২০২৪ টি২০ বিশ্বকাপের মাঝেই বড় ধাক্কা খেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তাদের তারকা ওপেনার ব্র্যান্ডন কিং চোটের কারণে বাকি টুর্নামেন্ট থেকেই ছিটকে গিয়েছেন। সাইড স্ট্রেনের কারণে তাঁকে ছিটকে যেতে হয়েছে। ব্র্যান্ডন কিং-এর পরিবর্তে বাঁ-হাতি ব্যাটার কাইল মায়ের্সকে দলে নিয়েছে উইন্ডিজ।
কিং-এর বদলে মায়ের্স
কাইল মায়ের্স একজন অভিজ্ঞ ক্রিকেটার, যিনি দেশের জার্সিতে ৩৭টি টি-টোয়েন্টি খেলে ফেলেছেন। ওয়েস্ট ইন্ডিজ লাইনআপে তাঁর অভিজ্ঞতা কার্যকরী হবে। ৩১ বছর বয়সী তারকা বিস্ফোরক ব্যাটিংয়ের পাশাপাশি, মাঝেমাঝে মিডিয়াম-পেস বোলার হিসেবে নিজের দক্ষতা দেখিয়ে থাকেন। বার্বাডোজের ব্রিজটাউনের কেনসিংটন ওভালে ভারতীয় সময়ে ২২ জুন (শনিবার) সকাল ৬টায় আমেরিকার বিরুদ্ধে সুপার আটের গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামার আগেই ওয়েস্ট ইন্ডিজের তরফে কিং-এর পরিবর্তে মায়ের্সের নাম ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুন: বাবর আজমদের বিরুদ্ধে গড়াপেটার অভিযোগের প্রমাণ চাই, না হলে আইনি ব্যবস্থা, হুমকি PCB-র- রিপোর্ট
টেকনিক্যাল কমিটির মূল্যায়নের পরেই পরিবর্ত প্লেয়ার নিতে পেরেছে উইন্ডিজ
মায়ের্সকে দলে অন্তর্ভুক্ত করার জন্য চলতি টি২০ বিশ্বকাপ ইভেন্টের টেকনিক্যাল কমিটি আগে মূল্যায়ন করেছে, তার পরেই অনুমোদন দিয়েছে। এই কমিটিতে রয়েছেন ওয়াসিম খান (আইসিসি জেনারেল ম্যানেজার- ক্রিকেট), ক্রিস টেটলি (আইসিসি হেড অফ ইভেন্ট), জনি গ্রেভ (সিইও, ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ), এবং কাস নাইডু (স্বাধীন প্রতিনিধি)। এই কমিটি মূল্যায়ন করার পরেই মায়ের্সকে আনুষ্ঠানিক ভাবে স্কোয়াডে যোগদানের অনুমোদন দেওয়া হয়।
আরও পড়ুন: ভারত-বাংলাদেশ ম্যাচেও কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে? ভেস্তে গেলে চাপে পড়বেন শাকিবরা
বড় ধাক্কা ক্যারিবিয়ান ব্রিগেডের জন্য
ব্র্যান্ডন কিং, যিনি টুর্নামেন্টে ৮৬ রান করেছিলেন, তিনি ১৯ জুন ইংল্যান্ডের বিরুদ্ধে সুপার আটের ম্যাচে ওপেন করতে নেমে সাইড স্ট্রেনের শিকার হন। সেই ম্যাচে কিং ১৩ বলে ২৩ রান করার পরে মাঠ ছাড়েন। এবং তাঁর ছিটকে যাওয়াটা বড় ধাক্কা দিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। সেই ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের কাছে হেরেও যায় ক্যারিবিয়ান ব্রিগেড।
আরও পড়ুন: সহজতম ক্যাচ ফেলে নিজেই বিস্মিত কোহলি, মাথায় হাত রোহিতেরও- ভিডিয়ো
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) দ্রুত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিং-এর অবস্থার আপডেট দেন। চোটের তীব্রতা এবং তাঁর আরও স্ক্যান করার প্রয়োজনীয়তা নিশ্চিত করে। বার্বাডোজে দলের সঙ্গে থাকলেও, স্ক্য়ানের রিপোর্ট অনুযায়ী ব্র্যান্ডন কিং চলতি বিশ্বকাপে আর খেলা চালিয়ে যেতে পারবেন না। কিং ছিটকে যাওয়ার ফলে ওয়েস্ট ইন্ডিজের টিম ম্যানেজমেন্ট এখন ব্যাটিং অর্ডারে রদবদল করতে গিয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছেন।
ওয়েস্ট ইন্ডিজের বর্তমান স্কোয়াড: রোভম্যান পাওয়েল (অধিনায়ক), আলজারি জোসেফ, জনসন চার্লস, রোস্টন চেজ, শিমরন হেতমায়ের, জেসন হোল্ডার, শাই হোপ, আকিয়াল হোসেন, শামার জোসেফ, গুদাকেশ মোতি, নিকোলাস পুরান, আন্দ্রে রাসেল, শেরফেন রাদারফোর্ড, রোমারিও শেফের, কাইল মায়ের্স