বাংলাদেশ প্রিমিয়র লিগের ম্যাচে রংপুর রাইডার্স দল রুদ্ধশ্বাস ম্যাচ জিতে নেয়। ফর্চুন বরিশালের বিরুদ্ধে রংপুরের অধিনায়ক নুরুল হাসানের ৭ বলে ৩২ রানের ইনিংসের সৌজন্যে ম্যাচ জিতে নেয় রংপুর দল। আর সেই ম্যাচেই বিতর্ক জড়িয়ে পড়তে দেখা গেছিল বাংলাদেশের ক্রিকেটার তামিম ইকবাল এবং ইংল্যান্ডর ক্রিকেটার অ্যালেক্স হেলসকে।
আরও পড়ুন-চ্যাম্পিয়ন্স ট্রফির আগে চেন্নাইতে বোলিং টেস্ট শাকিবের! তামিমকে দলে ফেরার সুযোগ BCBর!
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশের ওপেনার তামিমের সঙ্গে অ্যালেক্সের লড়াইটা বেশ ভালোই হয়। ম্যাচ শেষে দুই ক্রিকেটারই একে অপরের দিকে কটুক্তি করেছিলেন। বরিশাল দলের অধিনায়কত্ব করছিলেন তামিম ইকবার। আর রংপুরের হয়ে খেলছিলেন হেলস। ম্যাচে শেষে দুই তারকাই নিজের মতো করে যুক্তি সাজালেন।
আরও পড়ুন-‘আরও গোল করতে পারতাম’, ৩ গোলে জিতেও বলছেন মোলিনা! লিস্টনের ভাবনায় এখন শুধুই ডার্বি
ইংল্যান্ডের অ্যালেক্স হেলস দাবি করেন, অতীতের তাঁর মাদক নেওয়ার ঘটনার কথা উল্লেখ করে প্রশ্ন করেছিলেন তামিম। এই কথাটা তাঁর যে একদমই ভালো লাগেনি, তাও জানান হেলস। ২০১৯ সালে ড্রাগস নেওয়ার কারণে ইংল্যান্ডের এই ব্যাটারকে দল থেকে ছেঁটে ফেলে ইসিবি। ফলে তাঁর কেরিয়ারও ছোট হয়ে আসে। কারণ তিনি নির্বাসিত হন।
আরও পড়ুন- BGTতে ব্যর্থ হলেও এখনই অবসর নয় বিরাটের! তবে টেস্ট দলে ঢুকতে দিতে হবে লাল বলে পরীক্ষা!
পাল্টা তামিম ইকবালও দাবি করেন, দোষ হেলসের। ম্যাচ শেষের ভিডিয়োতে দেখা যায়নি, ঠিক কে কাকে কি কথা বলেছেন। যদিও তামিম দাবি করেন, দলের সতীর্থ ইকবাল হোসেন ইমনকে অ্যালেক্স হেলস কটুক্তি করাতেই নাকি তিনি এগিয়ে এসেছেন। তামিম দাবি করেন, তিনি জানতেনই না হেলসের নির্বাসনের ব্যাপারে। তবে তাঁর বিরুদ্ধে যে ইংল্যান্ডে বিস্তর অভিযোগ রয়েছে, সেই তথ্য তাঁর কাছে আছে বলে জানান তামিম।
আরও পড়ুন-সুস্থ হয়ে উঠছেন… চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার আগেই নির্বাচকদের বার্তা কুলদীপের!
তামিম বলেন, ‘টিভিতে দেখা গেছে ও ইমনকে খারাপ কথা বলছিল। আজকে আমার তাই করে। যদি তোমরা ওদের সেলিব্রেশনের ভিডিয়ো দেখ, তাহলে বুঝতে পারবে ও নুরুলের দিকে জয়ের পর দৌড়ে গেছিল, কিন্তু অ্যালেক্স হেলস আমার দিকে তাকিয়ে আমার কটুক্তি করার চেষ্টা করছিল। এরপর যখন ও আমার ইমনকে অপমান করে তখন আমি আমার দলের সতীর্থর পাশে দাঁড়াই। আর এই কাজের জন্য আমার একদমই আফশোস নেই ’।