দলীপ ট্রফির লড়াই হয়েছে। বাংলাদেশ সফরের আগে যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রথম শ্রেণির এই ঘরোয়া টুর্নামেন্ট। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ইন্ডিয়া এ এবং ইন্ডিয়া বি দলের ম্যাচ হয়েছে। সেখানেই শুভমন গিলের নেতৃত্বাধীন ইন্ডিয়া এ দলের হয়ে খেলেন আকাশদীপ। দুই ইনিংস মিলিয়ে ইতিমধ্যে নয় উইকেট সংগ্রহ করেছেন আকাশ। প্রথম ইনিংসে চার উইকেট নিয়েছিলেন। যার মধ্যে উইকেটকিপার ব্যাটসম্যান ঋষভ পন্থের উইকেটও ছিল। সেই একই ফর্ম বজায় রাখে দ্বিতীয় ইনিংসেও। পাঁচ উইকেট সংগ্রহ করেন তিনি। ওয়াশিংটন সুন্দরকে ক্লিন বোল্ড করে দেন আকাশ। পাশাপাশি প্রথম ইনিংসে ইন্ডিয়া বি দলের হয়ে ১৮১ রান করা মুশির খানকে দ্বিতীয় ইনিংসে শূন্য রানে প্যাভিলিয়নে ফেরত পাঠান তিনি। আর ম্যাচের শেষে রাতের দিকে জানতে পারেন যে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের দলে আছেন।
উল্লেখ্য, বাংলার হয়ে রঞ্জি ট্রফি খেলেছেন আকাশদীপ। তবে প্রথম শ্রেণির ক্রিকেটে খুব বেশি অভিজ্ঞতা নেই তাঁর। জন্মগ্রহণ বিহারের সাসারামে। আকাশের এই পারফরম্যান্স সিলেক্টরদের নজর কেড়েছে। দলীপ ট্রফির প্রথম ইনিংসে ২৭ ওভার বল করে ৬০ রান দিয়ে চার উইকেট নেন তিনি। সাতটি ওভার মেডেনও করেন। উইকেট নিয়েছেন ঋষভ পন্ত, নীতীশ কুমার রেড্ডি, নভদীপ সাইনি ও যশ দয়ালের।
দ্বিতীয় ইনিংসে সেই আগুনে ফর্ম ধরে রাখেন আকাশ। ৫ উইকেট নিয়ে নজির গড়লেন তিনি। ১৪ ওভার বল করে ৫৬ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন আকাশ। উইকেট নেন অভিমুন্য ঈশ্বরণ, মুশির খান, ওয়াশিংটন সুন্দর, সাই কিশোর এবং নভদীপ সাইনির।
আকাশের পারফরম্যান্স সিলেক্টরদের কাছে পেস বোলিংয়ের আরও অপশন খুলে যায়। ইতিমধ্যেই ভারতের কাছে জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, মহম্মদ সিরাজের মতো তারকা পেসার রয়েছেন। তবে চোটের কারণে বেশ কিছুদিন ধরে মাঠের বাইরেই রয়েছেন মহম্মদ শামি। আপাতত তাঁকে না পাওয়ার সম্ভাবনাই বেশি। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের দলেও নেই। দলে আছেন আকাশ। সম্প্রতি ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে আয়োজিত টেস্ট ম্যাচে খেলার সুযোগও পান।