শুভব্রত মুখার্জি:- রবিবার আসন্ন বাংলাদেশ টেস্ট সিরিজের দল ঘোষণা করেছে বিসিসিআই। ঘরের মাটিতে দুই টেস্টের সিরিজে মুখোমুখি হবে ভারত এবং বাংলাদেশ। সেই সিরিজের প্রথম টেস্টের দল ঘোষণা করা হয়েছে।দলে জায়গা পেয়েছেন বাংলার হয়ে রঞ্জি ট্রফিতে খেলা পেসার আকাশদীপ। চলতি দলীপ ট্রফিতেও ভারতীয়-এ দলের হয়ে খেলেছেন তিনি। যথেষ্ট ভালো পারফরম্যান্স রয়েছে তাঁর।আর তার সুফল তিনি পেয়েছেন বলেই মত বিশেষজ্ঞদের। যদিও আকাশদীপের ভারতীয় সিনিয়র পুরুষ টেস্ট দলের হয়ে অভিষেক আগেই হয়েছে।বছরের শুরুর দিকে ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাটিতে টেস্ট সিরিজে ভারতের হয়ে খেলেছেন আকাশদীপ। বাংলাদেশের বিরুদ্ধে সিরিজে ভারতীয় দলে নির্বাচিত হওয়ার দিনেই বেশ গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন তিনি। তাঁর মতে ক্রিকেটার হিসেবে সন্তুষ্টি কাজ করলেই কোন কিছু আর শেখা যাবে না!
আরও পড়ুন-নেশনস লিগে বড় জয় স্পেনের! জিতল ক্রোয়েশিয়াও! আজ মাঠে নামছে দুই বিশ্বচ্যাম্পিয়ন…
বেঙ্গালুরুতে দলীপ ট্রফির ম্যাচে ৯টি উইকেট নিয়েছেন আকাশদীপ। তবে আত্মসন্তুষ্টিতে ভুগতে একেবারে নারাজ তিনি। তাঁর মতে এরপরেও যে খুঁত গুলো রয়ে গিয়েছে সেইদিকে খেয়াল রাখতে হবে। আরো বেশি নিখুঁত হতে হবে। ভারত-বি'র বিরুদ্ধে ভারতীয়-এ দলের হয়ে তিনি প্রথম ইনিংসে নিয়েছেন ৬০/৪ এবং দ্বিতীয় ইনিংসে নিয়েছেন ৫৬/৫। রবিবার ম্যাচ শেষে আকাশদীপ সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন ' এই পারফরম্যান্সের পরেও সন্তুষ্টির কোন জায়গা নেই। একজন ক্রিকেটার হিসেবে আমার মধ্যে যদি সন্তুষ্টি আসে তাহলে আমি আর কোন কিছু শিখতেই পারব না। আমার মধ্যে শেখার একটা ইচ্ছা থাকতে হবে। কারণ এখানে প্রতিদিন নতুন নতুন শেখার জায়গা রয়েছে। '
আরও পড়ুন-আজ জিতলেই ম্যানোলোর কোচিংয়ে প্রথম Intercontinental Cup জিতবে ভারত, সামনে সিরিয়া…
তিনি আরো যোগ করেছেন ' উইকেট নেওয়া আর ম্যাচের ফলাফল দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। কোন কোন সময় ফলাফল তোমার পক্ষে যাবে।আবার কোন কোন সময় ফলাফল তোমার বিপক্ষে যাবে। তবে সবথেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা তা হল প্রসেস।সেটা ভুললে চলবে না। বোলিংয়ের ক্ষেত্রে প্রসেসের সবথেকে গুরুত্বপূর্ণ অঙ্গ হল কোন কোন ক্ষেত্রে আমি আরো বেশি উন্নতি করতে পারি। সেটা বলে বৈচিত্র্য হোক কিংবা লাইন-লেন্থের ক্ষেত্রে।' উল্লেখ্য এই বছরেই রাঁচিতে আকাশদীপের লাল বলের ফর্ম্যাটে অভিষেক হয়েছিল। অভিষেক ম্যাচেই ইংল্যান্ডের ব্যাটারদের বিরুদ্ধে বল হাতে বেশ ভালো পারফরম্যান্স ছিল তাঁর। এরপর দীর্ঘদিন বাদে তিনি জাতীয় দলের হয়ে লাল বলের ফর্ম্যাটে ফিরছেন।
আকাশদীপ জানিয়েছেন এই সময়টায় তিনি নিজের মত করে নিজের প্রস্তুতি সেরেছেন। তিনি জানিয়েছেন ‘ভারতের হয়ে রাঁচিতে আমার অভিষেক ম্যাচ এবং আইপিএলের পরে আমি অনেকদিন প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলিনি। এতদিনের ব্যবধানের পরে একজন পেসার হিসেবে আমার খেলাটা খুব কঠিন। তবে আমি গত মাস থেকেই আমার অনুশীলন নিজের মত করে শুরু করে দিয়েছিলাম। অনুশীলন ম্যাচকেই আমরা আসল ম্যাচ ধরে নিয়ে খেলছিলাম। ফলে আমাদের সেই মানসিকতা ছিল যে ম্যাচের মত করে নিজেদের মাসেল গুলোকে ডেভেলপ করা। এটা আমাকে খুব সাহায্য করেছে সন্দেহ নেই। আমি যতগুলো ম্যাচে নামি সেই ম্যাচকেই নিজের শেষ ম্যাচ ধরে নিজের সেরাটা উজাড় করে দিই। আমি ভবিষ্যত নিয়ে খুব বেশি ভাবি না। আমি বর্তমানেই বাঁচতে চাই’।