আজ থেকে শুরু ইন্টারকন্টিনেন্টাল কাপ। এই প্রতিযোগিতা দিয়েই ভারতীয় ফুটবল দলের কোচ ম্যানোলো মার্কোয়েজের পথ চলা শুরু হতে চলেছে। ডুরান্ড কাপ চলাকালীনই এই প্রতিযোগিতার জন্য ভারতীয় ফুটবল দলের স্কোয়াড ঘোষণা করেছিল এআইএফএফ। মোহনবাগান সুপার জায়ান্টস, ইস্টবেঙ্গলের ফুটবলাররা রয়েছেন স্কোয়াডে। ইগর স্টিম্যাচ পরবর্তী যুগে ভারতীয় দলের ব্যাটন কীভাবে সামলাবেন ম্যানোলো মার্কোয়েজ সেটাই বড় প্রশ্ন।
বব হাউটন থেকে উইম কোভারম্যানস, স্টিফেন কনস্টানটাইন বা ইগর স্টিম্যাচ। ভারতীয় দলে এতকাল যে বিদেশী কোচরা এসেছিলেন তাঁরা হয় ভাইচুং ভুটিয়া নয় সুনীল ছেত্রীর মতো নেতা পেয়েছিলেন। কিন্তু ম্যানোলোর কাছে কাজটা কঠিন। এই দলকে সঙ্ঘবদ্ধ করে দলনেতা ঠিক করার। সুনীল থাকলে মাঠে দলকে উজ্জিবিত করার লোকের অভাব পড়ত না। কিন্তু জুন মাসেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোয় ক্যাপ্টেন সুনীলের অভাব নিঃসন্দেহে টের পেতে চলেছেন ভারতের স্প্যানিশ বস।
আরও পড়ুন-ব্যাডমিন্টনে এল পঞ্চম পদক! ব্রোঞ্জ জিতলেন ১৯ বছর বয়সী নিত্যা…নিলেন মধুর প্রতিশোধ…
ইন্টারকন্টিনেন্টাল কাপে ভারতীয় দলের সঙ্গে খেলবে সিরিয়া এবং পূর্ব আফ্রিকার মরিসিয়াস। দুই দল যে ভারতের থেকে ব্যাপক শক্তিশালী তেমনটা নয়। সিরিয়া অবশ্য ফিফা ক্রমতালিকায় ভারতের তুলনায় ৩১ ধাপ আগে রয়েছে ৯৩ নম্বরে। ভারতের স্থান ফিফা তালিকায় ১২৪ নম্বরে, আর মরিসিয়াস অনেক পিছনে ১৭৯ নম্বরে। হায়দরাবাদের মাঠে দুই দলের বিরুদ্ধে ম্যাচ খেলে দলকে কিছুটা দেখে নেওয়ার পাশাপাশি ফুটবলারদের মধ্যে বোঝাপড়া তৈরি করে নেওয়া প্রধান লক্ষ্য মার্কোয়েজের। কারণ কদিন পরেই আইএসএল শুরু হয়ে যাওয়ায় তখন ফুটবলারদের নিয়ে আর শিবির করতে পারবেন না। তাই এই প্রতিযোগিতা ভারতের নতুন কোচের কাছে একে অপরকে চিনে নেওয়া এবং কমিউনিকেশন বাড়ানোরই পথ হতে চলেছে।
আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় মরিসিয়াসের মুখোমুখি হবে ভারত
শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় সিরিয়ার মুখোমুখি হবে মরিসিয়াস
সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় সিরিয়ার মুখোমুখি হবে ভারতীয় ফুটবল দল
ভারতীয় ফুটবল দলের ইন্টারকন্টিনেন্টাল কাপের ম্যাচের সরাসরি সম্প্রচার লাইভ স্ট্রিমিংয়ে দেখা যাবে অনলাইনে জিও সিনেমায়। এছাড়াও টেলিভিশনে ভারতের ম্যাচগুলোর সরাসরি সম্প্রচার দেখা যাবে স্পোর্টস ১৮ এর তৃতীয় চ্যানেলে। এএফসি এশিয়ান কাপ এবং ফিফা বিশ্বকাপের যোগ্যতা অর্জনপর্বের ম্যাচে লাগাতার খারার পারফরমেন্সের পর ভারতীয় দল ঘুরে দাঁড়াতে পারে কিনা সেটাই দেখার।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।