মুম্বই ইন্ডিয়ান্সের যোগ দেওয়ার পর পরই বড় ধাক্কা খেলেন সচিন তেন্ডুলকরের ছেলে অর্জুন তেন্ডুলকর। গোয়া দলের হয়ে তিনি সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে খেলছিলেন। কিন্তু সেখানেও খারাপ পারফরমেন্সের জন্য এবার তিনি বাদ পড়লেন বলেই মনে করা হচ্ছে। এর আগে কেরলের বিপক্ষে ম্যাচে তিনি খেলেননি, এবার আরও একটা ম্যাচে প্রথম একাদশে থাকলেন না তিনি।
৩০ লক্ষ টাকায় মুম্বই ইন্ডিয়ান্স দল অর্জুন তেন্ডুলকরকে আগামী আইপিএলের জন্য দলে নিয়েছে। এই অলরাউন্ডার গতবার একটি ম্যাচে খেলেও ছিলেন। লখনউয়ের বিরুদ্ধে ম্যাচে অবশ্য তিনি পুরো ওভার শেষ করতে পারেননি চোটের জন্য। সেই অর্জুন তেন্ডুলকর আইপিএলে মুম্বই দলে পুনরায় যোগ দেওয়ার পর ফের একবার বোলিংয়ে ব্যর্থ হলেন।
আরও পড়ুন- ভারত প্রথম টেস্টে জিতবে! জানতেন মহারাজ! লিড নিতেই করেছিলেন মাইকেল ভনকে টেক্সটও…
আগে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে কেরলের বিপক্ষে ম্যাচ থেকে বাদ পড়েছিলেন অর্জুন তেন্ডুলকর। তখন মনে করা হয়েছিল কোনও সামান্য চোট লেগে থাকতে পারে তাঁর। অথবা কম্বিনেশনগত কারণে তাঁকে বসিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এবার মহারাষ্ট্রের বিরুদ্ধে ম্যাচেও তাঁকে খেলতে দেখা গেল না। প্রথম একাদশে দেখা মিলল না তাঁর, এরপরই জল্পনা শুরু হয়েছে, গোয়া দল থেকেও তিনি হয়ত বাদ পড়েছেন।
এবারের সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে নিজের প্রথম ম্যাচেই অত্যন্ত খারাপ বোলিং করেন অর্জুন তেন্ডুলকর। মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচে ৪ ওভারে ৪৮ রান দিয়েছিলেন, ব্যাট হাতে করেন মাত্র ৯ রান, যেখানে গোয়া দল বিশাল ব্যবধানে হারে। দ্বিতীয় ম্যাচে নিজের পারফরমেন্স কিছুটা শুধরে নেন অর্জুন, তিন ওভারে ১৯ রান দিলেও একটিও উইকেট নিতে পারেননি তিনি। এরপর তৃতীয় ম্যাচে অন্ধ্রের বিরুদ্ধে ৩.৪ ওভারের স্পেলে বিনা উইকেটে ৩৬ রান দেন অর্জুন।
আরও পড়ুন - তিনটি আলাদা নেটে বিশেষ অনুশীলন! অ্যাডিলেডে রানে ফিরতে মরিয়া ল্যাবুশেন
সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে এখনও পর্যন্ত একটি ম্যাচেও জিততে পারেনি গোয়া দল। চারটি ম্যাচের মধ্যে চারটিতেই হেরেছে তাঁরা। বর্তমানে গ্রুপ ইর পয়েন্ট তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে তাঁরা। ফলে তাঁদের পক্ষে এই প্রতিযোগিতার পরের রাউন্ডে যাওয়া কার্যত অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। অর্জুনের এমন পারফরমেন্সে মুম্বই ইন্ডিয়ান্স দলও একটু চাপেই থাকবে।