ভারতীয় ক্রিকেট দলে ভয়ঙ্কর দুর্ঘটনার পর দুরন্ত প্রত্যাবর্তন করেছেন ঋষভ পন্ত, আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে নিজেকে প্রমাণ করার পর ভারতীয় দলের জার্সিতে কয়েক মাস আগেই টি২০ বিশ্বকাপ জিতেছেন পন্ত। দলের ভালো পারফরমেন্সের পিছনে কয়েকটা ম্যাচে তাঁরও অবদান ছিল। এবার প্রকাশ্যে এল আরও এক তারকা ক্রিকেটারের এমন ভয়ঙ্কর দুর্ঘটনার খবর। কাকতালীয়ভাবেই ঋষভ পন্তের হওয়া ভয়ঙ্কর দুর্ঘটনার সময়ই গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার অ্যান্ড্রিউ ফ্লিনটফ।
এক সময় প্রতিপক্ষ বোলার এবং ব্যাটারদের কাছে ত্রাস ছিলেন এই অলরাউন্ডার,কিন্তু টপ গিয়ার অনুষ্ঠানের শ্যুটিংয়ের সময় গাড়ি দুর্ঘটনার পর প্রতি মূহূর্তেই তাঁকে তাড়া করে বেড়িয়েছে সেদিনের আতঙ্ক। ভয়ে বাড়ি থেকেই বেরোননি বহুদিন। পরিস্থিতি এতটাই সংশয়ের ছিল যে বিবিসি আর্থাৎ টপ গিয়ারের সম্প্রচারকারী সংস্থাকে বাধ্য হয়ে তাঁদের অনুষ্ঠান স্থগিত করে দিতে হয়েছিল। সেই সময়ের কয়েকটি ছবি প্রকাশ্যে এসেছে ইংল্যান্ডের এই তারকার, যা দেখে চোখে জল চলে আসতে বাধ্য তাঁর ভক্তদের।
আরও পড়ুন-অস্ট্রেলিয়ার মাটিতে দরকার গতি! তাই আড়ালে থেকেই নিজেকে তৈরি করছেন কাশ্মীরি পেসার!
৪৬ বছর বয়সী এই ইংরেজ তারকা সম্প্রতি নিজের দুর্ঘটনার পর হওয়া কঠিন লড়াইয়ের কথাই জানিয়েছেন ‘ফ্রেডি ফ্লিনটফ, ফিল্ড অফ ড্রিম’ নামক বিবিসির এক সিরিজে। সেখানেই তিনি তুলে ধরেছেন কীভাবে দুর্ঘটনার স্মৃতি তাঁকে এখনও প্রতিনিয়ত তাড়া করে বেড়ায়। বিষয়টি থেকে যে তিনি এখনও সম্পূর্ণ বেড়িয়ে উঠতে পারেননি সেটা স্পষ্ট তাঁর কথা থেকেই।
আরও পড়ুন-অবসর নিলেন কেন উইলিয়ামসনের প্রাক্তন সতীর্থ! ক্রিকেট নয়, আপাতত মন দেবেন ব্যবসায়…
অ্যান্ড্রিউ ফ্লিনটফ বলছেন, ‘আমার ওপর থেকে যা গেছে, তারপর তো আমার এখানে থাকারই কথা নয়। আমি কারোর সমবেদনা চাইনা কিংবা নিজের জন্য দুঃখ পেতেও চাই না। কারণ এখনও ওই ঘটনার কথা মনে পড়লে আমার, এখনও আমি আতঙ্কে ভুগি সেই নিয়ে। খুব কঠিন এই বিষয়গুলো মেনে নেওয়া। প্রত্যেক মূহূর্তে যেন কান্না পেয়ে যায় সেই সময়ের কথা মনে পড়লে। মনে হয় যেন কেউ সাহায্য করলে ভালো হয়। ’।
আরও পড়ুন-ডোপিং তো করিনি,প্রযুক্তিগত ভুলের শাস্তি আমায় কেন! নির্বাসনের পর প্রশ্ন প্রমোদের…
ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটারের ভিডিয়ো সামনে এসেছে। যেখানে দেখা যাচ্ছে, চোখে, গালে, নাকে ভয়ঙ্কর চোট রয়েছে তাঁর, কার্যত মুখ বয়বই বদলে গেছে। ভেঙে ছিল একাধিক হাড়ও। এই নিয়েই ফ্লিন্টফ আরও বলছেন, ‘আমার মনে হয় আমি যেন দ্বিতীয় একটা সুযোগ পেয়েছি। আমাকে এটা ভেবেই ইতিবাচক থাকতে হয়। প্রত্যেকের জীবনেই কঠিন সময় আসে। তবে আমি এবার আবেগ প্রবণ হয়ে পড়ছি, মনে হচ্ছে এবার আমায় চোখে সানগ্লাস পড়ে নিতে হবে ’।