রঞ্জি ট্রফিতে প্রথম ফাইফার সংগ্রহ করলেন অর্জুন তেন্ডুলকর। অরুণাচল প্রদেশের বিপক্ষে গোয়ার হয়ে তিনি এই নজির গড়লেন। বুধবার গোয়া ক্রিকেট অ্যাকাডেমির মাঠে শুরু হয় রঞ্জি ট্রফির এই ম্যাচ। প্রথমে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল অরুণাচল প্রদেশ। তবে অর্জুনের দুরন্ত বোলিংয়ের সমানে দাঁড়াতেই পারেনি তাদের কোনও ব্যাটসম্যান। মাত্র ৮৪ রানে অলআউট হয়ে যায় অরুণাচল। এদিন ইনিংসের একদম প্রথম উইকেটটি নেন অর্জুনই। শূন্য রানে প্যাভিলিয়নে ফেরত পাঠান নবাম হাচাঙকে। এরপর একের পর এক উইকেট নিয়ে অরুণাচলের টপ অর্ডারকে ধসিয়ে দেন তিনি। প্রথম ইনিংসে অর্জুন মাত্র ৯ ওভার বল করে ২৫ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন।
প্রথমে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত যে ভুল ছিল তা দ্রুত বুঝতে পারে অরুণাচলের ব্যাটসম্যানরা। প্রথম উইকেটের পতনের পর দ্বিতীয় উইকেটের জন্য নিলম ওবি (২২) এবং চিন্ময় পাতিল (৩) কিছুটা পরিস্থিতি থিতু করার চেষ্টা করছিলেন, তবে তাঁদের ২ জনকেই ইনিংসের ১২ তম ওভারে আউট করে ধাক্কা দেন অর্জুন। এরপর একের পর এক উইকেট নিতে থাকেন তিনি। অর্জুন যখন নিজের ফাইফার পূরণ করেন তখন অরুণাচলের স্কোর ছিল ৫ উইকেট হারিয়ে ৩৬ রান। তাদের হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ রান করেছেন অধিনায়ক নোবাম আবো। তিনি ২৫ বলে ২৫ রান করেন। অন্যদিকে গোয়ার হয়ে বল হাতে ১৫ রান দিয়ে ৩টি উইকেট নেন মোহিত রেডকার এবং ৩১ রান দিয়ে ২ উইকেট নেন কেইথ পিন্টো।
এর আগে পর্যন্ত অর্জুন তেন্ডুলকর ১৬টি প্রথম শ্রেণীর ক্রিকেট ম্যাচ খেলেছিলেন। যেখানে তিনি ৩২টি উইকেট নিয়েছিলেন। এর আগে তাঁর সেরা বোলিং ফিগার ছিল ৪৯ রান দিয়ে ৪ উইকেট। অর্জুনের বোলিং গড় ৩৭.৭৫। বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও সমান পারদর্শী তিনি। এখনও পর্যন্ত প্রথম শ্রেণীর ক্রিকেটে অর্জুন ৫৩২ রান করেছেন, গড় ২৩.১৩। ব্যাট হাতে তাঁর সর্বোচ্চ স্কোর ১২০। অপর দিকে জবাবে ব্যাট করতে নেমে ভালোই শুরু করেছে গোয়া। ইতিমধ্যেই অরুণাচল প্রদেশের করা রান টপকে গেছে তারা। ব্যাট হাতে ভালো শুরু করেন সুয়াশ প্রভুদেশাই। তিনি ৬৪ বলে ৭৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন। সুয়াশ তাঁর ইনিংসে ১১টি চার এবং ১টি ছয় মারেন।