রঞ্জি ট্রফির ম্যাচের কর্ণাটকের বিরুদ্ধে ভালোই লড়ছে বাংলা দল। অ্যাওয়ে ম্যাচ হলেও টপ অর্ডারের ব্যাটারদের ভালো পারফরমেন্সের সৌজন্যে কর্ণাটকের বিরুদ্ধে সমানে সমানে টক্কর দিচ্ছে বাংলা দল। লক্ষ্মীরতন শুক্লার দল গতবার চূড়ান্ত ব্যর্থ হলেও এবারের রঞ্জির শুরুটা উত্তর প্রদেশের বিরুদ্ধে ভালোই করেছিল। যদিও মাঝে আবহাওয়ার কারণে বাংলা দলকে বিপাকে পড়তে হয়েছিল।
রঞ্জি ট্রফিতে লড়ছে বাংলা-
রঞ্জি ট্রফিতে ধারাবাহিকভাবে ভালো খেলে যাচ্ছেন বাংলার ওপেনার সুদীপ চ্যাটার্জি। এই মরশুমে বাংলায় প্রত্যাবর্তন করেছিলেন এই বাঁহাতি ব্যাটার। আর প্রত্যাবর্তনের পর থেকেই অনবদ্য ছন্দে রয়েছেন তিনি। অধিনায়ক অনুষ্টুপ মজুমদারও নির্ভরতা দিলেন কর্ণাটকের বিরুদ্ধে বাংলা দলকে। শতরান অনুষ্টুপের, অর্ধশতরান সুদীপের… প্রথম দিনের শেষে বাংলার স্কোর ২৪৯ রানে পাঁচ উইকেট।
টস হেরে ব্যাট করতে নেমে অর্ধশতরান সুদীপের-
কর্ণাকের বিরুদ্ধে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলা দল। তবে টস হারলেও তাতে খুব বেশি ব্যাঘাত সৃষ্টি হয়নি বাংলার ব্যাটিংয়ে। কারণ ওপেনার সুদীপ চট্টোপাধ্যায় ৫৫ রান করেন। ওপেনার শুভমন দে এবং সুদীপ ঘরামি তেমন নজর কাড়তে ব্যর্থ হলেও অধিনায়ক অনুষ্টুপ মজুমদার এরপর নেমে দলের হাল ধরেন তিনি সুদীপের সঙ্গে।
অনুষ্টুপ মজুমদার শতরান করলেন-
সুদীপ চ্যাটার্জির সঙ্গে জুটিতে বাংলার অধিনায়ক অনুষ্টুপ মজুমদার তোলেন ১০০ রান। এরপর শাহবাজ আহমেদ নামতে, তাঁর সঙ্গেও জুটিতে ৮০ রান তোলেন অনুষ্টুপ। অধিনায়কচিত ইনিংস খেলে বাংলার অনুষ্টুপ করেন ১০১ রান। তবে এরপরই সামান্য ফোকাস নষ্ট হতেই তিনি শ্রেয়স গোপালের বলে এলবিডাব্লু আউট হয়ে যান।
শাহবাজও অর্ধশতরান করেন-
শাহবাজ আহমেদও মাঠে নেমে হতাশ করেননি। বারবারই দেখা গেছে, বাংলার টপ অর্ডার ব্যর্থ হলে ব্যাট হাতে শাহবাজই প্রতিরোধ গড়ে তোলেন। এদিনও কর্ণাটকের শ্রেয়স গোপাল, ভাসুকি কৌশিকদের বিরুদ্ধে তিনি অর্ধশতরান করলেন। এখনও উইকেটে ৫৪ রানে অপরাজিত রয়েছেন তিনি। অভিলিন ঘোষ ২২ রানে আউট হন। উইকেটে ৬ রানে ব্যাটিং করছেন বর্ষিয়ান ঋদ্ধিমান সাহা।
কর্ণাটকের বিরুদ্ধে পয়েন্ট পাওয়া কঠিন বাংলার-
বাংলা দলের জন্য অবশ্য কর্ণাটকের বিরুদ্ধে পয়েন্ট ছিনিয়ে আনার কাজটা বেশ কঠিনই হতে চলেছে। কারণ আকাশদীপ, মুকেশ কুমারের মতো বোলার বাংলায় এখন নেই। ইশান পোড়েলও সেই ছন্দে নেই। ফলে সুরজ সিন্ধ জয়সওয়াল, আমির গানিরা থাকলেও রানের পুঁজি যদি অন্ততপক্ষ ৩৫০-এর ওপর না হয়, তাহলে কর্ণাটকের বিরুদ্ধে ৩ পয়েন্ট নিশ্চিত করা বেশ কঠিন হতে পারে লক্ষ্মীরতন শুক্লার দলের কাছে।