আইপিএলের ফাইনালে চলে গেছে কলকাতা নাইট রাইডার্স। এবারের প্রথম দল হিসেবে ফাইনালে প্রবেশ করেছে তাঁরা। এবার সামনে কারা, সেটা জানা যাবে শুক্রবার কোয়ালিফায়ার টু-এর পরেই। যদিও নাইট শিবির বেশ খোশ মেজাজেই রয়েছেন। ফিল সল্ট চলে গেলেও প্রথম ম্যাচে নেমেই নিজেকে উজার করে দেওয়ার চেষ্টা করেছেন রহমানুল্লাহ গুরবাজ,বড় রান না করলেও শুরুটা ভালোই করেছিলেন এই ব্যাটার। সুনীল নারিনও দুরন্ত ছন্দে রয়েছেন, সামনে আর একটা ম্যাচ, জিততে পারলেই প্রথমবার ট্রফি জয়ের স্বাদ পাবেন অধিনায়ক শ্রেয়স আইয়ার, আন্দ্রে রাসেল, বেঙ্কটেশ আইয়ার, গুরবাজের মতো অনেক ক্রিকেটার। কারণ এর আগে নাইট রাইডার্সের হয়ে নারিন আইপিএল জিতলেও এই দলে সেই সময়ের ক্রিকেটার তেমন আর নেই। এরই মধ্যে নাইট রাইডার্সের দুই দীর্ঘদিনের ক্রিকেটার আন্দ্রে রাসেল এবং সুনীল নারিন জানালেন এবারের আইপিএলে তাঁদের ড্রেসিং রুমের বিভিন্ন তথ্য।
আরও পড়ুন-মান-অভিমানপর্ব শেষ, অবশেষে বাংলায় ফিরছেন সুদীপ চট্টোপাধ্য়ায়
কলকাতা নাইট রাইডার্সের পক্ষ থেকে এক ভিডিয়ো প্রকাশ করা হয়েছে, যেখানে নারিন এবং রাসেল জানালেন তাঁদের পছন্দ, অপন্দ এবং দলের ড্রেসিং রুমের বিভিন্ন খুঁটিনাটি। সেখানে রাসেল এবং সুনীলকে প্রশ্ন করা হয়, তাঁদের প্রিয় বন্ধু কে? দুই ক্রিকেটারই সঙ্গে সঙ্গে একে অপরের নাম নেন। কলকাতা নাইট রাইডার্সের দেওয়া সেই ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে।
আরও পড়ুন-শুক্রবারই মিলবে সুনীলের শেষ ম্যাচের টিকিট, কালোবাজারি রুখতেই অভিনব টোটকা IFA-র
এরপর রাসেলকে প্রশ্ন করা হয় দলের মধ্যে সব থেকে কুঁড়ে কে? তিনি বলতে যাচ্ছিলেন, তখনই নারিন বলেন, ‘ হয়ত আমি’। এরপর প্রশ্ন করা হয় রাসেলকে, মাঠের মধ্যে সব থেকে স্লেজিং কে করেন? এক্ষেত্রে সটান রাসেল জানিয়ে দেন এই কাজে সবার আগেই রয়েছেন সুনীলের ওপেনিং পার্টনার ফিল সল্ট। দলের সবচেয়ে মজাদার ক্রিকেটারের নাম জানতে চাইতেই, সুনীল এবং রাসেল একসঙ্গে বলেন রিঙ্কু সিংয়ের নাম।
দলের মধ্যে সবথেকে খারাপ নাচে কে? এই প্রশ্নে রাসেলের জবাব, বেঙ্কটেশ আইয়ার। দলের মধ্যে সব থেকে বেশি শো অফ অর্থাৎ লোকের সামনে নিজেকে একটু স্টাইলিশভাবে মেলে ধরতে কে পছন্দ করেন? এই উত্তরে রাসেল প্রথমে নিজেকেই রাখেন, দ্বিতীয় স্থানে রাখেন শ্রেয়স আইয়ারকে, সুনীলের কথাও বলেন। তবে তা শুনেই নারিন দেন অসাধারণ উত্তর। বাঁহাতি ব্যাটার বলেন, ‘ আমি চেষ্টা করি শো অফটা মাঠেই ক্রিকেটের মধ্যে দিয়ে দেখানোর’।
আরও পড়ুন-ভিডিয়ো- কার্তিকের প্লাম্ব এলবি DRS-এ হল নট আউট, ধিক্কার গাভাসকর, পিটারসেন, ভনদের
দলের মধ্যে প্র্যাঙ্কস্টার অর্থাৎ মজা করে সবচেয়ে বেশি কে? নারিন এবং রাসেল এক কথায় জানিয়ে দেন, এক্ষেত্রে বেঙ্কটেশ আইয়ার সবার ওপরে রয়েছেন। সবথেকে খারাপ হেয়ারস্টাইল নিয়ে রাসেল দেন মজাদার জবাব, ' দলে সবথেকে খারাপ হেয়ারস্টাইল সুয়াশ শর্মার, আমি জানিনা কে ওর চুল কাটে, বোধহয় দর্জিকে দিয়ে চুল কাটায় সুয়াশ'। এরপর দুই শব্দে কেকেআরকে ব্যাখ্যা করতে বলতেই সুনীল নারিন কেকেআরকে নিয়ে বলেন ফ্যামিলি এবং লাভ। রাসেলও দুই শব্দে জবাব দেন আমেজিং এবং ইনক্রেডিবল। এরপর দুজনে একসঙ্গেই বাংলায় বলেন, ‘ কেকেআর, আমি তোমাকে ভালোবাসি’।