বাংলা নিউজ > ক্রিকেট > Duleep Trophy 2024: যেমন তেমন ব্যাট চালিয়ে দুমড়ে দেওয়ার চেষ্টা, রিয়ানকে ফাঁদে ফেলে হুঙ্কার আর্শদীপের- ভিডিয়ো

Duleep Trophy 2024: যেমন তেমন ব্যাট চালিয়ে দুমড়ে দেওয়ার চেষ্টা, রিয়ানকে ফাঁদে ফেলে হুঙ্কার আর্শদীপের- ভিডিয়ো

রিয়ানকে ফাঁদে ফেলে হুঙ্কার আর্শদীপের। ছবি- বিসিসিআই।

Duleep Trophy 2024: ইন্ডিয়া-ডি দলের বিরুদ্ধে দলীপ ট্রফির ম্যাচে ইন্ডিয়া-এ দলকে লড়াইয়ে রাখলেন দুই মুম্বইকর শামস মুলানি ও তনুষ কোটিয়ান।

হর্ষিত রানা, বিদ্বথ কাভেরাপ্পারা না হয় ঘরোয়া ক্রিকেটার, তবে আর্শদীপ সীমিত ওভারের ফর্ম্যাটে আন্তর্জাতিক ক্রিকেটে হাত পাকিয়েছেন। ভারতের টি-২০ বিশ্বকাপজয়ী দলের সদস্য তিনি। তাই রিয়ান পরাগ যখন লাল বলের ক্রিকেটে বোলারদের সম্মান না দিয়ে টি-২০'র মতো ব্যাট চালাচ্ছিলেন, বিষয়টা ভালো চোখে দেখেননি আর্শদীপ।

বিশেষ করে আর্শদীপের এক ওভারে রিয়ান ৩টি বাউন্ডারি মারার পরে পালটা দেওয়ার তালে ছিলেন টিম ইন্ডিয়ার তারকা পেসার। শেষমেশ পরাগের উইকেট তুলে নিয়ে আর্শদীপ যে আগ্রাসন দেখান, সেটা সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ বলা যায়।

সাম্প্রতিক সময়ে ঘরোয়া ক্রিকেটে প্রায়শই আগ্রাসী ব্যাটিং করতে দেখা যায় রিয়ান পরাগকে। তবে এবার দলীপ ট্রফির ম্যাচে মাঠে নামছেন টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটাররা। তাই এবার যেমন তেমনভাবে ব্যাট চালিয়ে রান তুলে নেওয়া যে মোটেও সহজ নয়, সেটা হাড়ে হাড়ে টের পেলেন রিয়ান।

বৃহস্পতিবার ইন্ডিয়া-ডি দলের বিরুদ্ধে রিয়ান ব্যক্তিগত ইনিংসের শুরুটা করেন দারুণভাবে। তবে এবার আর ৫০-১০০'য় পৌঁছে নিজেকে অন্য লেভেলের বলে জাহির করা হল না রিয়ানের, যেমনটা তাঁকে ঘরোয়া ক্রিকেটে প্রায়শই করতে দেখা যায়।

আরও পড়ুন:- Ishan Kishan Hits Century: দলীপে মাঠে নেমেই মারকাটারি সেঞ্চুরি ইশান কিষানের, কড়া চ্যালেঞ্জ ছুঁড়লেন নির্বাচকদের

অনন্তপুরে ইন্ডিয়া-ডি দলের বিরুদ্ধে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে ইন্ডিয়া-এ দল। তারা মাত্র ২১ রানের মধ্যে দুই ওপেনার প্রথম সিং ও মায়াঙ্ক আগরওয়ালের উইকেট হারিয়ে বসে। প্রথম সিং ৭ রান করে কাভেরাপ্পার শিকার হন। ক্যাপ্টেন মায়াঙ্কও সেই ৭ রান করেই কাভেরাপ্পার বলে আউট হন।

তিন নম্বরে ব্যাট করতে নেমে তিলক বর্মা ১০ রান করে সরাংশ জৈনের বলে উইকেট দিয়ে আসেন। চার নম্বরে ব্যাট করতে নেমে রিয়ান পরাগ ২৯ বলে ৩৭ রান করে পাডিক্কালের হাতে ধরা পড়েন। তিনি ৫টি চার ও ১টি ছক্কা মারেন। রিয়ানকে ফিরিয়ে যেভাবে সেন্ড-অফ করেন আর্শদীপ, তাতে ইঙ্গিত স্পষ্ট যে, পরাগকে তাঁর লেভেল দেখালেন তিনি।

আরও পড়ুন:- 4,4,6,6,6,4,6,4: টানা আট বলে চার-ছক্কা, স্যাম কারানকে মেরে ভূত ভাগালেন ট্র্যাভিস হেড- ভিডিয়ো

পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে শাশ্বত রাওয়াত ১৫ রান করে হর্ষিত রানার বলে আউট হন। উইকেটকিপার কুমার কুশাগ্র করেন ২৮ রান। তিনিও আর্শদীপের শিকার হন। শামস মুলানি ৮৮ রান করে প্রথম দিনে নট-আউট থাকেন। ১৭৪ বলের ইনিংসে তিনি ৮টি চার ও ৩টি ছক্কা মারেন।

আরও পড়ুন:- T20I-এর এক ওভারে অজিদের হয়ে সব থেকে বেশি রান, পন্টিংদের সঙ্গে এলিট লিস্টে হেড

৮০ বলে ৫৩ রান করে আউট হন তনুষ কোটিয়ান। তিনি ৬টি চার ও ১টি ছক্কা মারেন। প্রসিধ কৃষ্ণা মাত্র ৮ রান করে ক্রিজ ছাড়েন। ১৫ রান করে নট-আউট থাকেন খলিল আহমেদ। প্রথম দিনের শেষে ইন্ডিয়া-এ দল ৮২ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৮৮ রান তোলে।

ইন্ডিয়া-ডি দলের হয়ে প্রথম দিনে ২টি করে উইকেট নেন হর্ষিত রানা, বিদ্বথ কাভেরাপ্পা ও আর্শদীপ সিং। ১টি করে উইকেট নেন সরাংশ জৈন ও সৌরভ কুমার।

Haryana and JNK Election Haryana and JNK Election
ক্রিকেট খবর

Latest News

‘ঢাক বাজাতে গিয়ে বুকের আঁচল যে খসে পড়ছে…’, শ্রাবন্তীর কাণ্ডে নেটপাড়ায় ছিঃ ছিঃ টাকার অভাব বলেও চলতি বছরে ৪ বিধানসভা ভোটে ৫৮৫ কোটি খরচ কংগ্রেসের! জলের ফোঁটা ফুটিয়ে তুলছে পুজোর আমেজ! প্রকৃতির গভীর ভাবনা শহরের এই পুজোয় গোয়ালিয়রের তিন ছক্কায় বাটলারকে টপকালেন সূর্যকুমার, দিল্লিতে টপকাতে পারেন পুরানকে কাতারের মুন টাওয়ার এবার হুগলিতে! শহর থেকে দূরে হলেও তাক লাগাচ্ছে এই পুজো গভীর রাতে জয়নগরের নাবালিকার দেহ গ্রামে পৌঁছতেই উঠল ‘ফাঁসি চাই’ স্লোগান নীচে জাতীয় সড়ক, উপরে ছুটছে মেট্রো! এশিয়ার দীর্ঘতম ডবল ডেকার ফ্লাইওভার ভারতে ভারতের কথা মেনে নিল ব্রিটেন, বিরোধ এড়িয়ে মরিশাস পেল চাগোস দ্বীপপুঞ্জ লক্ষ্মীপুজোর পরই সেনাপতির চন্দ্রর ঘরে গমন, আয় বাড়বে, ৫রাশির হবে অপ্রত্যাশিত লাভ চুরি করতে এসে মহিলার ঘরের কাজ করে গেল চোর! লিখে রেখে গেল মিষ্টি একটি চিঠিও

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.