ভারতীয় দল ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি২০ ম্যাচে দুরন্ত জয় পেয়েছে। কার্যত ইংরেজদের ওপর থেকে বুলডোজার চালিয়ে দিয়েছেন অভিষেক শর্মারা। ব্যাট হাতে তাঁর দুরন্ত ইনিংস সকলের নজর কেড়েছিল। তেমনই বল হাতে তিন উইকেট নিয়ে নিজের জাত চেনান কেকেআরের ঘরের ছেলে বরুণ চক্রবর্তি। আর্শদীপ সিংও ভালোই বোলিং করেন।
আরও পড়ুন-৯ বছরের দাবাড়ুর কাছে হার কার্লসেনের? বাংলাদেশের দাবাড়ুর দাবিতে তোলপার বিশ্ব
টি২০তে ভারতের সর্বোচ্চ উইকেটের মালিক আর্শদীপ-
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি২০তে দই উইকেট নেওয়ার সঙ্গে সঙ্গেই যুজবেন্দ্র চাহালের রেকর্ড ভেঙে দিয়েছিলেন আর্শদীপ। ৮০ ম্যাচে চাহালের উইকেট সংখ্যা ছিল টি২০তে ৯৫টি। ৮১ ম্যাচে এখন আর্শদীপের দখলে রয়েছে ৯৭টি উইকেট। অর্থাৎ তিনি টপকে গেলেন ভারতীয় দলের তারকা স্পিনার যুজবেন্দ্র চাহালকে। এরপর বিভিন্ন প্রান্ত থেকেই তাঁর কাছে আসছে শুভেচ্ছাবার্তা। এরই মধ্যে আর্শদীপ অবশ্য কান ধরছেন, কার জন্য?
হঠাৎ কেন ক্ষমা চাইলেন ভারতীয় পেসার?
বিসিসিআই ইংল্যান্ডের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার জয়ের পর এক ভিডিয়ো পোস্ট করে সমাজমাধ্যমে। সেখানে ইংল্যান্ডের বিরুদ্ধে ৪ ওভারে ১৭ রান দিয়ে দুই উইকেট নেওয়া আর্শদীপ সিংকে প্রশ্ন করা হয় তিনি যে যুজবেন্দ্র চাহালের রেকর্ড ভেঙে এখন ভারতের টি২০ ফরম্যাটে সর্বোচ্চ উইকেটের মালিক, তাতে কেমন অনুভূতি?
আরও পড়ুন-রেস্তোরাঁয় একা শ্রেয়সকে দেখে ভক্তের অনুরোধ অটোগ্রাফের! খোশমেজাজে তুললেন সেলফিও
যুজির কাছে ক্ষমা চাইলেন আর্শদীপ-
শুনেই আর্শদীপ সিং কানে হাত দিয়ে বলেন, ‘যুজি ভাই ’। মানে তিনি যুজবেন্দ্র চাহালের কাছে তাঁর রেকর্ড ভাঙার জন্যই ক্ষমা চেয়ে নেন। যদি জাতীয় দলের সতীর্থের এমন পারফরমেন্সের পরই তাঁকে শুভেচ্ছাই জানিয়েছেন দুদিন আগে পর্যন্ত টি২০তে ভারতের সর্বোচ্চ উইকেটের মালিক থাকা চাহাল। এখন অবশ্য চাহাল সেভাবে আর টি২০ দলে সুযোগ পাননা, তাই আর্শদীপকে টপকানোর সুযোগ হয়ত তাঁর কাছে কমই।
বরুণের প্রশংসায় আর্শদীপ-
সেই ভিডিয়োতে আর্শদীপ সিং প্রশংসায় ভরিয়ে দেন ইডেনে ম্যাচের সেরার পুরস্কার পাওয়া বরুণ চক্রবর্তিকে। তাঁর কথায়, ‘সাম্প্রতিক সময় ভালো বোলিং করছে বরুণ। ব্যাটাররা মিডল ওভারে আগ্রাসী হয়ে ওঠে, কিন্তু সেই সময়ই যখন উইকেট নেওয়ার প্রয়োজন, তখন ও উইকেট নিচ্ছে। ও মাঝের ওভারে উইকেট নেয় বলেই আমরা স্লগ ওভারে অনেক খোলা মনে বোলিং করতে পারি’।