বাংলা নিউজ > ক্রিকেট > 5 Runs In 1 Ball: বাউন্ডারি নয়, ওভার-থ্রোয়েও নয়, ১ বলে দৌড়ে ৫ রান ম্যাকব্রায়ানের, ২৮ বছর পরে ফের ঘটল আজব ঘটনা- ভিডিয়ো

5 Runs In 1 Ball: বাউন্ডারি নয়, ওভার-থ্রোয়েও নয়, ১ বলে দৌড়ে ৫ রান ম্যাকব্রায়ানের, ২৮ বছর পরে ফের ঘটল আজব ঘটনা- ভিডিয়ো

১ বলে দৌড়ে ৫ রান ম্যাকব্রায়ানের। ছবি- টুইটার।

Ireland vs Zimbabwe Only Test: জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজের একমাত্র টেস্টে হারতে হারতে জয় তুলে নেয় আয়ারল্যান্ড।

নো-বলে বাউন্ডারি নয়, ওভার-থ্রোও হয়নি। তা সত্ত্বেও এক বলে উঠল ৫ রান। দুই ব্যাটার পাঁচবার প্রান্তবদল করেন এক বলে। অর্থাৎ, শট খেলার পরে দৌড়ে পাঁচ রান নিয়ে নেন ব্যাটার। এমনই অবাক করা ঘটনা ঘটল আয়ারল্যান্ড বনাম জিম্বাবোয়ে সিরিজের একমাত্র টেস্টে।

বেলফাস্টে আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজের একমাত্র টেস্টে মাঠে নামে জিম্বাবোয়ে। এই ম্যাচের চতুর্থ দিনে ঘটে এমন আজব ঘটনা। রিচার্ড এনগারাভার বলে কভার ড্রাইভ মারেন আয়ারল্যান্ডের বাঁ-হাতি ব্যাটার অ্যান্ডি ম্যাকব্রায়ান। বল বাউন্ডারি লাইনের দিকে গড়িয়ে যায়। বলের পিছনে ধাওয়া করেন ফিল্ডার টেন্ডাই চাতারা।

বাউন্ডারি লাইনের ঠিক আগে চাতারা বলের নাগালে পৌঁছে যান। তিনি নিজের পিছন দিকে বল ঠেলে দিয়েই বাউন্ডারি লাইনের বাইরে চলে যান। শরীরের ভারসাম্য বজায় রাখতে ফিল্ডারকে লাফিয়ে টপকে যেতে হয় বাউন্ডারির বাইরে রাখে বিজ্ঞাপনের বোর্ডকেও। চাতারা পুনরায় মাঠে ঢুকে যখন বল ধরেন, ততক্ষণে ম্যাকব্রায়ান ও তাঁর সতীর্থ লরকান টাকার পাঁচবার প্রান্ত বদল করে নেন।

চাতারা যদি বল আটকাতে না পারতেন, তাহলে সেই বলে বাউন্ডারি থেকে চার রান পেয়ে যেতেন ম্যাকব্রায়ান। তবে চাতারা একে তো কষ্ট করে বল আটকান। তার উপর আয়ারল্যান্ড সেই বলে সংগ্রহ করে ৫ রান। অর্থাৎ, ভালো ফিল্ডিং করেও রান বাঁচানোর বদলে বাড়তি এক রান খরচ করে বসেন চাতারা।

আরও পড়ুন:- Rishabh Pant's Helicopter Shot: চোখ ধাঁধানো হেলিকপ্টার শটে গুরু ধোনিকেও ছাপিয়ে গেলেন ঋষভ পন্ত- ভিডিয়ো

অবশ্য ওভার-থ্রো ছাড়া এক বলে দৌড়ে ৫ রান নেওয়া টেস্টের ইতিহাসে এই প্রথম নয়। ১৯৯৬ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে অস্ট্রেলিয়ার ক্রেগ ম্যাকডারমট এমন কাণ্ড ঘটিয়েছিলেন। সুতরাং, ২৮ বছর পরে ফের দেখা গেল এমন ছবি।

আয়ারল্যান্ড বনাম জিম্বাবোয়ে টেস্টের ফলাফল

আয়ারল্যান্ড এই ম্যাচ হারতে হারতে জিতে যায়। শুরুতে ব্যাট করে জিম্বাবোয়ে তাদের প্রথম ইনিংসে ২১০ রান তোলে। পালটা ব্যাট করতে নেমে আয়ারল্যান্ড তাদের প্রথম ইনিংসে তোলে ২৫০ রান। ৪০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে জিম্বাবোয়ে। তারা দ্বিতীয় ইনিংসে অল-আউট হয় ১৯৭ রানে।

আরও পড়ুন:- Kamindu Mendis Bowls With Both Hands: সব্যসাচী বোলার! পন্তকে ডানহাতে ও সূর্যকে বাঁ-হাতে বল করে চমকে দিলেন কামিন্দু

জয়ের জন্য শেষ ইনিংসে আয়ারল্যান্ডের দরকার ছিল ১৫৮ রান। তবে আইরিশরা শেষ ইনিংসে একসময় ২১ রানে ৫ উইকেট হারিয়ে বসে। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে আয়ারল্যান্ড শেষমেশ ৬ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১৫৮ রান সংগ্রহ করে নেয়। ৪ উইকেটে ম্যাচ জেতে আয়ারল্যান্ড।

আরও পড়ুন:- Clive Madande's Unwanted Record: ১৪৭ বছরে এই প্রথম, অভিষেক টেস্টে ব্রিটিশ তারকার বিশ্বরেকর্ড ভেঙে হতাশায় ডুবলেন মাদান্দে

প্রথম ইনিংসে ২৮ ও দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৫৫ রান করেন অ্যান্ডি ম্যাকব্রায়ান। সেই সঙ্গে তিনি প্রথম ইনিংসে ৩৭ রানে ৩টি ও দ্বিতীয় ইনিংসে ৩৮ রানে ৪টি উইকেট দখল করেন। এমন অল-রাউন্ড পারফর্ম্যান্সের সুবাদে ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন ম্যাকব্রায়ান।

ক্রিকেট খবর

Latest News

'পছন্দ হল?' হংকংয়ে পুরুষ নার্সের গোপনাঙ্গ ছোঁয়ার চেষ্টার অভিযোগ সন্দীপের নামে DPL T20 চ্যাম্পিয়ন ইস্ট দিল্লি রাইডার্স!রুদ্ধশ্বাস ফাইনালে দঃ দিল্লি হারল ৩ রানে প্রথম অভিযোগ এনেছিলেন তিনিই, অরিন্দম সাসপেন্ড হতেই রূপাঞ্জনা বললেন, ‘দরকারে…’ ‘‌গোটা দেশ এই ঘটনায় উদ্বিগ্ন’‌, আরজি কর হাসপাতাল কাণ্ডে মুখ খুললেন মোহন ভাগবত ছুটে আসছে ট্রেন, রেল লাইনে রাখা গ্যাস সিলিন্ডার! পরিকল্পনা করে ‘দুর্ঘটনার ছক’ আজ জিতলেই ম্যানোলোর কোচিংয়ে প্রথম Intercontinental Cup জিতবে ভারত, সামনে সিরিয়া… ৫১টি স্কুলের প্রাক্তনীরা আরজি করের বিচারের দাবিতে গেলেন গড়িয়াহাট থেকে রাসবিহারী 'মেয়ে বাড়ি ফিরুক, চান তো?', ‘প্রশ্নফাঁস’ নিয়ে বলায় MBBS কলেজের অধ্যক্ষকে হুমকি নেশনস লিগে বড় জয় স্পেনের! জিতল ক্রোয়েশিয়াও! আজ মাঠে নামছে দুই বিশ্বচ্যাম্পিয়ন… ‘‌মমতা বন্দ্যোপাধ্যায়কেও গ্রেফতার করুন’‌, ইডিকে চিঠি লিখে দাবি বিজেপি সাংসদের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.