ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন স্পিনার অমিত মিশ্র দাবি করেছেন যে, গৌতম গম্ভীর নিজে বিরাট কোহলির সাথে বিবাদের অবসান ঘটিয়েছিলেন। কোহলি কিন্তু এর অবসান করেননি। প্রসঙ্গত, ২০২৩ আইপিএল চলাকালীন লখনউ সুপার জায়ান্টস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচে তীব্র ঝামেলায় জড়িয়েছিলেন গম্ভীর এবং কোহলি। এই ঘটনায় আফগানিস্তানের ফাস্ট বোলার নবীন-উল হকও অন্তর্ভুক্ত ছিলেন এবং তাঁদের তিন জনকেই শাস্তি দেওয়া পেতে হয়েছিল।
ঝামেলা মেটান গৌতি
যাইহোক, ২০২৪ আইপিএলের সময় গম্ভীরই বিবাদ মিটিয়ে কোহলিকে আলিঙ্গন করেন। এবং তাঁদের দু'জনকে কথা বলতেও দেখা যায়। ইউটিউবার শুভঙ্কর মিশ্রের শো ‘আনপ্লাগড’-এ কথা বলার সময়ে অমিত মিশ্র প্রকাশ করেছেন যে, কোহলির কাছে গিয়ে পরিস্থিতি সামাল দিয়েছিলেন গম্ভীরই। তবে তিনি মনে করেন, কোহলিরই উচিত ছিল, এই সমস্যার সমাধান করা।
আরও পড়ুন: কতদিন খেলবেন ওডিআই ও টেস্ট? আমেরিকায় গিয়ে ঘোষণা করলেন রোহিত শর্মা!
অমিত মিশ্র বলেছেন, ‘আমি গৌতম সম্পর্কে একটি ভালো জিনিস লক্ষ্য করেছি। বিরাট কোহলি কিন্তু এগিয়ে গিয়ে সমস্যা মেটায়নি। গৌতম বরং কোহলির দিকে এগিয়ে গিয়েছিলেন। এবং কোহলিকে জিজ্ঞেস করেছিলেন, কেমন আছো, তোমার পরিবার কেমন আছে। তাই গৌতমই দ্বন্দ্বের অবসান ঘটিয়েছিলেন, কোহলি নয়।’
প্রাক্তন স্পিনার আরও যোগ করেছেন, ‘সুতরাং গৌতম সেই সময়ে নিজের বড় মনের পরিচয় দিয়েছিলেন। তবে কোহলিরই উচিত ছিল যে, এই বিবাদের অবসান ঘটানো। ওরই এগিয়ে গিয়ে বলা উচিত ছিল, গৌতি ভাই, আসুন এই ঝামেলা শেষ করি।’
আরও পড়ুন: স্বার্থপর, কখনও ভালো লিডার হতে পারবে না- যশস্বীর জন্য শুভমনকে তীব্র আক্রমণ নেটপাড়ার
কোহলির তীব্র সমালোচনা
অমিত মিশ্র আরও বলেছেন যে, কোহলি সময়ের সঙ্গে বেশ কিছুটা বদলে গিয়ে। এটি মূলত খ্যাতি এবং ক্ষমতার কারণে হয়েছে। রোহিত শর্মার সঙ্গে তুলনা টেনে তাঁর দাবি, তারকা হওয়ার পর থেকে রোহিত শর্মা কিন্তু একটুও বদলায়নি। যেটা বিরাট বদলে গিয়েছে।
অমিত মিশ্র বলেছেন, ‘আমি বহু বছর ধরে ভারতীয় দলের অংশ নই। তবে এখনও যখন আমি আইপিএল বা অন্য কোনও অনুষ্ঠানে রোহিতের সঙ্গে দেখা হয়, ও সব সময়ে আমার সঙ্গে মজা করে। ওর সঙ্গে কথা বলতে গিয়ে আমাকে চিন্তা ভাবনা করে কথা বলতে হয় না। তবে আমি বিরাটকে অনেক বদলে যেতে দেখেছি। আমরা প্রায় কথা বলা বন্ধ করে দিয়েছিলাম। যখন খ্যাতি এবং ক্ষমতা হাতে আসে, তখন কিছু লোক মনে করে যে, অন্যরা শুধুমাত্র কোনও উদ্দেশ্যে তাদের কাছে পৌঁছতে চাইছে।’
কোহলি এবং গম্ভীর কী ভাবে ভারতীয় ক্রিকেট দলে একসঙ্গে কাজ করবেন, সেটা দেখাটা আকর্ষণীয় হবে। কোহলি তাঁর আন্তর্জাতিক টি২০ কেরিয়ার থেকে অবসর নিয়েছেন। কিন্তু ওয়ানডে এবং টেস্ট খেলা তিনি আপাতত চালিয়ে যাবেন বলেই আশা করা হচ্ছে।