বিজয় হাজারে ট্রফির হাই-ভোল্টেজ ম্যাচে পান্ডিয়া ভাইদের বরোদাকে হেলায় হারাল বাংলা। সৌজন্যে বোলারদের ধারাবাকিহতা ও ব্যাট হাতে অভিজ্ঞ অনুষ্টুপ মজুমদারের দুরন্ত লড়াই। জয় এল বটে, তবে আক্ষেপ রয়ে গেল একটাই। দলের জয় নিশ্চিত হয়ে যাওয়ায় ব্যক্তিগত শতরান পূর্ণ করা হল না অনুষ্টুপের। তাঁকে দাঁড়িয়ে যেতে হয় সেঞ্চুরির এক্কেবারে দোরগোড়ায়।
শনিবার হায়দরাবাদে বিজয় হাজারে ট্রফির ই-গ্রুপের ম্যাচে সম্মুখসমরে নামে বাংলা ও বরোদা। টস জিতে বাংলা দলনায়ক সুদীপ ঘরামি শুরুতে ব্যাট করতে পাঠান প্রকিপক্ষ দলকে। বরোদা শুরুতে ব্যাট করে ৪৮.৫ ওভারে ২২৮ রানে অল-আউট হয়ে যায়। সেঞ্চুরি হাতছাড়া করেন ওপেনার শাশ্বত রাওয়াত। ব্যাট হাতে ব্যর্থ হন হার্দিক পান্ডিয়া ও ক্রুণাল পান্ডিয়া।
শাশ্বত ১১১ বলে ৯৫ রান করে আউট হন। তিনি ১০টি চার ও ২টি ছক্কা মারেন। অপর ওপেনার নিনাদ রথবা ৩১ বলে ২৮ রান করেন। তিনি ৪টি চার ও ১টি ছক্কা মারেন। হার্দিক পান্ডিয়া ২ বলে ১ রান করে আউট হন। ক্রুণাল পান্ডিয়া ৮ বলে ৩ রান করে সাজঘরে ফেরেন। বিষ্ণু সোলাঙ্কি ২টি বাউন্ডারির সাহায্যে ৩১ বলে ২০ রান করে ক্রিজ ছাড়েন। হার্দিক, ক্রুণাল ও বিষ্ণু, তিনজনকেই আউট করেন প্রদীপ্ত প্রামাণিক। ৫১ বলে ৪২ রান করেন ভানু পানিয়া। তিনি ৪টি চার ও ১টি ছক্কা মারেন।
বাংলার হয়ে ১০ ওভারে ২৫ রান খরচ করে ৩টি উইকেট নেন প্রদীপ্ত প্রামাণিক। ৭ ওভারে ৪৩ রান খরচ করে ৩টি উইকেট নেন সায়ন ঘোষ। ৮.৫ ওভারে ৩৭ রানের বিনিময়ে ২টি উইকেট নেন মুকেশ কুমার। কৌশিক মাইতি নেন ১টি উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে বাংলা ৪৩ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ২২৯ রান তুলে ম্যাচ জিতে যায়। অর্থাৎ, ৪২ বল বাকি থাকতে ৭ উইকেটে ম্যাচ জেতেন সুদীপ ঘরামিরা। মাত্র ১ রানের জন্য শতরান হাতছাড়া হয় অনুষ্টুপ মজুমদারের। তিনি ১০৬ বলে ৯৯ রান করে অপরাজিত থাকেন। ম্যাচ জেতানো ইনিংসে অনুষ্টুপ ১২টি চার ও ১টি ছক্কা মারেন।
৮০ বলে ৬৯ রান করে নট-আউট থাকেন সুমন্ত গুপ্ত। তিনি ৪টি চার ও ১টি ছক্কা মারেন। অভিষেক পোড়েল ১, সুদীপ ঘরামি ১৭ ও সুদীপ চট্টোপাধ্যায় ৩২ রান করে আউট হন। বরোদার হয়ে ১টি করে উইকেট নেন হার্দিক পান্ডিয়া ও লুকমান মেরিওয়ালা। ম্যাচের সেরা হন অনুষ্টুপ।