বাংলা নিউজ > ক্রিকেট > Duleep Trophy: ফের দলীপ ট্রফিতে শতরান বাংলার অভিমন্যুর, চাপ বাড়ালেন নির্বাচকদের

Duleep Trophy: ফের দলীপ ট্রফিতে শতরান বাংলার অভিমন্যুর, চাপ বাড়ালেন নির্বাচকদের

শতরান করে চমক বাংলার অভিমন্যু ঈশ্বরণের। (ছবি-ফেসবুক)

দলীপ ট্রফির পর পর দুই ম্যাচে শতরান করে চমক বাংলার অভিমন্যু ঈশ্বরণের। জাতীয় দলে নিজের জায়গা করে নেওয়ার জন্য চাপ বাড়ালেন নির্বাচকদের উপর। ভারত বি দলের হয়ে প্রতিনিধিত্ব করা ঈশ্বরণ এদিন ১৭০ বলে ১১৬ রানের অনবদ্য ইনিংস খেললেন। 

ফের দলীপ ট্রফিতে দুরন্ত শতরান করলেন অভিমন্যু ঈশ্বরণ। গতকাল থেকে শুরু হয়েছে ভারত ডি বনাম ভারত বি দলের ম্যাচ। প্রথমে ব্যাট করে ৩৪৯ রান তোলে ভারত ডি। জবাবে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে বিপাকে ভারত বি। তবে গত ম্যাচের পর এদিনও ব্যাট হাতে নজর কাড়লেন অভিমন্যু ঈশ্বরণ। উল্টো দিক থেকে যখন রান করতে ব্যর্থ হচ্ছে ভারত বি দলের ব্যাটসম্যানরা তখন একাই দায়িত্ব নিয়ে দলকে রক্ষা করলেন তিনি। এদিন ১৭০ বলে ১১৬ রানের ইনিংস খেললেন অভিমন্যু। যদিও শেষে আউট হয়ে যান তিনি। দিনের শেষে ভারত বি ৬ উইকেট হারিয়ে ২১০ রান তোলে। পরপর দুই ম্যাচে শতরানের কারণে অভিমন্যু চলতি দলীপ ট্রফির সর্বাধিক রানের মালিক।  

এর আগের ম্যাচে ভারত সি দলের বিরুদ্ধেও শতরান করেছিলেন অভিমন্যু ঈশ্বরণ। সেই ম্যাচেও দলকে একাই হারের হাত থেকে বাঁচান তিনি। সেদিনের ম্যাচে প্রথমে ব্যাট করে বিশাল ৫২৫ রান তোলে ভারত সি। বোলারদের পাশাপাশি ব্যর্থ হন ভারত বি দলের ব্যাটসম্যানরাও। রান তাড়া করতে নেমে একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে যায় তারা। ওইদিনের ম্যাচে ২৮৬ বলে ১৫৭ রান করে নটআউট ছিলেন অভিমন্যু। তাঁর ইনিংসের উপর নির্ভর করেই ম্যাচটি ড্র করতে সক্ষম হয় ভারত বি। সেই দিন অভিমন্যু যেখানে খেলা শেষ করেছিলেন ভারত ডি-এর বিরুদ্ধে যেন সেখান থেকেই শুরু করলেন। ফের একবার দলকে ব্যাটিংয়ে নেতৃত্ব দিলেন একাই।  

অভিমন্যু বাংলার হয়ে রঞ্জি ট্রফি খেলেন। তবে তাঁর জন্ম উত্তরাখণ্ডের দেরাদুনে। ইতিমধ্যেই তিনি ৯৬-টির কাছাকাছি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। সংগ্রহ করেছেন মোট ৭১৮০ রান।  গড় ৪৮.১৮। এদিনের সেঞ্চুরির পর তাঁর ঝুলিতে মোট ২৫টি শতরান রয়েছে। পাশাপাশি ২৯টি অর্ধশতরানও করেছেন তিনি। এহেন পারফরম্যান্সের পর তিনি জাতীয় দলের নির্বাচকদের নজরে থাকবেন তা বলার থাকে না। উল্লেখ্য, ভারতের সামনে বিশাল ক্রীড়াসূচি রয়েছে আগামী কয়েক মাসের জন্য। তার আগে ঘরোয়া এই ক্রিকেট টুর্নামেন্টের দিকে নজর রয়েছে নির্বাচকদের। ইতিমধ্যেই দলীপ ট্রফিতে ভালো পারফরম্যান্সের পর বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট দলে জায়গা করে নিয়েছেন আকাশদীপের মতো তরুণ ক্রিকেটাররা। এবার পরবর্তীতে অভিমন্যু জাতীয় দলে নিজের জায়গা করে নিতে পারেন কি না সেটাই দেখার। 

Haryana and JNK Election Haryana and JNK Election
ক্রিকেট খবর

Latest News

এবছর কত ক্ষণ থাকছে অষ্টমী তিথি? মহাষ্টমীর অঞ্জলি হবে কখন? জেনে নিন সঠিক সময় সপ্তমীর দুপুরে পথ দুর্ঘটনা, মৃত্যু শম্ভুনাথ পন্ডিতের চিকিৎসকের স্ত্রী-মেয়ের মহাসপ্তমীতে ফুলপাতি উৎসব শিলিগুড়িতে, দেখুন দারুণ সব মুহূর্ত 'ক্যাপ্টেন, এটা আপনার সিংহাসন...!' তরুণী পাইলটকে কেন একথা বলেছিলেন রতন টাটা? রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় রতন টাটাকে, শেষকৃত্যে হাজির অমিত শাহ-একনাথ শিন্ডেরা আসিয়ান দেশগুলির সঙ্গে ভারতের সম্পর্ক আরও দৃঢ় করতে মোদীর ১০ দাওয়াই 'সবসময় সবাইকে সাহায্য করেছেন', লাইভ শো-তে রতন টাটাকে শ্রদ্ধার্ঘ্য দিলজিতের দিল্লির বায়ুদূষণ ঠেকাতে ‘‌ক্লাউড সিডিং’‌ প্রয়োজন, দিল্লির সরকারের চিঠি কেন্দ্রকে ইস্টবেঙ্গল-মহমেডানের পয়েন্ট কাটাকাটি! অথচ বৈঠকে ডাকা হল DHFCকে! আজব কাণ্ড IFAতে… কোমরে বাংলায় লেখা বেল্ট, হাতে দুর্গার এমব্রয়ডারি! সপ্তমীতে নজর কাড়লেন শ্রেয়া

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.