অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি ভারতের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের আগে বড় রহস্য ফাঁস করেছেন। লাল বলের ক্রিকেটে নিজের সাফল্যের কারণ জানিয়েছেন অ্যালেক্স ক্যারি। তিনি জানিয়েছেন ব্যাটিংয়ে ‘ছোট' প্রযুক্তিগত পরিবর্তন’ করেই এই সাফল্য পেয়েছেন তিনি। আসন্ন বর্ডার গাভাসকর ট্রফির আগে শেফিল্ড শিল্ডে দারুণ পারফর্ম করেছেন অ্যালেক্স ক্যারি। সিজনের প্রথম চার রাউন্ডে সর্বোচ্চ রান-স্কোরার হয়েছেন তিনি।
শেফিল্ড শিল্ডে দারুণ খেলেছেন অ্যালেক্স ক্যারি-
শেফিল্ড শিল্ডে নিজের দুর্দান্ত ফর্ম দেখিয়েছেন অ্যালেক্স ক্যারি। এই বাঁহাতি খেলোয়াড় ৯০.৪ গড়ে ৪৫২ রান করেছেন, যার মধ্যে দুটি সেঞ্চুরি রয়েছে। তার চিত্তাকর্ষক পরিসংখ্যান আরও চিত্তাকর্ষক করে তোলে কারণ তিনি দ্বিতীয় স্থানে থাকা হিলটন কার্টরাইটের চেয়ে একটি ম্যাচ কম খেলে শীর্ষে রয়েছেন। অ্যালেক্স ক্যারির হঠাৎ এমন পরিবর্তনের দুটি কারণ রয়েছে। প্রথম কারণ, তিনি দীর্ঘদিন ধরে প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে দূরে রয়েছেন। দ্বিতীয় কারণ হল বোলার যখন বল ছেড়ে দেয় তখন ব্যাটটিকে কিছুটা উঁচুতে রেখে তিনি প্রযুক্তিগত পরিবর্তন করেছিলেন। এই বিষয়টি তাঁকে শক্তি এবং নির্ভুলতার সঙ্গে তার স্ট্রোকপ্লেতে খেলতে সময় দেয়। এছাড়াও এমনটা করে শট খেলতে সমস্যা হচ্ছে না তাঁর।
ছুটি কতটা কাজে এসেছে?
অস্ট্রেলিয়ার প্রথম টিম ট্রেনিং সেশনের পর অ্যালেক্স ক্যারি cricket.com.au-কে বলেন, ‘এটি শুধুমাত্র ছোটখাট একটি পরিবর্তনের পরেই হয়েছে। কিন্তু এই মুহূর্তে আমার মনে হচ্ছে আমি ভালো অবস্থায় আছি এবং বলের প্রতি বেশ ভালো প্রতিক্রিয়া জানাচ্ছি।’ এরপরে তিনি বলেন, ‘আপনি যদি টানা খেলেন তাহলে আপনি সত্যিই অনেক কিছুতে কাজ করার সুযোগ পাবেন না।’
কী পরিবর্তন করলেন অ্যালেক্স ক্যারি?
অ্যালেক্স ক্যারি আরও বলেন, ‘কিছুদিন কোনও ম্যাচ না থাকায়, আমি কিছুটা সময় হাতে পেয়েছি। তখনই আমি নিজেকে নিয়ে একটু পরীক্ষা করেছি। বলতে পারেন নিজেকে নিয়ে একটু খেলেছি। এবং এরফলে আমি এমন কিছু পেয়েছি যেটা আমার জন্য ভালো হয়েছে। আমি সেটা নিয়েই এগিয়ে গিয়েছি। আমি আমার হাতটা একটু উপরের দিকে তুললাম, ব্যাট আকাশের দিকে তুললাম এবং সেখান থেকে শট নিলাম। শুধু প্রতিক্রিয়া করার চেষ্টা করলাম। তখন বিষয়টা ভালো লাগলো, তাই আমাকে অনেক খোঁজাখুঁজি করতে হল না।’ শুক্রবার পার্থে ভারতের বিরুদ্ধে শুরু হতে যাওয়া আসন্ন বিজিটি সিরিজে তার দুর্দান্ত ফর্ম বজায় রাখতে চান অ্যালেক্স ক্যারি।