বাংলা নিউজ > ক্রিকেট > Arjun Tendulkar: বল হাতে দুরন্ত অর্জুন, রঞ্জি ট্রফিতে প্রথম ফাইফার সচিন পুত্রের

Arjun Tendulkar: বল হাতে দুরন্ত অর্জুন, রঞ্জি ট্রফিতে প্রথম ফাইফার সচিন পুত্রের

অর্জুন তেন্ডুলকর। (ছবি- X)

বল হাতে রঞ্জি ট্রফিতে প্রথমবার ফাইফার নিলেন অর্জুন তেন্ডুলকর। গোয়ার হয়ে বল করার সময় বুধবার তিনি এই কৃতিত্ব অর্জন করেন। তাঁর দুরন্ত বোলিংয়ের সমানে দাঁড়াতেই পারল না অরুণাচল প্রদেশের ব্যাটাররা। 

রঞ্জি ট্রফিতে প্রথম ফাইফার সংগ্রহ করলেন অর্জুন তেন্ডুলকর। অরুণাচল প্রদেশের বিপক্ষে গোয়ার হয়ে তিনি এই নজির গড়লেন। বুধবার গোয়া ক্রিকেট অ্যাকাডেমির মাঠে শুরু হয় রঞ্জি ট্রফির এই ম্যাচ। প্রথমে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল অরুণাচল প্রদেশ। তবে অর্জুনের দুরন্ত বোলিংয়ের সমানে দাঁড়াতেই পারেনি তাদের কোনও ব্যাটসম্যান। মাত্র ৮৪ রানে অলআউট হয়ে যায় অরুণাচল। এদিন ইনিংসের একদম প্রথম উইকেটটি নেন অর্জুনই। শূন্য রানে প্যাভিলিয়নে ফেরত পাঠান নবাম হাচাঙকে। এরপর একের পর এক উইকেট নিয়ে অরুণাচলের টপ অর্ডারকে ধসিয়ে দেন তিনি। প্রথম ইনিংসে অর্জুন মাত্র ৯ ওভার বল করে ২৫ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন।  

প্রথমে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত যে ভুল ছিল তা দ্রুত বুঝতে পারে অরুণাচলের ব্যাটসম্যানরা। প্রথম উইকেটের পতনের পর দ্বিতীয় উইকেটের জন্য নিলম ওবি (২২)  এবং চিন্ময় পাতিল (৩) কিছুটা পরিস্থিতি থিতু করার চেষ্টা করছিলেন, তবে তাঁদের ২ জনকেই ইনিংসের ১২ তম ওভারে আউট করে ধাক্কা দেন অর্জুন। এরপর একের পর এক উইকেট নিতে থাকেন তিনি। অর্জুন যখন নিজের ফাইফার পূরণ করেন তখন অরুণাচলের স্কোর ছিল ৫ উইকেট হারিয়ে ৩৬ রান। তাদের হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ রান করেছেন অধিনায়ক নোবাম আবো। তিনি ২৫ বলে ২৫ রান করেন। অন্যদিকে গোয়ার হয়ে বল হাতে ১৫ রান দিয়ে ৩টি উইকেট নেন মোহিত রেডকার এবং ৩১ রান দিয়ে ২ উইকেট নেন কেইথ পিন্টো। 

এর আগে পর্যন্ত অর্জুন তেন্ডুলকর ১৬টি প্রথম শ্রেণীর ক্রিকেট ম্যাচ খেলেছিলেন। যেখানে তিনি ৩২টি উইকেট নিয়েছিলেন। এর আগে তাঁর সেরা বোলিং ফিগার ছিল ৪৯ রান দিয়ে ৪ উইকেট। অর্জুনের বোলিং গড় ৩৭.৭৫। বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও সমান পারদর্শী তিনি। এখনও পর্যন্ত প্রথম শ্রেণীর ক্রিকেটে অর্জুন ৫৩২ রান করেছেন, গড় ২৩.১৩। ব্যাট হাতে তাঁর সর্বোচ্চ স্কোর ১২০। অপর দিকে জবাবে ব্যাট করতে নেমে ভালোই শুরু করেছে গোয়া। ইতিমধ্যেই অরুণাচল প্রদেশের করা রান টপকে গেছে তারা। ব্যাট হাতে ভালো শুরু করেন সুয়াশ প্রভুদেশাই। তিনি ৬৪ বলে ৭৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন। সুয়াশ তাঁর ইনিংসে ১১টি চার এবং ১টি ছয় মারেন।  

ক্রিকেট খবর

Latest News

ও বড্ড ভদ্র...রাহুলের সঙ্গে মন কষাকষির দিন শেষ, ভালো কথাই বললেন সঞ্জীব গোয়েঙ্কা মৃত্যু পাপিয়া সারোয়ারের!কর্কটের মারণ থাবায় নিভল বাংলাদেশি সঙ্গীতশিল্পীর জীবনদীপ বেনারসের ঘাটে জগদ্ধাত্রী-স্বয়ম্ভূর মহামিলন! শ্যুটের ফঁকে খোশমেজাজে অঙ্কিতা-সৌম্য হাজার রোগের যম, এই শাকের গুণকে ভয় পাবে মারণরোগ, বাজার থেকে কিনে আনুন আজই কেন্দ্রীয় মন্ত্রিসভায় পাস হয়ে গেল ‘এক দেশ, এক নির্বাচন’ বিল, এবার? ধনখড়ের বিরুদ্ধে কংগ্রেসের অভিযোগ ‘নিন্দনীয়’, বার্তা নড্ডার নতুন বছরের শুরুতেই বাংলা সফরে অমিত শাহ, শাহী সফরের নেপথ্য কারণ কী? রামায়ণ-মহাভারত পড়ার পরামর্শ, বাংলায় বাবরি মসজিদ নিয়ে কী মত সিদ্দিকুল্লার? 'মাধুরীর সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন?' দর্শকের প্রশ্নে স্মৃতির সাগরে ভাসলেন নানা! শৈত্যপ্রবাহ অনেক জেলায়, উত্তুরে হাওয়ায় কাঁপবে বাকি বাংলাও, কোথায় ঘন কুয়াশা হবে?

IPL 2025 News in Bangla

ও বড্ড ভদ্র...রাহুলের সঙ্গে মন কষাকষির দিন শেষ, ভালো কথাই বললেন সঞ্জীব গোয়েঙ্কা KKR অধিনায়কের দৌড়ে রাহানে,বেঙ্কি,রিঙ্কুরা! SMATতে কেমন পারফরমেন্স? নজর রাখা যাক ২৭ কোটিতে LSGতে পন্ত…তবু কিসের আক্ষেপ গোয়েঙ্কার? কেন টানলেন মোহনবাগানের উদাহরণ? ১৭ বছরেও জেতা হয়নি IPL… খরা কাটাতে সবার আগে মাঠে নামল RCB! মাঠে ক্রুণাল,জিতেশরা… ধোনির সঙ্গে খেলতে চাই: CSK-কে ষষ্ঠবার চ্যাম্পিয়ন করতে চান KKR এর প্রাক্তনী আমায় KKR-এ ফেরাতে যা দরকার করবেন…CEO বেঙ্কিকে ফোনে বলেছিলেন বেঙ্কি! পরের বার আমায় ‘ডক্টর’ বলে ডাকবেন: কেন এমন বললেন KKR-এর তারকা বেঙ্কটেশ আইয়ার? টাকার জন্য ছাড়িনি DC, দাবি করেছিলেন পন্ত, ঘুরিয়ে তাঁকে মিথ্যাবাদী বললেন বাদানি BPL-এ খেলতে এসে টাকা মেরে দিয়েছে রংপুর রাইডার্স! ভরা মাঠে অভিযোগ ইমরান তাহিরের… ভিডিয়ো-অ্যাডিলেডে কেকেআর নিয়ে খোঁটা স্টার্ককে, মুখের ওপর জবাব অজি পেসারের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.