চার দলের প্রতিটি গ্রুপ থেকে ৩টি করে দল সুপার সিক্স রাউন্ডের টিকিট হাতে পাবে। সুতরাং, বাংলাদেশের চলতি মহিলা অনূর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপের পরের রাউন্ডে যাওয়া নিয়ে খুব বেশি সংশয় ছিল না। তবে বুধবার স্কটল্যান্ডের বিরুদ্ধে উত্তেজক জয়ের সুবাদে গ্রুপ রানার্স হিসেবে সুপার সিক্স রাউন্ডে প্রবেশ করা নিশ্চিত করে ফেলে বাংলাদেশ।
বুধবার বাঙ্গিতে বিশ্বকাপের ডি-গ্রুপের ম্যাচে সম্মুখসমকে নামে বাংলাদেশ ও স্কটল্যান্ড। বাংলাদেশ তাদের লিগের ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হারলেও নেপালকে হারিয়েছে। স্কটল্যান্ডও অস্ট্রেলিয়ার কাছে হারলেও নেপালের বিরুদ্ধে জয় পেয়েছে। সুতরাং, বাংলাদেশ বনাম স্কটল্যান্ড ম্যাচে যারা জিতত, লিগ টেবিলের দ্বিতীয় স্থান নিশ্চিত তাদের।
বাংলাদেশের বিরুদ্ধে গ্রুপ লিগের শেষ ম্যাচে টস জেতে স্কটল্যান্ড। তারা শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। শুরুতে ব্যাট করতে নেমে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১২০ রান সংগ্রহ করে। সাত নম্বরে ব্যাট করতে নেমে দলের হয়ে সব থেকে ২৮ বেশি রান সংগ্রহ করেন ক্যাপ্টেন সুমাইয়া আক্তার। ৩৬ বলের অপরাজিত ইনিংসে তিনি ২টি চার মারেন।
এছাড়া ১৯ বলে ২১ রান করেন আফিয়া অসীমা। তিনি ১টি চার ও ১টি ছক্কা মারেন। ৩২ বলে ২০ রান করেন জুয়াইরিয়া ফিরদৌস। তিনিও ১টি চার ও ১টি ছক্কা মারেন। ফাহমিদা চোয়া ১৪, সাদিয়া ইসলাম ৬, জান্নাতুল ১, হাবিবা ইসলাম ৮ ও নিশিতা আক্তার ১ রানের যোগদান রাখেন। স্কটল্যান্ডের হয়ে ৪ ওভারে ১৫ রান খরচ করে ২টি উইকেট নেন নাইমা শেখ। ৩ ওভারে ২৭ রান খরচ করে ২টি উইকেট নেন মাইসি মাসেইরা।
পালটা ব্যাট করতে নেমে স্কটল্যান্ড নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১০৩ রানে আটকে যায়। ১৭ রানের সংক্ষিপ্ত ব্যবধানে ম্যাচ জেতে বাংলাদেশ। সেই সুবাদে পরের রাউন্ডে প্রবেশ করে তারা। উইকেটকিপার পিপ্পা দলের হয়ে সব থেকে বেশি ৪৩ রান করেন। ৪১ বলের ইনিংসে তিনি ৪টি চার ও ১টি ছক্কা মারেন। ৩২ বলে ২২ রান করেন ক্যাপ্টেন মুইর। তিনি ২টি ছক্কা মারেন।
বাংলাদেশের হয়ে ৪ ওভার বল করে ১টি মেডেন-সহ ২৫ রানের বিনিময়ে ৪টি উইকেট নেন আনিসা আক্তার। ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন তিনিই। এছাড়া ১টি করে উইকেট নেন নিশিতা আক্তার ও হাবিবা ইসলাম।