একদিন আগেই বিতর্কে জড়িয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার আলজারি জোসেফ। ক্যারিবিয়ানদের এই বোলার অধিনায়ক শাই হোপের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে মাঠ ছেড়ে ছিলেন রাগ দেখিয়ে। বোলিং করতে চাননি। এরপর মাঠে ফিরেছিলেন কিছুক্ষণ পর, তবে তাঁর ব্যবহারে ক্ষুব্ধ উইন্ডিজ ক্রিকেট বোর্ড। সাসপেন্ড হলেন তিনি।
বিতর্কের সূত্রপাত বুধবার রাতের ম্যাচে। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথমে বোলিং করছিল ওয়েস্ট ইন্ডিজ দল। ম্যাচের শুরুর পর চতুর্থ ওভারে অধিনায়ক শাই হোপকে ফিল্ডিং নিয়ে কিছু বলতে চাইছিলেন আলজারি জোসেফ। তিনি বোঝাতে চাইছিলেন স্লিপের ফিল্ডারের পজিশন নিয়ে তিনি খুশি নন। কারণ তাঁর বলেই একটি শট পয়েন্টের দিকে চলে যায়। কথা বলার সময়ই নিজের বিরক্তি প্রকাশ করছিলেন জোসেফ। কিন্তু তাই বলে তিনি যে রাগারাগি করে মাঠ ছাড়বেন, সেটা ভাবতে পারেনি কেউ।
আরও পড়ুন-‘যখন হওয়ার তখনই হবে, এখন বলা যাবে না’! টেস্ট খেলা নিয়ে মন্তব্য সূর্যর…
সেই ওভারেই ১৪৮ কিমির গতিবেগে একটি বাউন্সার দেন আলজারি জোসেফ। আর তাতেই ইংল্যান্ডের জর্ডন কক্সের গ্লাভসে লেগে সেই বল ধরা দেয় উইকেটরক্ষকের হাতে। ব্যাস আউট হয়ে যান কক্স। কোথায় সকলে মিলে আনন্দ উচ্ছাস করবেন আউট করার, কিন্তু তখনও তিনি অধিনায়কের সঙ্গে বাক্য বিনিময়ে ব্যস্ত ছিলেন। তখনও পর্যন্ত কেউ টের পাননি ঠিক কি করতে চলেছেন ২৭ বছর বয়সী জোসেফ। ওভার শেষ করতেই সটান সাজঘরের দিকে হাঁটা দেন আলজারি জোসেফ।
আরও পড়ুন-ক্রিকেট মাঠে অসভ্যতা! বরদাস্ত করল না উইন্ডিজ বোর্ড! নির্বাসিত আলজারি জোসেফ…
এক সময়ের বিশ্বচ্যাম্পিয়নদের এমনিতেই সাম্প্রতিক পারফরমেন্স ভালো নয়, ওডিআইতে। টি২০তেও বিশাল কিছু সাফল্য তাঁরা পেয়েছে তেমনটা নয়। আর তার মধ্যেই ক্রিকেটারের অনেকটা প্রতিষ্ঠানের থেকে নিজেকে বড় বলে ভেবে নেওয়ার বিষয়টা ভালো করে নেয়নি উইন্ডিজ ক্রিকেট বোর্ড। তাই তাঁকেই এবার নির্বাসিত করা হল।
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের তরফে থেকে দুই ম্যাচের জন্য নির্বাসিত করা হল আলজারি জোসেফকে। তিনি যে দলের থেকে উর্ধ্বে নন কোনওভাবেই, সেই বার্তা দিয়েই এবং দলের মধ্যে শৃঙ্খলা জারি রাখতেই এমন কঠোর হল উইন্ডিজ বোর্ড। আর এই সিদ্ধান্ত যে আসতে চলেছে, সেটার অনুমান আগেই করা হয়েছিল প্রাক্তনীদের মন্তব্যে।
আলজারি জোসেফের কর্মকাণ্ডে হতাশ ছিলেন দলের টি২০ বিশ্বকাপজয়ী অধিনায়ক ড্যারেন স্যামি। সরাসরি তিনি বলেছিলেন, দেশের হয়ে খেলতে নেমে এমন আচরণ অনভিপ্রেত। ফলে সিরিজের পরের দুই টি২০ ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে আর খেলা হবে না এই ডানহাতি পেসারের। প্রসঙ্গত খেলার শেষের পর নিজেই ক্ষমা চেয়ে নিয়েছিলেন আলজারি জোসেফ।
আরও পড়ুন-অবশেষে যুগের পতন! প্রায় ৫০ দেশের বিরুদ্ধে খেলা মহম্মদ নবির অবসর ঘোষণা! কবে শেষ ওডিআই?
প্রকাশ্যেই আলজারি জোসেফ জানিয়েছিলেন, ‘আমি যে কাজটা করেছি সেটা ভুল। আমার ওরকম ব্যবহার করা উচিত হয়নি। আমি পরে গিয়ে শাই হোপের কাছে বিষয়টি নিয়ে ক্ষমা চেয়ে নিয়েছিল। আমার কাজের জন্য আমি নিজেও অত্যন্ত মর্মাহত। ফ্যানদের খারাপ লাগার জন্যেও আমি অত্যান্ত দুঃখিত। আমি আবেগের বশে কাজটা করে ফেলেছি ’।
ওয়েস্ট ইন্ডিজ বোর্ডের তরফে বলা হয়েছে, এমন শৃঙ্খলাভঙ্গের বিষয়টা তাঁরা যথেষ্ট গুরুত্ব দিয়েই দেখছেন। যাতে কেউ এই ধরণের কাজে পুনরাবৃত্তি না করতে পারে, তাই কঠোর হাতেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং দুই ম্যাচের জন্য আলজারি জোসেফকে নির্বাসন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বোর্ডের তরফে।