আগামী সোমবার থেকে বড় পরীক্ষা শুরু হচ্ছে মুনাফ প্যাটেলের। কারণ সেদিন অষ্টাদশ আইপিএলে প্রথম ম্যাচে খেলতে নামছে দিল্লি ক্যাপিটালস। যে দিল্লির বোলিং কোচ হলেন ২০১১ সালে ভারতের বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য মুনাফ প্যাটেল। আর আইপিএলে দিল্লির প্রথম ম্যাচের আগে সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় আছেন ভারতের প্রাক্তন পেসার। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্ট করছেন। তারইমধ্যে শুক্রবার পবিত্র রমজান মাস নিয়েও একাধিক পোস্ট করেছেন মুনাফ। তেমনই একটি পোস্টে তিনি বলেছেন, ‘আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন চলছে রমজান মাস? সেহরি হয়ে গিয়েছে? আল্লাহ আমাদের যেন দোয়া কবুল করেন।’ অপর একটি পোস্টে ‘জুম্মা মোবারক’-ও জানান মুনাফ।
‘আপনি মুসলিম?' কিছুটা অবাক নেটপাড়া
আর সেইসব পোস্ট দেখে এক নেটিজেন বলেন, ‘আপনি মুসলিম? আপনি যতদিন ক্রিকেট খেলেছেন, ততদিন আপনার কেরিয়ারের উপরে নজর রেখেছিলাম। কিন্তু আজ প্রথমবার জানতাম যে (আপনি মুসলিম)।’ আবার মুনাফ যে শুভেচ্ছাবার্তা দিয়েছেন, তাতে তাঁকেও অনেকে অভিনন্দন জানিয়েছেন।
রাহুলের ব্যাপারে মুনাফের থেকে জানতে চান অনেকে
তারইমধ্যে কেউ-কেউ আবার মুনাফের থেকে দিল্লির তারকা কেএল রাহুলের বিষয়ে জানতে চান। রাহুল আইপিএলের প্রথম দুটি ম্যাচে খেলবেন কিনা, তা নিয়ে ধন্দ তৈরি হয়েছে। ইউটিউব চ্যানেল লিসটেনার স্পোর্টসে অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দলের অধিনায়ক অর্থাৎ অস্ট্রেলিয়া পুরুষ দলের ক্রিকেটার মিচেল স্টার্কের স্ত্রী অ্যালিসা হিলি জানান, দিল্লির প্রথম দুটি ম্যাচে হয়তো খেলতে পারবেন না রাহুল।
আর হিলি সেই মন্তব্য করেন, স্টার্ক দিল্লিতে যোগ দেওয়ার মধ্যেই। গতবার কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) খেললেও এবার স্টার্ককে দলে নিয়েছে দিল্লি। আর সেই আবহেই অস্ট্রেলিয়ার তারকা হিলি বলেন, 'হ্যারি ব্রুক নেই। ওর পরিবর্তে কে আসবে, সেটা আকর্ষণীয় হবে। ওদের (দিল্লি) কেএল রাহুল আছে। কিন্তু আমার মতে, ও প্রথম দুটি ম্যাচে সম্ভবত খেলবে না। ও নিজের সন্তানের জন্মের অপেক্ষায় আছে। কিন্তু ওদের দলটা যেমন হয়েছে, সেটা দারুণ।'
রাহুলের দিকে তাকিয়ে দিল্লি
যদিও রাহুল খেলবেন কিনা, তা নিয়ে দিল্লির ম্যানেজমেন্টের তরফে সরাসরি কোনও মন্তব্য করা হয়নি। এমনিতে সংশ্লিষ্ট মহলের মতে, দিল্লির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছেন রাহুল। মাথা থেকে অধিনায়কত্বের বোঝা নেমে যাওয়ায় অনেক হালকা মনে খেলতে পারবেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলের হয়ে যেভাবে ফিনিশারের ভূমিকা পালন করেছেন, তাতে তাঁর আত্মবিশ্বাস আরও বাড়বে। আর সেই আগের মারকুটে রাহুলকে দেখা যাবে বলে আশা করছেন অনেকে।
হিলিও বলেছেন, 'ওদের (দিল্লি) কাছে যে তরুণ খেলোয়াড়রা আছে, তাদের মধ্যে সেরকম মারকুটে ব্যাপার নেই। কিন্তু ওদের হাতে কেএল রাহুলও আছে। যে টি-টোয়েন্টি ক্রিকেটে ইনিংস গড়তে পারবে। ওকে দেখার জন্য মুখিয়ে আছে (সকলেই)।'