বাংলা নিউজ > ক্রিকেট > দলীপের আগুনে বোলিংয়ের পুরস্কার! বাংলাদেশ টেস্টের দলে বাংলার আকাশদীপ, নেন ৯ উইকেট

দলীপের আগুনে বোলিংয়ের পুরস্কার! বাংলাদেশ টেস্টের দলে বাংলার আকাশদীপ, নেন ৯ উইকেট

উইকেট নেওয়ার পর সেলিব্রেশন আকাশ দীপের। (PTI)

৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে দলীপ ট্রফি। ভারতের একাধিক তারকা ক্রিকেটাররা ঘরোয়া এই টুর্নামেন্টে অংশ নিয়েছেন। নজর কাড়ছেন অনেক নতুন নাম। তেমনই একজন হলেন আকাশদীপ। ইতিমধ্যেই প্রথম ম্যাচে ২ ইনিংস মিলিয়ে ৯ উইকেট নিয়েছেন আকাশ। 

দলীপ ট্রফির লড়াই হয়েছে।  বাংলাদেশ সফরের আগে যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রথম শ্রেণির এই ঘরোয়া টুর্নামেন্ট। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ইন্ডিয়া এ এবং ইন্ডিয়া বি দলের ম্যাচ হয়েছে।  সেখানেই শুভমন গিলের নেতৃত্বাধীন ইন্ডিয়া এ দলের হয়ে খেলেন আকাশদীপ। দুই ইনিংস মিলিয়ে ইতিমধ্যে নয় উইকেট সংগ্রহ করেছেন আকাশ। প্রথম ইনিংসে চার উইকেট নিয়েছিলেন। যার মধ্যে উইকেটকিপার ব্যাটসম্যান ঋষভ পন্থের উইকেটও ছিল। সেই একই ফর্ম বজায় রাখে দ্বিতীয় ইনিংসেও। পাঁচ উইকেট সংগ্রহ করেন তিনি। ওয়াশিংটন সুন্দরকে ক্লিন বোল্ড করে দেন আকাশ। পাশাপাশি প্রথম ইনিংসে ইন্ডিয়া বি দলের হয়ে ১৮১ রান করা মুশির খানকে দ্বিতীয় ইনিংসে শূন্য রানে প্যাভিলিয়নে ফেরত পাঠান তিনি। আর ম্যাচের শেষে রাতের দিকে জানতে পারেন যে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের দলে আছেন।

উল্লেখ্য, বাংলার হয়ে রঞ্জি ট্রফি খেলেছেন আকাশদীপ। তবে প্রথম শ্রেণির ক্রিকেটে খুব বেশি অভিজ্ঞতা নেই তাঁর। জন্মগ্রহণ বিহারের সাসারামে। আকাশের এই পারফরম্যান্স সিলেক্টরদের নজর কেড়েছে। দলীপ ট্রফির প্রথম ইনিংসে ২৭ ওভার বল করে ৬০ রান দিয়ে চার উইকেট নেন তিনি। সাতটি ওভার মেডেনও করেন। উইকেট নিয়েছেন ঋষভ পন্ত, নীতীশ কুমার রেড্ডি, নভদীপ সাইনি ও যশ দয়ালের।  

দ্বিতীয় ইনিংসে সেই আগুনে ফর্ম ধরে রাখেন আকাশ।  ৫ উইকেট নিয়ে নজির গড়লেন তিনি। ১৪ ওভার বল করে ৫৬ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন আকাশ। উইকেট নেন অভিমুন্য ঈশ্বরণ, মুশির খান, ওয়াশিংটন সুন্দর, সাই কিশোর এবং নভদীপ সাইনির। 

আকাশের পারফরম্যান্স সিলেক্টরদের কাছে পেস বোলিংয়ের আরও অপশন খুলে যায়। ইতিমধ্যেই ভারতের কাছে জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, মহম্মদ সিরাজের মতো তারকা পেসার রয়েছেন।  তবে চোটের কারণে বেশ কিছুদিন ধরে মাঠের বাইরেই রয়েছেন মহম্মদ শামি। আপাতত তাঁকে না পাওয়ার সম্ভাবনাই বেশি। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের দলেও নেই। দলে আছেন আকাশ। সম্প্রতি ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে আয়োজিত টেস্ট ম্যাচে খেলার সুযোগও পান।

Haryana and JNK Election Haryana and JNK Election
ক্রিকেট খবর

Latest News

গভীর রাতে জয়নগরের নাবালিকার দেহ গ্রামে পৌঁছতেই উঠল ‘ফাঁসি চাই’ স্লোগান নীচে জাতীয় সড়ক, উপরে ছুটছে মেট্রো! এশিয়ার দীর্ঘতম ডবল ডেকার ফ্লাইওভার ভারতে ভারতের কথা মেনে নিল ব্রিটেন, বিরোধ এড়িয়ে মরিশাস পেল চাগোস দ্বীপপুঞ্জ লক্ষ্মীপুজোর পরই সেনাপতির চন্দ্রর ঘরে গমন, আয় বাড়বে, ৫রাশির হবে অপ্রত্যাশিত লাভ চুরি করতে এসে মহিলার ঘরের কাজ করে গেল চোর! লিখে রেখে গেল মিষ্টি একটি চিঠিও ধর্মার সব ছবির প্রি-রিলিজ স্ক্রিনিং বন্ধ করল করণ, জিগরা মুক্তির আগেই সিদ্ধান্ত LGBTQ+ প্রাইড প্যারেডস আর স্পনসর করবে না টয়োটা! কেন? জয়নগরকাণ্ডে কি সত্যি যৌন হেনস্থা হয়েছিল নাবালিকার? সামনে ময়নাতদন্তের রিপোর্ট Unknown Facts: এই মাছের ঠোঁট তোতাপাখির মতো, মানুষের চেয়ে এর দাঁতও শক্তপোক্ত বিশ্বকাপের পরেই তিন ম্যাচের WODI সিরিজ খেলতে ভারতে আসছে নিউজিল্যান্ড, দেখুন সূচি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.