বাংলা নিউজ > ক্রিকেট > খেলোয়াড়কে চড় মারার অভিযোগ! চাকরি হারালেন বাংলাদেশের কোচ চন্ডিকা হাথুরুসিংহে, দায়িত্বে ফিল সিমন্স

খেলোয়াড়কে চড় মারার অভিযোগ! চাকরি হারালেন বাংলাদেশের কোচ চন্ডিকা হাথুরুসিংহে, দায়িত্বে ফিল সিমন্স

চাকরি হারালেন বাংলাদেশের কোচ চন্ডিকা হাথুরুসিংহে! দায়িত্বে ফিল সিমন্স (ছবি:এক্স)

বাংলাদেশ ক্রিকেট থেকে শেষ হল চন্ডিকা হাথুরুসিংহের অধ্যায়। অবশেষে এল আনুষ্ঠানিক ঘোষণা। বাংলাদেশ কোচের প্রধান দায়িত্ব থেকে চাকরি হারালেন হাথুরুসিংহে। আনুষ্ঠানিক এক সংবাদ সম্মেলনে হাথুরুসিংহেকে শোকজ এবং সাসপেন্ড করার ঘোষণা করেন বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ।

বাংলাদেশ ক্রিকেট থেকে শেষ হল চন্ডিকা হাথুরুসিংহের অধ্যায়। অবশেষে এল আনুষ্ঠানিক ঘোষণা। বাংলাদেশ কোচের প্রধান দায়িত্ব থেকে চাকরি হারালেন হাথুরুসিংহে। আনুষ্ঠানিক এক সংবাদ সম্মেলনে হাথুরুসিংহেকে শোকজ এবং সাসপেন্ড করার ঘোষণা করেন বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ। গত বছরের ওয়ানডে বিশ্বকাপে একজন খেলোয়াড়কে চড় মারার অভিযোগে বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।স্থগিতাদেশের ৪৮ ঘণ্টা পর তার চুক্তি শেষ হয়ে যাবে, ফিল সিমন্স আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত বাংলাদেশ দলের কোচিং দায়িত্ব সামলাবেন।

কী কারণে এমন সিদ্ধান্ত-

আসলে বিশ্বকাপ চলাকালীন ক্রিকেটারদের সঙ্গে বাজে ব্যবহার করে বিতর্কের জন্ম দিয়েছিলেন হাথুরুসিংহে। তার বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘন ও অসদাচরণের অভিযোগ ওঠে। জানা যায়, কোচ হিসেবে তার জন্য নির্ধারিত ছুটির চেয়ে বেশি ছুটি তিনি কাটিয়েছেন দুই বছরেই। এ ছাড়াও দুই বিশ্বকাপের পারফরম্যান্স ও দলের ঝামেলায় বিভিন্ন সময়েই বিতর্কের নাম হয়ে উঠেছিলেন চান্ডিকা হাথুরুসিংহে।

আরও পড়ুন… বল চকচকে রাখার জন্য জ্যাক লিচের ন্যাড়া মাথায় ঘষলেন জো রুট! ভিডিয়ো দেখে ভক্তেরা হাসি থামাতে পারছেন না

বাংলাদেশ ক্রিকেটবোর্ডের তরফ থেকে কী বলা হয়েছে-

মঙ্গলবার, ১৫ অক্টোবর সাংবাদিক সম্মেলনে বিসিবিপ্রধান বলেছেন, ‘বরখাস্ত করার আগে আমরা তাঁকে নিয়ম মেনে শোকজ নোটিশ করেছি। ৪৮ ঘণ্টার জন্য সাসপেন্ড করা হয়েছে তাঁকে। এরপর আমরা বরখাস্ত করব। চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত থাকবেন কোচ ফিল সিমন্স। সে (হাথুরুসিংহে) তিন মাসের বেশি সময় ছুটি কাটিয়েছে। এটাও চুক্তির বাইরে ছিল। আমাদেরও সকলের কাছে কিছু না কিছুর জন্য জবাবদিহি করতে হয়। আমি নিজেও যা ইচ্ছে তাই করতে পারব না। তিনি ক্রিকেটারের সঙ্গেও খারাপ ব্যবহার করেছেন, চুক্তির নিয়ম নিয়েও মিস কন্ড্রাক্ট করেছেন। এই জন্যই এমন শাস্তি দেওয়া হল।’

আরও পড়ুন… IND vs NZ Test: শুরুতেই কিউয়ি শিবিরে ধাক্কা! চোটের কারণে ছিটকে গেলেন দলের তারকা পেসার

এবার থেকে কোচের দায়িত্ব পালন করবেন ফিল সিমন্স

পাকিস্তান সফরের পরে কেউ কিছু বলেনি, তবে ভারত সফরের পরেই শেষ চন্ডিকা হাথুরুসিংহের বাংলাদেশের কোচিং কেরিয়ার। বাংলাদেশ সরকারের পালাবদলের পর বিসিবিতেও পরিবর্তন দেখা গিয়েছিল। চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত থাকবেন কোচ ফিল সিমন্স। বোর্ডে পুরোনো কর্তারা নেই। নেই আগের বিসিবিপ্রধানও। নতুন করে ক্রিকেট বোর্ডের দায়িত্ব গিয়েছে ফারুক আহমেদের ওপর। আর তিনি দায়িত্বে আসার পরপরই হাথুরুসিংহের চাকরি হারানোর প্রশ্ন উঠতে থাকে। ফারুক আহমেদ দায়িত্ব নেওয়ার ওই সময়টায় বাংলাদেশ দল পাকিস্তান সিরিজ নিয়ে ব্যস্ত ছিল। সেই সিরিজ শেষ কোচ চলে যান নিজ দেশে। এর পরপরই ভারত সিরিজ হওয়ায় আর হাথুরুকে নিয়ে কোনও সিদ্ধান্ত শোনা যায়নি।

আরও পড়ুন… BPL 2025 Players Draft: চিটাগংয়ে শাকিব, ঢাকায় মুস্তাফিজুর-লিটন! দেখে নিন সাত দলের প্লেয়ার তালিকা

কত আগে শেষ হল চন্ডিকা হাথুরুসিংহের কোচিং মেয়াদ-

তবে ভারত সফরের ভরাডুবির পর নতুন করে হাথুরুর ইস্যু মাথাচাড়া দেয়। অবশেষে এই ইস্যু নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দ্বিতীয় মেয়াদে গত বছর ফেব্রুয়ারি ১ তারিখ থেকে বাংলাদেশ দলের দায়িত্ব নেন হাথুরুসিংহে। ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হয় আনুষ্ঠানিক কাজ। দুই বছরের চুক্তিতে আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত বাংলাদেশ দলে তাঁর দায়িত্ব পালন করার কথা। কিন্তু, আপাতত সেটা আর হচ্ছে না। চুক্তির মেয়াদ বাকি থাকতেই বাংলাদেশ ছাড়তে হচ্ছে লঙ্কান কোচকে। ঘরের মাঠে হতে যাওয়া দক্ষিণ আফ্রিকা সফরের আগেই চাকরি হারালেন চান্ডিকা হাথুরুসিংহে।

আরও পড়ুন… পিছিয়ে গেল আনোয়ার আলির মামলার শুনানি! ডার্বিতে ইস্টবেঙ্গলের জার্সিতে খেলতে পারবেন মোহনবাগানের প্রাক্তনী

বাংলাদেশের প্রাক্তন কোচ চন্ডিকা হাথুরুসিংহের প্রাপ্তি-

২০১৪ সালে বাংলাদেশের দায়িত্ব নেন চন্ডিকা হাথুরুসিংহে। সেবার দায়িত্ব পালন করেন ২০১৭ সাল পর্যন্ত। তার প্রথম অধ্যায়ে বাংলাদেশ দারুণ সময় পার করেছিল। তখন তিন বছরে বাংলাদেশ ২১টি টেস্ট ম্যাচ খেলে জিতেছিল ৬ টিতে। হার মানতে হয় ১১ ম্যাচে, ড্র হয় ৪টি ম্যাচ। তার কোচিংয়ের সময়কালে ৫১ ওয়ানডের মধ্যে ২৫টিতে জিতেছিল বাংলাদেশ, হারতে হয়েছিল ২৩টি ম্যাচে। টি-টোয়েন্টিতে ২৯ ম্যাচে ১০ জয়ের বিপরীতে আছে ১৯টি হার।

দ্বিতীয় মেয়াদে চন্ডিকা হাথুরুসিংহের অধীনে বাংলাদেশ দলের সবচেয়ে বড় অর্জন ছিল পাকিস্তান সিরিজে টেস্ট জয়। তবে বিশ্বকাপে ভালো করার স্বপ্ন নিয়ে তাঁকে নিয়োগ দেওয়া হলেও দুই বিশ্বকাপেই বাংলাদেশ ব্যর্থ হয়েছিল।

ক্রিকেট খবর

Latest News

মা লক্ষ্মীর মতো ফুটফুটে সন্তান? নামকরণের সময় বেছে নিতে পারেন এখান থেকে বীরেন্দ্র সেহওয়াগের সঙ্গে আরতির বিবাহ বিচ্ছেদের জল্পনা, জেনে নিন খুটিনাটি কুষ্ঠরোগ নিয়ে ভুল ধারণা রোগের চেয়েও বেশি মারাত্মক! আলোচনায় চর্মরোগ বিশেষজ্ঞ চিনের মেগা বাঁধ! জল বোমা তৈরির ছক? উদ্বেগে অরুণাচলের সিএম এবার পেনশন পাবেন ‘গিগ ওয়ার্কার’রাও, কী করতে চলেছে মোদী সরকার? কেমন কাটবে কালকের দিনটি? কারা পাবেন ভাগ্যের সাহায্য? জানুন ২৫ জানুয়ারির রাশিফল মা-র বিয়ে দিল মেয়ে, গায়ে হলুদে নাচ গীতা এলএলবি অভিনেত্রী মল্লিকার, কে পাত্র নোয়াপাড়া-বিমানবন্দর মেট্রোয় প্রথমবার পুরোদমে হল ট্রায়াল রান! নজির হবে এশিয়ায় শহরের নিরাপত্তায় দু’‌হাজার পুলিশ, সাধারণতন্ত্র দিবসে নিশ্ছিদ্র করছে লালবাজার ট্রফিহীন দল আরসিবি-কে নির্মম পরিহাস কুলদীপের, ভিডিয়ো দেখে হাসছে নেটপাড়া

IPL 2025 News in Bangla

চোয়াল চাপা লড়াই করে নাটকীয় শতরান, মহারথীদের ভিড়ে হিরো কমন ম্যান শার্দুল! ইডেনে ইংল্যান্ডের বিরুদ্ধে নিয়েছেন ৩ উইকেট! তবু নিজেকে কেন দশে সাত দিচ্ছেন বরুণ? RCB-র জার্সি হাতে মহাকুম্ভে শাহি স্নান ভক্তের, ভাইরাল ভিডিয়ো MI-এ অধিনায়ক হার্দিক, ভারতীয় দলে ভাইস ক্যাপ্টেনও নয়, জটিল সমীকরণ নিয়ে অকপট সূর্য ECB-র নতুন NOC নিয়ম IPL-এর পক্ষে! ভিন্সের মতে সমস্যায় পড়বে লাল বলের ক্রিকেট ওরা আমাকে ক্রিকেট খেলতে বাধ্য করবে: বাইশ গজে ফিরতে চলেছেন এবি ডি ভিলিয়ার্স! LSG captaincy Event: ঘণ্টা খানেক দেরিতে পৌঁছালেন পন্ত! ক্ষমা চাইলেন গোয়েঙ্কা LSG-তে এত বাঁহাতি ব্যাটার! দল কি সমস্যায় পড়বে? টিমের কৌশল ফাঁস করলেন জাহির খান কীভাবে ছন্দে ফিরবেন পৃথ্বী শ? বন্ধুর জন্য শ্রেয়স আইয়ারের বিশেষ পরামর্শ শুরু করেছেন জীবনের দ্বিতীয় ইনিংস! এরই মধ্যে বাবাকে বড় উপহার রিঙ্কু সিংয়ের…

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.