মহিলা টি-২০ বিশ্বকাপের শুরুটা ভালো হয়নি ভারতের মেয়েদের জন্য। শুক্রবার নিউজিল্যান্ডের কাছে প্রথম ম্যাচে পরাজিত হয় তারা। তবে এদিনের ম্যাচে বিতর্ক তৈরি হয়েছে আম্পয়ারের একটি সিদ্ধান্ত নিয়ে। যেখানে অ্যামেলিয়া কেরের রান আউট না দেওয়ার সিদ্ধান্ত নেন আম্পায়ার। এরপরই এই বিষয়ে নিজের হতাশা ব্যক্ত করলেন ভারতীয় ক্রিকেটার জেমিমা রদ্রিগেজ। তিনি বলেন, ‘অ্যামেলিয়া নিজেও জানতেন তিনি আউট, তাই প্যাভিলিয়নের দিকে হাঁটা শুরু করেছিলেন’।
টস জিতে এদিনের ম্যাচে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল নিউজিল্যান্ড। ঘটনাটি ঘটে ১৪ তম ওভারে। দীপ্তি শর্মার ওভারের শেষ বলে এক্সট্রা কভার অঞ্চলে শট খেলেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যান অ্যামেলিয়া কের। বল চলে যায় ফিল্ডার হরমনপ্রীত কৌরের হাতে। কৌর বল ধরে দৌড়ে পিচের দিকে যাচ্ছিলেন। তিনি বল ছোঁড়েননি দেখে ২ রান নেওয়ার জন্য দৌড় শুরু করেন নিউজিল্যান্ডের দুই ব্যাটসম্যান অ্যামেলিয়া কের ও সোফি ডিভাইন।
এরপর উইকেটকিপার রিচা ঘোষের দিকে বল ছোঁড়েন হরমনপ্রীত। স্ট্যাম্প করে সেলিব্রেশনে মাতেন ভারতীয় ক্রিকেটাররা। ক্রিজে পৌঁছতে পারেননি বুঝে প্যাভিলিয়নের দিকে হাঁটা লাগান অ্যামেলিয়া। তবে আম্পায়ার তাঁকে ক্রিজে ফিরিয়ে আনেন। তাঁদের বক্তব্য, হরমনপ্রীতকে হেঁটে আসতে দেখে ওভার শেষ হয়ে গেছে ধরে নিয়ে বোলারের হাতে টুপি তুলে দিয়েছিলেন তাঁরা। তাই এটি ডেড বল হয়ে গেছে। সিদ্ধান্তের প্রতিবাদ করেন ভারতের অধিনায়ক।
ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেমিমা রদ্রিগেজ বলেন, ‘আমি তখন সামনে ছিলাম না যখন আম্পায়ার দীপ্তিকে টুপি দিয়েছিল। কিন্তু নিউজিল্যান্ড জানত দু’রান নেওয়া সম্ভব এবং তাঁরাও জানত না ওভার শেষ ঘোষণা করা হয়েছে। আমরাও তাই জানতাম, তাই ভেবেছিলাম এটা রান আউট। সত্যি বলতে বিষয়টি আমাদের হাতে নেই, আমরা আম্পয়ারের সিদ্ধান্তকে সম্মান জানাই। অ্যামেলিয়া কের নিজেও জানতেন আউট, তাই হাঁটা শুরু করেছিলেন।’
উল্লেখ্য, ভারত নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে সেভাবে দাগ কাটতে পারেনি। প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড ৪ উইকেট হারিয়ে ১৬০ রান করে। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১০২ রানে অলডাউন হয়ে যায় টিম ইন্ডিয়া। ব্যাট হাতে ব্যর্থ হন হরমনপ্রীত-স্মৃতি-শেফালিরা। রবিবার টি-২০ বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচ খেলবে ভারত। প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। প্রথম ম্যাচে হেরে বেশ কিছুটা চাপ অনুভব করবে ভারতের মেয়েরা। তবে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর জন্য পুরো লড়াই করবে ভারত।