হয়ে ১০টি ম্যাচের ৯টি ইনিংসে ব্যাট করতে নেমে ৫৬.৭৫ গড়ে ২২৭ রান সংগ্রহ করেছেন বেঙ্কটেশ আইয়ার। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস অপরাজিত ৩৮ রানের। স্ট্রাইক-রেট ১৬৩.৩০। বেঙ্কটেশ ১৮টি চার ও ১১টি ছক্কা মেরেছেন। আইয়ার ৯টি ইনিংসে বল করে সাকুল্যে ৭টি উইকেট নিয়েছেন। ইকনমি রেট ৮.৮৪। সেরা বোলিং ১২ রানে ২ উইকেট।
আরও পড়ুন:- Most Sixes In SMAT: মুস্তাক আলিতে ছক্কার ছড়াছড়ি, সব থেকে বেশি ছয় মেরেছেন কারা?
৬. অনুকূল রায়- ঝাড়খণ্ডের হয়ে ৭টি ম্যাচের ৫টি ইনিংসে ব্যাট করতে নেমে ২৭.৪০ গড়ে ১৩৭ রান সংগ্রহ করেছেন অনুকূল রায়। হাফ-সেঞ্চুরি করেছেন ১টি। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ৯১ রানের। স্ট্রাইক-রেট ১৬৫.০৬। তিনি চার মেরেছেন ১২টি এবং ছয় মেরেছেন ৯টি। অনুকূল ৭টি ইনিংসে বল করে সাকুল্যে ৮টি উইকেট নিয়েছেন। ইকনমি-রেট ৬.৯০। সেরা বোলিং পারফর্ম্যান্স ১৭ রানে ৪ উইকেট।
৭. রমনদীপ সিং- পঞ্জাবের হয়ে ৭টি ইনিংসে ব্যাট করতে নেমে ২৭.০০ গড়ে ৮১ রান সংগ্রহ করেছেন রমনদীপ সিং। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস অপরাজিত ৩৯ রানের। স্ট্রাইক-রেট ১৮০.০০। তিনি ৭টি চার ও ৪টি ছক্কা মেরেছেন। ৫টি ইনিংসে বল করে রমনদীপ সাকুল্যে ৫টি উইকেট নিয়েছেন। ইকনমি-রেট ৮.১০। সেরা বোলিং পারফর্ম্যান্স ৬ রানে ২ উইকেট।
৮. বৈভব আরোরা- হিমাচলপ্রদেশের হয়ে ৫টি ইনিংসে বল করে সাকুল্যে ৫টি উইকেট নিয়েছেন বৈভব আরোরা। ইকনমি-রেট ৭.০০। সেরা বোলিং পারফর্ম্যান্স ১০ রানে ২ উইকেট।
৯. মায়াঙ্ক মার্কান্ডে- পঞ্জাবের হয়ে ৬টি ইনিংসে বল করে সাকুল্যে ৪টি উইকেট নিয়েছেন মায়াঙ্ক মার্কান্ডে। ইকনমি-রেট ৭.২২। সেরা বোলিং পারফর্ম্যান্স ২০ রানে ১ উইকেট।
১০. বরুণ চক্রবর্তী- তামিলনাড়ুর হয়ে ৭টি ইনিংসে বল করে সাকুল্যে ৯টি উইকেট নিয়েছেন বরুণ চক্রবর্তী। ইকনমি-রেট ৭.৭৬। সেরা বোলিং পারফর্ম্যান্স ৪৩ রানে ৩ উইকেট।