জসপ্রীত বুমরাহর চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়া নিয়ে সিদ্ধান্ত নেন নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকর, কোচ গৌতম গম্ভীর এবং অধিনায়ক রোহিত শর্মা। জানা যাচ্ছে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির মেডিক্যাল চিফ নীতীন পাটেল স্পষ্টতই জানিয়ে দেন তাঁর পক্ষে বুমরাহর চোটের অবস্থা দেখার পরে তাঁকে খেলার জন্য সবুজ সংকেত দেওয়া সম্ভব নয়।
আরও পড়ুন-শততম টেস্টে ক্রিকেটকে বিদায়! শেষ ইনিংসে করুণারত্নে করলেন ১৪, দুই ইনিংস মিলিয়ে ৫০
বুমরাহ বাদ-দলে হর্ষিত
অবশ্য জসপ্রীত বুমরাহর মেডিক্যাল রিপোর্টে তেমন সমস্যার কিছুই ছিল না বলে জানা যাচ্ছে। কিন্তু এর আগেও জসপ্রীত বুমরাহসহ বেশ কয়েকজন ক্রিকেটারকেই দ্রুত মাঠে ফেরানো নিয়ে প্রশ্নের মুখে পড়েছিল এনসিএ। তাই আর কোনওভাবেই দোষের ভাগিদার না হতেই,বুমরাহর বিষয়ে তাঁরা কড়া অবস্থান গ্রহণ করেন। ২০২২ টি২০ বিশ্বকাপের সময়ও বুমরাহকে নিয়ে তড়িঘড়ি সিদ্ধান্ত নিয়েছিল। এবার এনসিএ যে রিপোর্ট দেয় সেখানে নির্বাচক কমিটিকেই বুমরাহকে নিয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা বলা হয়। জানানো হয় বুমরাহর মেডিক্যাল রিপোর্টে তেমন সমস্যা না থাকলেও তাঁর ওয়ার্কলোডের বিষয়টি এখনও পরীক্ষিত নয়।
রোহিত-গম্ভীরের সঙ্গে জরুরি বৈঠক!
ফলে বল ছিল অজিত আগরকরের কোর্টে। তাঁকেই সিদ্ধান্ত নিতে হত ভারতীয় দলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বুমরাহ খেলবেন কিনা। তাই জরুরি বৈঠকে ডাকা হয় রোহিত শর্মা এবং গৌতম গম্ভীরকে। আহমেদাবাদে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই তাঁরা দুজন আজরকরের সঙ্গে বৈঠকে যোগ দেন এবং বুমরাহর ভাগ্য নির্ধারণ করেন। সেখানেই প্রশ্ন উঠে আসে, জেনে শুনে আনফিট বুমরাহকে নিয়ে যাওয়া হবে না অনভিজ্ঞ হর্ষিত রানাকে সুযোগ দেওয়া হবে। তখনই তাঁরা রানাকে নেওয়ার সিদ্ধান্ত নেন, যিনি ইংল্যান্ডের বিরুদ্ধে সম্প্রতি পেস-বাউন্স দিয়ে অনেকের নজর কেড়েছেন।
টি২০ বিশ্বকাপের আগেও এনসিএ নিয়ে প্রশ্ন ওঠে-
এই প্রতিযোগিতার গুরত্ব অনেকটা, সেকথা বলার অপেক্ষা থাকে না। তবে প্রতিযোগিতার সময় যদি বুমরাহ কোনওভাবে চোট পেত তাহলে প্রশ্নের মুখে পড়ত এনসিএ। এর আগেও ২০২২ টি২০ বিশ্বকাপের আগে বুমরাহকে অস্ট্রেলিয়া সিরিজে পাঠানো হয়, এরপর চোট লেগে প্রায় ১ বছরের জন্য ভারতীয় পেসার মাঠের বাইরে চলে গেছিলেন। তাই তাঁকে নিয়ে কোনওরকম ঝুঁকি না নিয়ে নির্বাচকদের কোর্টে বল পাঠায় এনসিএ।
আরও পড়ুন-আয়ুবের চোট, ICC চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওপেনার কে? রিজওয়ান বলছেন, ‘কিং কর লেগা’,
এখনও পুরোদমে বোলিং শুরু করেননি বুমরাহ
জসপ্রীত বুমরাহর চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে সুযোগ না পাওয়ার প্রধান কারণ, তিনি এখনও বোলিং শুরু করেননি পুরো দমে। ফলে একজন ফাস্ট বোলারের এত কম সময়ে ফিট হয়ে ওঠা কঠিন। তাই গম্ভীর এবং রোহিত সিদ্ধান্ত নেয় ফুল ফিট ফাস্ট বোলার নিয়েই যেতে। কারণ গতবার ২০২৩ বিশ্বকাপেও হার্দিক চোট পাওয়ায় হাতে কোনও ফাস্ট বোলিং অলরাউন্ডার ছিল না ভারতের। আর বুমরাহ চোট পেলে টেস্টে ভারতের নেতৃত্ব দেওয়ার লোকও তখন খুঁজতে হবে ভারতকে, যদি ইংল্যান্ড সফরে রোহিত না থাকেন। ফলে অনেক কিছু ভেবেই বুমরাহকে বিশ্রামের সিদ্ধান্ত নিল বিসিসিআই।