সাম্প্রতিক অতীতে বিরাট কোহলির ব্যাট নিয়ে মাঠে নেমে বড় বড় ছক্কা হাঁকাতে দেখা গিয়েছে আকাশ দীপকে। ওয়াংখেড়েতেও বড় শটে দলের ইনিংসে কিছু রান যোগ করার ইচ্ছা ছিল তাঁর। তবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে কোনও বল খেলার সুযোগই পেলেন না। কোহলির ব্যাট চেয়ে নিয়ে হুবহু কোহলির মতোই রান-আউট হয়ে মাঠ ছাড়তে হয় আকাশ দীপকে।
শনিবার মুম্বই টেস্টের দ্বিতীয় দিনে ভারত ২৪৭ রানের মাথায় ৯ উইকেট হারায়। রবিচন্দ্রন অশ্বিন আউট হওয়ার পরে ব্যাট হাতে ক্রিজে আসেন আকাশ দীপ। তখন ক্রিজের অপর প্রান্তে ব্যাট করছিলেন ওয়াশিংটন সুন্দর। স্বাভাবিকভাবেই টেল এন্ডার ব্যাটারের প্রধান লক্ষ্য থাকে সেট ব্যাটারকে স্ট্রাইকে রাখার। এক্ষেত্রে আকাশ দীপও সেই চেষ্টাই করেন।
৫৯.৪ ওভারে আজাজ প্যাটেলের বলে শট নিয়েই রান নিতে দৌড়ন ওয়াশিংটন সুন্দর। তিনি স্ট্রাইক নিজের কাছে রাখার জন্য দু'রান নেওয়ার চেষ্টা করেন। তবে বল সরাসরি ফিল্ডারের হাতে চলে গিয়েছে দেখে সেই পরিকল্পনা ত্যাগ করেন সুন্দর। আকাশ দীপ এক্ষেত্রে ওয়াশিংটনের কলে সাড়া দিয়ে কিছুটা এগিয়ে গিয়েছিলেন। তবে ক্রিজে ফেরার সময় কার্যত গা ছাড়া মনোভাব দেখা যায় আকাশ দীপের মধ্যে। যার মাশুল দিতে হয় তাঁকে।
ফিল্ডার রাচিন রবীন্দ্রর ছোঁড়া বল ধরে স্টাম্প ভেঙে দেন উইকেটকিপার টম ব্লান্ডেল। টেলিভিশন রিপ্লেতে দেখা যায় কিপার স্টাম্প ভেঙে দেওয়ার সময় আকাশ দীপের ব্যাট ছিল ক্রিজের সামান্য বাইরে। ফলে কোনও বল খেলার আগেই শূন্য রানে আউট হতে হয় আকাশকে। উল্লেখ্য, আকাশ দীপ রান-আউট হওয়ার ঠিক আগে সাজঘর থেকে বিরাট কোহলির ব্যাটটি চেয়ে নেন, কোহলি যেটি তাঁকে উপহার দিয়েছেন।
উল্লেখযোগ্য বিষয় হল, শুক্রবার ম্যাচের প্রথম দিনে ঠিক এরকমই অল্পের জন্য রান-আউট হতে হয় বিরাট কোহলিকে। শট খেলেই রান নিতে দৌড়ন বিরাট। তবে ম্যাট হেনরি বল ধরে সরাসরি থ্রোয়ে স্টাম্প ভেঙে দেন। ফলে ব্যক্তিগত ৪ রানের মাথায় আউট হয়ে সাজঘরে ফিরতে হয় কোহলিকে।
নিউজিল্যান্ডের ২৩৫ রানের জবাবে ব্যাট করতে নেমে ভারত তাদের প্রথম ইনিংসে ২৬৩ রান তোলে। অর্থাৎ, প্রথম ইনিংসের নিরিখে ২৮ রানের লিড নেয় টিম ইন্ডিয়া। শুভমন গিল নিশ্চিত শতরান মাঠে ফেলে আসেন। তিনি ব্যক্তিগত ৯০ রানের মাথায় আউট হয়ে সাজঘরে ফেরেন।