রবিবার জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলায় বৈষ্ণো দেবীর মন্দিরে যাওয়ার সময়ে পুণ্যার্থীদের বাসে জঙ্গি হামলার ঘটনা ঘটে গিয়েছে। এই ঘটনায় ৯ জন নিহত হয়েছেন এবং ৪১ জন আহত হয়েছেন বলে এখনও পর্যন্ত খবর। উত্তরপ্রদেশ, দিল্লি, রাজস্থান থেকে পুণ্যার্থীরা এসেছিলেন বৈষ্ণো দেবীর পবিত্র দর্শনের জন্য। জম্মুর শিবখড়ি মন্দির থেকে কাটরায় বৈষ্ণো দেবীর মন্দিরের উদ্দেশে যাচ্ছিল পুণ্যার্থীদের সেই বাসটি। সেই সময়েই বাসে হামলা চালায় জঙ্গিরা।
আরও পড়ুন: জয়ের হ্যাটট্রিক করে সুপার আটে ভারত, তবে কোহলি-রোহিতদের ব্য়াটিং নিয়ে কিন্তু চিন্তা থেকেই গেল
বৈষ্ণো দেবীর পুণ্যার্থীবোঝাই বাসে জঙ্গি হামলা
বৈষ্ণো দেবী মন্দিরে যাওয়ার পথে এই হামলার দায় ইতিমধ্যেই স্বীকার করে নিয়েছে লস্কর-ই-তৈবার শাখা সংগঠন। এটাও মনে করা হচ্ছে, গত মাসে রাজৌরি এবং পুঞ্চ এলাকায় হামলার ঘটনাতেও যুক্ত ছিল এই জঙ্গিরাই। পুণ্যার্থীবোঝাই বাসটিকে চারদিক থেকে ঘিরে ফেলেছিল তারা। ছয় থেকে সাত জন মিলে বাস লক্ষ্য করে গুলি চালাতে থাকে। চালক গুলিবিদ্ধ হওয়ার পর নিয়ন্ত্রণ হারান। যাত্রীদের নিয়ে বাসটি পাশের খাদে গড়িয়ে পড়ে যায়। সোমবার ঘটনার তদন্তভার গ্রহণ করে এলাকা পরিদর্শন করেছেন এনআইএ আধিকারিকেরা।
আরও পড়ুন: ৪-৯-৪- দুরন্ত বোলিং ফিগার আর্শের, ইতিহাস গড়ে ভাঙলেন অশ্বিনের ১০ বছর আগের রেকর্ড
সন্ত্রাসী হামলার নিন্দা করলেন তারকা পাক ক্রিকেটার
পাকিস্তান ক্রিকেট দলের তারকা পেসার হাসান আলি এই ঘটনা নিয়ে একটি পোস্ট করেছেন। যা নিয়ে চর্চাও শুরু হয়েছে। আসলে হাসান আলির স্ত্রী সামিয়া আরজু ভারতের মেয়ে। হরিয়ানায় বাড়ি সামিয়ার। ২০১৯ সালে হাসানের সঙ্গে তাঁর বিয়ে হয়। তাই হাসান আলিও বৈষ্ণো দেবীর পুণ্যার্থীবোঝাই বাসে এই সন্ত্রাসী হামলার নিন্দা করেছেন। ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট করে তিনি লিখেছেন, ‘বৈষ্ণো দেবীর হামলার দিকে সকলেরই দৃষ্টি রয়েছে।’
আরও পড়ুন: T20 WC-এর মন্থরতম অর্ধশতরান করলে কী হবে, রোহিত শর্মার বিশাল নজির ছুঁলেন রিজওয়ান
সেই সঙ্গে তিনি নিজের এক্স হ্যান্ডলে একটি বার্তা দিয়ে লিখেছেন, ‘সন্ত্রাস/হিংসা একটি গুরুতর বিষয়, তা যে কোনও জাতি বা ধর্মের বিরুদ্ধেই হোক না কেন। তাই আমি এটি শেয়ার করেছি। আমি সব সময়েই শান্তির পক্ষেই থাকি। আমি সব সময়ে গাজায় হামলার নিন্দা জানিয়েছি এবং যেখানেই নিরীহ মানুষের উপর হামলা হচ্ছে, সেখানেই আমি প্রতিবাদ জানাব। প্রতিটি মানুষের জীবন গুরুত্বপূর্ণ। গোয়াদরে যারা প্রাণ হারিয়েছেন, আল্লাহ তাদের জন্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। আমিন।’
খোঁজ চলছে হামলাকারীদের
এই হামলার তদন্তভার ইতিমধ্যেই জাতীয় তদন্তকারী সংস্থার (এনআইএ) হাতে তুলে দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। একই সঙ্গে জম্মু-কাশ্মীর পুলিশও তদন্ত চালাচ্ছে। এক পুলিশ আধিকারিককে উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, জঙ্গিদের খোঁজ চলছে। প্রত্যক্ষদর্শীদের দেওয়া বর্ণনা অনুযায়ী ইতিমধ্যে এক জঙ্গির স্কেচও বানানো হয়েছে। সেই স্কেচ প্রকাশ করেছে পুলিশ। জঙ্গিদের খুঁজে বার করতে ঘটনাস্থলের আশপাশের এলাকা তন্ন তন্ন করে খুঁজে দেখা হচ্ছে। কাছের জঙ্গলে জঙ্গি ডেরা রয়েছে কিনা, তা খতিয়ে দেখতে ড্রোন ব্যবহার করা হচ্ছে। ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি (এফএসএল)-র একটি দলও এই অভিযানে যোগ দিয়েছে। এলাকায় এলাকায় চলছে নাকাতল্লাশি।