আপিএলে নিজেদের শেষ ম্যাচে শুক্রবার মুখোমুখি হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স এবং লখনউ সুপার জায়ান্ট। এই ম্যাচে শেষ পর্যন্ত হেরে যায় মুম্বই। লড়াই ব্যর্থ হয় রোহিত শর্মার। এই ম্যাচই ছিল ওয়াংখেড়ে স্টেডিয়ামে রোহিতের সম্ভাব্য শেষ ম্যাচ মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে। কারণ কোচ, অধিনায়কের সঙ্গে তিক্ত সম্পর্কের জেরে তাঁর দল ছাড়া এখন স্রেফ সময়ের অপেক্ষা। প্রথমে ব্যাট করে এই ম্যাচে ৬ উইকেটে ২১৪ রান করেছিল লখনউ সুপার জায়ান্টস। জবাবে ব্যাট করতে নেমে ১৮ রান দুরেই থেমে যায় মুম্বইয়ের ইনিংস। দুরন্ত অর্ধশতরান করেন রোহিত। মুম্বইয়ের জার্সিতে শেষ ম্যাচে ৩৮ বলে ৬৮ রান করেন মুম্বইকর ব্যাটসম্যান, তবুও দলের বাকি তারকা ব্যাটাররা ব্যর্থ হওয়ায় দল হেরে যায়। এদিকে এই ম্যাচে খেলতে নেমেছিলেন সচিনপুত্র অর্জুন তেন্ডুলকর। অস্ট্রেলিয়ান তারকা মার্কাস স্টইনিসকে প্রায় আউট করেই ফেলেছিলেন তিনি, এরপর অবশ্য তাঁরই বিরুদ্ধে আগ্রাসী মনোভাব দেখান অর্জুন, পাল্টা স্টইনিসও মজা করেন মুম্বই পেসারের সঙ্গে।
আরও পড়ুন-IPL 2024-অনেক সমালোচনা হয়েছে, কিন্তু অনবদ্য অধিনায়কত্ব করছে, শ্রেয়সের প্রশংসায় এবি
অস্ট্রেলিয়ার দাপুুটে ব্যাটসম্যান মার্কাস স্টইনিস। দীর্ঘদিন খেলছেন আইপিএলে। অস্ট্রেলিয়া দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। মুম্বইয়ের বিপক্ষে অর্জুন তেন্ডুলকরের বল বুঝতে না পেরে এলবিডাব্লু হয়েছিলেন। এরপর রিভিউ নিতে সেই সিদ্ধান্ত যদি বদলে যায়, তিনি উইকেটে টিকে যান। এরপর ভাইরাল হয়ে অর্জুন তেন্ডুলকরের এক ভিডিয়ো, যেখানে ফলো থ্রুতেই বল হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে স্টাম্পে হিট করতে যাচ্ছিলেন তিনি।
আরও পড়ুন-সন্ত্রাস না বন্ধ করলে কোনও ক্রিকেট নয়, পাকিস্তানকে বার্তা জয়শঙ্করের
সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে মার্কাস স্টইনিস সামনের দিকে একটি শট খেলতে গেলে তা সরাসরি হাতে চলে যায় অর্জুনের। ফাস্ট বোলারদের মানসিকতাই হয় ব্যাটারদের একটু চাপে রাখার। অর্জুনও তাই ফলো আপে বল ধরেই উইকেটে তাক করেন। কিন্তু সামনে ছিলেন স্টইনিস, তিনি তাই বল হাতেই রাখেন। তবে অর্জুনের একটু ভয় দেখানোর চেষ্টা দেখে, ব্যাপারটায় একটু বিরক্ত হলেও পরে উপভোগই করেন স্টইনিস। পাল্টা অর্জুনকে হাসতে হাসতেই আওয়াজ দেন অজি অলরাউন্ডার।
আরও পড়ুন-টি২০ বিশ্বকাপের পরই অবসর নয়, আরও কয়েক বছর ক্রিকেট খেলতে চান, জানিয়ে দিলেন রোহিত
যশপ্রীত বুমরাহসহ একাধিক ক্রিকেটারকে এই ম্যাচে বিশ্রাম দিয়েছিল মুম্বই টিম ম্যানেজমেন্ট। তাতেই শিকে ছেঁড়ে সচিন পুত্রের। তিনি অবশ্য বেশ ভালোই বোলিং করেছিলেন। প্রথম দুই ওভারে ১০ রান দিলেও তৃতীয় ওভারে বল করতে এসে পরপর নিকোলাস পুরান তাঁকে দুটি বলে ছয় মারেন। এরপর চোট লাগায় তিনি আর পুরো ওভার বোলিং করতে পারেননি। গত মরশুমে তিন উইকেট নিয়েছিলেন অর্জুন তেন্ডুলকর। ২০২১ সালে তাঁকে বেস প্রাইসে দলে নিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স দল।