ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ নিয়ে বেশ চটেছেন আন্দ্রে রাসেল। তবে কী কারণে তিনি রেগে গিয়েছেন? নিজের সোশ্যাল মিডিয়াতে একটি বার্তা দিয়ে চটে যাওয়ার কথা জানিয়েছেন আন্দ্রে রাসেল। আসলে খারাপ ফ্লাডলাইটের কারণে তাঁর দলকে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের এলিমিনেটরে হেরে যেতে হয়েছিল। সেই বিষয় নিয়েই এবার মুখ খুললেন আন্দ্রে রাসেল।
চলুন পুরো বিষয়টি জেনে নেওয়া যাক-
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের এলিমিনেটর ম্যাচের সময় এমন কিছু ঘটেছিল যা ক্রিকেটে খুব কমই দেখা যায়। সেই সময়ে ত্রিনবাগো নাইট রাইডার্স এবং বার্বাডোজ রয়্যালসের মধ্যে খেলা চলাকালীন, স্টেডিয়ামের ফ্লাডলাইট নষ্ট হয়ে যায় এবং এই কারণে প্রায় দুই ঘণ্টা ম্যাচ বন্ধ থাকে। ত্রুটিপূর্ণ ফ্লাডলাইটের কারণে ত্রিনবাগো দলকে পরাজয়ের মুখে পড়তে হয়েছে এবং এতে আন্দ্রে রাসেল খুব রেগে যান। ম্যাচের পরে আয়োজকদের এক হাত নিয়েছেন আন্দ্রে রাসেল।
আরও পড়ুন… শাকিবকে ব্যাঙ্কের হিসাব দিতে বলা হল! দেশে না ফিরে যুক্তরাষ্ট্রে চলে গেলেন তারকা অলরাউন্ডার
সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন আন্দ্রে রাসেল
ম্যাচ শুরুর কাট অফ টাইম ছিল রাত ১০.৫২ মিনিটে কিন্তু ম্যাচ শুরু হয় প্রায় ১ টায়। এই ম্যাচটি যদি বাতিল ঘোষণা করা হত, তাহলে ত্রিনবাগো নাইট রাইডার্স দল দ্বিতীয় কোয়ালিফায়ারে উঠতে পারত। যাইহোক, এটি ঘটেনি এবং ওভার কমিয়ে দেওয়া হয়েছিল। যা বার্বাডোসকে উপকৃত করেছিল। এই নিয়ম দেখে অবাক হয়েছিলেন ত্রিনবাগো নাইট রাইডার্সের অভিজ্ঞ আন্দ্রে রাসেল।
আরও পড়ুন… কোহলি ও শাস্ত্রীর জন্যই টেস্টে নতুন জীবন পেয়েছিলেন রোহিত- বড় রহস্য ফাঁস করলেন হিটম্যান
এই ঘটনাকে সকলের সামনে আনার জন্য তিনি সোশ্যাল মিডিয়াকে বেছ নেনে। সোশ্যাল মিডিয়ায় আন্দ্রে রাসেল বলেন, ‘আমি সেই ব্যক্তি নই যে ইন্টারনেটে এসে আমার আওয়াজ তুলে থাকি, তবে এই বছর সিপিএলে মনে হচ্ছে আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। আলোর অবস্থা বেশ হাস্যকর ছিল। টি-টাইমের আগে লাইট জ্বলে ওঠে, যা ছিল সম্পূর্ণ হাস্যকর এবং তার পর ৩০ বলে ৬০ রানের টার্গেট ছিল সবচেয়ে বিতর্কিত। হ্যাঁ, আন্দ্রে রাসেল একেবারে সঠিক ছিল, এটি একেবারেই অযৌক্তিক ছিল।’
আরও পড়ুন… Irani Cup 2024: মুম্বইয়ের হয়ে দ্বিশতরান! সচিন-গাভাসকর যা করতে পারেননি সেটাই করলেন সরফরাজ খান
ম্য়াচের ফল কী হয়েছিল-
আসলে প্রথমে ব্যাট করছিল ত্রিনবাগো নাইট রাইডার্স দল। নিকোলাস পুরান ৬০ বলে অপরাজিত ৯১ রানের ইনিংস খেলে ১৯.১ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৬৮ রান করেছে ত্রিনবাগো নাইট রাইডার্স। এদিকে স্টেডিয়ামের ফ্লাডলাইট নিভে যাওয়ায় ম্যাচ বন্ধ রাখতে হয়। প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকে ম্যাচ। ম্যাচ পুনরায় শুরু হলে বার্বাডোজ রয়্যালসকে ৫ ওভারে ৬১ রানের টার্গেট দেওয়া হয়। এরপর ডেভিড মিলার ১৭ বলে ৩টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ৫০ রান করে দলকে লক্ষ্যে নিয়ে যান এবং ত্রিনবাগোকে হারের মুখে পড়তে হয়।