মাত্র কয়েকদিন আগের ঘটনা। কলকাতা নাইট রাইডার্সের চিফ কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের কোচিং পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন নামিবিয়ার ক্রিকেটার ডেভিড উইসে। তিনি দাবি করেছিলেন অনেকটা মিলিটারি কায়দায় দলকে চালানোর চেষ্টা করেন কলকাতা নাইট রাইডার্সের হেড কোচ। এরপরই পণ্ডিতের বিভিন্ন এমন দৃষ্টান্ত সামনে আসতে থাকে। পঞ্জাব কিংসকে জেতানোর পর আশুতোষ শর্মা মুখ খোলেন মধ্য প্রদেশের প্রাক্তন কোচ চন্দ্রকান্ত পণ্ডিতকে নিয়ে। যোগ্যতা থাকা সত্বেও তাঁকে সুযোগ দেওয়া হতো না বলে দাবি করেন আশুতোষ। এরপর সামনে আসে বরুণ চক্রবর্তীকে দেওয়া কোচ পণ্ডিতের শাস্তির কথা, যেখানে শোনা যায় নিয়মভঙ্গ করায় কেকেআর ক্রিকেটারের জামা নাকি ছিঁড়ে দিয়েছিলেন চিফ কোচ । দলের কোচের লাগাতার সমালোচনার মুখে পড়ে এবার আসরে নামল কেকেআর। পণ্ডিতের সমর্থনে একটি পোস্ট করা হল নাইট রাইডার্সের এক্স হ্যান্ডেলে। সেখানে কোচের পাশে দাঁড়িয়ে ক্যারিবিয়ান ক্রিকেটের আন্দ্রে রাসেল স্পষ্টতই বলছেন, পেশাদার ক্রিকেটারদের সব কোচের সঙ্গেই মানিয়ে নিয়ে খেলতে হয়।
কলকাতা নাইট রাইডার্স দলের সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে চন্দ্রকান্ত পণ্ডিতের প্রশংসা শোনা গেল আন্দ্রে রাসেলের গলায়। ক্রিকেটারের একটি উক্তি শেয়ার করেছে নাইট রাইডার্সের এক্স হ্যান্ডেল, সেখানে রাসেল বলেছেন,' যখন কোন কোচের সঙ্গে প্রথমবার কাজ করতে হয়, তখন প্রথম জরুরি কাজ হল কোচের চিন্তা ভাবনার সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়া। আমার মনে হয় এই নিয়ে একটি নিয়ম থাকা উচিত যা প্রত্যেক ক্রিকেটারকেই মেনে চলা উচিত। আমরা প্রত্যেকেই পেশাদার ক্রিকেটার তাই কোনও বিষয় নিয়ে অভিযোগ করা উচিত না। চন্দ্রকান্ত স্যার অসাধারণ কাজ করছেন।গত বছর থেকেই আমার আত্মবিশ্বাস বাড়াতে প্রতিনিয়ত সাহায্য করে যাচ্ছেন। আমরা যাই করছি আমাদের ফ্র্যাঞ্চাইজির ভালোর জন্যই করছি'।
কলকাতা নাইট রাইডার্সের হয়ে কদিন আগেই বিরল নজির গড়েছেন আন্দ্রে রাসেল। প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএলে নাইট রাইডার্সের হয়ে ২০০তম ছক্কা হাকিয়েছেন। এই মুহূর্তে কলকাতা নাইট রাইডার্স দল বেশ ছন্দে রয়েছে । আইপিএলে প্রথম তিন ম্যাচ জিতে লিগ টপার তারাই। ফলে এই সময় যদি দলের মধ্যে বিতর্ক থাকে, তার প্রভাব পড়বে দলের পারফরম্যান্সে। সেই কারণেই চন্দ্রকান্ত পণ্ডিতের পাশে দাঁড়িয়ে দলের বাকিদের বার্তা দিতে চাইলেন আন্দ্রে রাসেল । গত বছর আইপিএলে কোচ চন্দ্রকান্ত পন্ডিতের তত্ত্বাবধানে মাত্র ৬টি ম্যাচ জিতেছিল কলকাতা নাইট রাইডার্স। ফলে প্লে অফে যাওয়া হয়নি তাদের। ২০২৩ সালে আইপিএলে রাসেল নিজেও ফর্মের ধারে কাছে ছিলেন না। সেদিক থেকে এবারে চিত্রটা অনেকটাই আলাদা ।গৌতম গম্ভীর দলের সঙ্গে যোগ দেওয়ায় একদিকে যেমন ক্রিকেটারদের টেকনিক আরো উন্নতি করছেন তেমনই কাজে লাগছে তার স্ট্র্যাটেজি। এবারে ৩টি ম্যাচে রাসেল করে ফেলেছেন ১০৫ রান, তাও ২৩৮ স্ট্রাইক রেটে। প্রাক্তন ক্রিকেটারের অভিযোগের প্রভাব যাতে চন্দ্রকান্ত পণ্ডিতের উপর না পড়ে, সেই কারণেই তার পাশে থাকার জন্য নাইট রাইডার্সের তরফে এমন পোস্ট বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা