শুভব্রত মুখার্জি:- আসন্ন টি-২০ বিশ্বকাপের দল ঘোষণা করে দিয়েছে বেশিরভাগ দল। ২০ দলীয় এই টুর্নামেন্টে দল ঘোষণা করা বাকি রয়েছে মাত্র কয়েকটি দেশের। এমন আবহে শুক্রবার তাদের দল ঘোষণা করে দিয়েছে নামিবিয়া। আফ্রিকার ছোট্ট এই দেশটি শুক্রবার তাদের ১৬ সদস্যের দল ঘোষণা করেছে। রাগবি খেলায় প্রসিদ্ধ এই দেশ এবারের বিশ্বকাপে এবার আইসিসি আয়োজিত টি-২০ বিশ্বকাপেও ভালো ফল করতে মুখিয়ে রয়েছে। এই বিশ্বকাপে তাদেরকে নেতৃত্ব দেবেন দলের তারকা অলরাউন্ডার জেরার্ড ইরাসমাস।
আরও পড়ুন… কালো হৃদয়ের ইমোজি কেন? সঞ্জীব গোয়েঙ্কা ও কেএল রাহুলের ইস্যুতে আফগান তারকার রহস্যময় বার্তা
কে বাদ গেলেন? কারা জায়গা পেলেন?
তবে এই বিশ্বকাপে তাদের দলে সবথেকে বড় চমকটা হল দলে জায়গা পাননি জ্ঞান নিকোল লফ্টি ইটন। যিনি এই মুহূর্তে টি-২০ ফর্ম্যাটের দ্রুততম শতরানের মালিক। তাঁর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে। সে কথা মাথায় রেখেই আসন্ন টি-২০ বিশ্বকাপের নামিবিয়া দলে তাঁকে রাখেননি ক্রিকেট নামিবিয়ার নির্বাচকরা। এই নিয়ে টানা তৃতীয়বার টি-২০ বিশ্বকাপে খেলবে নামিবিয়া দল। আফ্রিকা জোনের কোয়ালিফায়ার জিতে তারা চ্যাম্পিয়ন হয়েছিল। সেই দলটাই কার্যত ধরে রেখেছে তারা। ১৫ জনের মধ্যে ১২ জন খেলেছিলেন আফ্রিকা জোন কোয়ালিফায়ারে। দলকে নেতৃত্ব দেবেন অলরাউন্ডার জেরার্ড ইরাসমাস। তাঁকে সহযোগিতা করতে সহকারী অধিনায়ক হিসেবে নাম ঘোষণা করা হয়েছে অলরাউন্ডার জেজে স্মিটের।
আরও পড়ুন… BAN vs ZIM 4th T20I: দুরন্ত শাকিবের স্পিনে থমকে গেল জিম্বাবোয়ে, মাত্র পাঁচ রানে জিতল বাংলাদেশ
T20 WC 2024-এর জন্য দল ঘোষণা নামিবিয়ার
দলে লফ্টি ইটন ছাড়াও জায়গা পাননি পিক্কি ইয়া ফ্রান্স এবং শন ফাউসে। উল্লেখ্য এই বছরের ফেব্রুয়ারি মাসে লফ্টি ইটন টি-২০ ফর্ম্যাটে দ্রুততম শতরান করার নজির গড়েছিলেন। তিনি নেপালের বিরুদ্ধে মাত্র ৩৩ বলে শতরান করে এই নজির গড়েছিলেন। তবে তাঁর বিরুদ্ধে নামিবিয়াতে আইনি প্রক্রিয়া চলার কারণে তাঁকে দলে রাখা হয়নি। পাশাপাশি পেসার ডিলান লেইচার, রুবেন ট্রামপেলম্যান এবং জ্যাক ব্রাসেল দলে জায়গা করে নিয়েছেন। দক্ষিণ আফ্রিকাতে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভালো পারফরম্যান্স করে তারা জাতীয় সিনিয়র দলে জায়গা করে নিয়েছেন। গ্রুপ-বি'তে রয়েছে নামিবিয়া। সেখানে তাদের সঙ্গে রয়েছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড এবং ওমান। ২ জুন বার্বাডোসে নিজেদের প্রথম ম্যাচ খেলবে নামিবিয়া।
আরও পড়ুন… কী কারণে কেএল রাহুলের উপর চটে গিয়েছিলেন সঞ্জীব গোয়েঙ্কা? রিপোর্টে উঠে আসছে আসল কারণ
∆ একনজরে টি-২০ বিশ্বকাপের নামিবিয়া দল:-
জেরার্ড ইরাসমাস (অধিনায়ক), ডিলান লেইচার, রুবেন ট্রামপেলম্যান, জ্যাক ব্রাসেল, জেন গ্রিন, মাইকেল ভ্যান লিনগেন, বেন সিকোঙ্গো, ট্যানগেনি লুঙ্গামেনি, নিকো ডাভিন, জ্যান ফ্রাইলিঙ্ক, ডেভিড উইসে, বার্নার্ড স্কোল্টজ, জে জে স্মাট, জেপি কোটজে, মালান ক্রুগার এবং পিডি ব্লিগনট।