চ্যাম্পিয়ন্স ট্রফির আগে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি, রোহিত শর্মাকে নিয়ে হঠাৎই আশঙ্কার বাণি ব্যক্ত করলেন, যার ফলে চিন্তা বাড়তেই পারে ভারতীয় দলের ক্রিকেটার, ভক্তদের। এমনিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফেভারিট হিসেবেই খেলতে নামছে ভারত। তবে রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা, বিরাট কোহলির ভবিষ্যৎ নিয়েই বড় দাবি করে বসলেন আকাশ চোপড়া।
আরও পড়ুন- ‘ভারতকে হারানো টার্গেট নয়, চাইব ট্রফি জিততে’! বলছেন পাক সহ অধিনায়ক! আগেই হার মানলেন?
আকাশ চোপড়ার মতে মতে, আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিই এই তিন ক্রিকেটারের শেষ আইসিসি ইভেন্ট হতে পারে। তিনজনেরই বয়স ৩০র বেশি। আকাশ চোপড়া নিজের ইউটিউব চ্যানেলে বলেন, ‘আমি খুব দুঃখের সঙ্গেই বলছি, তবে একটা আশঙ্কার গন্ধ আমি পাচ্ছি। চ্যাম্পিয়ন্স ট্রফির পর আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল রয়েছে, তবে ভারত ফাইনালে ওঠেনি। পরের বছর রয়েছে টি২০ বিশ্বকাপ, কিন্তু বিরাট-রোহিত-জাদেজা এই ফরম্যাট থেকে আগেই অবসর নিয়ে ফেলেছে, ফলে তাঁরা সেখানে খেলবেন না ’।
আরও পড়ুন-গম্ভীর-রোহিতদের কোন স্ট্র্যাটেজিতে খুঁত খুঁজে পেলেন অশ্বিন? অখুশি নির্বাচকদের সিদ্ধান্তে
এরপরই আকাশ চোপড়া আশঙ্কা প্রকাশ করেছেন দলের সিনিয়র ক্রিকেটাররা আদৌ ২০২৭ ওডিআই বিশ্বকাপ পর্যন্ত খেলতে পারবেন কিনা। আকাশ চোপড়া বলছেন, ‘২০২৭ সালে আবার ওডিআই ওয়ার্ল্ড কাপ রয়েছে, যেটা এখনও অনেকটা সময়। এখনকার থেকে ২০২৭ সালে পৃথীবিতেও অনেক বদল আসবে। আর আমার মনে হয় ক্রিকেটাররা সেটা ভালোই বুঝতে পারছে ’।
এপ্রিল মাসেই ৩৮ বছরে পা দেবেন রোহিত শর্মা। বিরাট কোহলি এবং রবীন্দ্র্ জাদেজা চলতি বছরে পা দেবেন ৩৭ বছরে। মহম্মদ শামিও পা দেবেন ৩৫এ। ইতিমধ্যেই ভারতীয় টিম ম্যানেজমেন্ট নতুনদের ওপর ভরসা দেখাতে শুরু করে দিয়েছে। গিল-শ্রেয়স-যশস্বীরাও উঠে আসছেন। বুমরাহকে আগামী টেস্ট অধিনায়ক ভাবা হচ্ছে, গিলকেও সিমিত ওভারে নেতৃত্বব দেওয়ার জন্য তৈরি করা হচ্ছে। আর তা দেখেই আশঙ্কা করছেন আকাশ চোপড়া।
আরও পড়ুন-অ্যাসেজে ১৬-০ হার! দলকে পরামর্শ দিতে এগিয়ে এলেন প্রাক্তন ইংরেজ অধিনায়ক, কোচ হবেন?
২০২৪ সালে টি২০ বিশ্বকাপ জয়ের পিছনে রবীন্দ্র জাদেজা, রোহিত শর্মা, বিরাট কোহলিদের যথেষ্ট ভূমিকা ছিল। ফাইনাল ম্যাচে সেরা ক্রিকেটারের পুরস্কার পেয়েছিলেন কোহলি। রোহিত শর্মাও ভারতের হয়ে সর্বোচ্চ রানের মালিক ছিলেন। এদিকে জাদেজাও ভালো বোলিং করেছিলেন। ২০ ফেব্রুয়ারি থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান শুরু ভারতের।