আইসিসি টি২০ বিশ্বকাপে ভারতের প্রথম তিন ম্যাচেই সেরার পুরস্কার পেলেন তিন বোলার। প্রথম দুই ম্যাচেই দুরন্ত বোলিং করে আয়ারল্যান্ড এবং পাকিস্তান ম্যাচের সেরার পুরস্কার জিতেছিলেন জসপ্রীত বুমরাহ, মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ম্যাচের সেরা হলেন আর্শদীপ প্যাটেল। অবশ্য পরিসংখ্যানও তাক লাগানোর মতো। চার ওভার বোলিং করে মাত্র ৯ রানে চার উইকেট। ম্যাচের প্রথম বলে এসেই সাজঘরে ফিরিয়েছিলেন শায়ান জাহাঙ্গিরকে। এরপর আরও তিন উইকেট তুলে ভারতের দখলে ম্যাচ এনে দেন পঞ্জাবতনয়। সতীর্থ বুমরাহ সব সময়ই সাহায্য করে, রোহিতও ভরসা রেখেছে তাঁর ওপর। বোলিং ওপেনিং করিয়েছেন, সেই ভরসারই দাম দিচ্ছেন আর্শদীপ সিং।
আরও পড়ুন-প্রতি পদে পদে অব্যবস্থা! নিউ ইয়র্কে বিরাটদের জন্য আলাদা জিম মেম্বারশিপ নিল BCCI
এবারের টি২০ বিশ্বকাপে মার্কিন যুক্তরাষ্ট্রে হওয়া সব ম্যাচেই বোলাররা দাগ কেটেছে, তুলনায় ব্যাটাররা অনেকটাই নিষ্প্রব। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে ব্যাট হাতে করেছিলেন ৯ রান, এই পিচে যা খুব কমও নয়। কারণ লো স্কোরিং ম্যাচে পাকিস্তানকে শেষ পর্যন্ত ৬ রানে হারিয়েছিল ভারত। সেই ম্যাচেও ঝুলিতে ছিল এক উইকেট, তবে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে উইকেটে সিমাররা একটু সাহায্য পেতেই ফুল ফোটালেন আর্শদীপ। আউট করলেন আন্দ্রেস গস, কোরে অ্যান্ডারসন, হরমীত সিংদের। ম্যাচ শেষে বলছেন, গত দুই ম্যাচে বল হাতে রান দিয়ে ফেলেছিলেন, কিন্তু দল তাঁর পাশে ছিল। এই ম্যাচে ঘুরে দাঁড়াতে পেরে তাই বেশ ভালো লাগছে।
আরও পড়ুন-স্টার্ক,কামিন্স এখনও পারেননি, নামিবিয়ার বিরুদ্ধে দাপট দেখিয়ে অনন্য সেঞ্চুরি করলেন জাম্পা
রোহিত শর্মার দলের বাঁহাতি পেসার বলছেন, ‘খুব খুশি আজকে আমার পারফরমেন্সে, শেষ দুই ম্যাচে একটু রান দিয়ে ফেলেছিলাম। কিন্তু দল যেহেতু আমার ওপরে ভরসা রেখেছিল, তাই আমাকেও তাঁদের সেই ভরসার দাম ফিরিয়ে দিতে হত। উইকেটটি সিম বোলারদের জন্য বেশ ভালো ছিল, তাই আমরা চেষ্টা করেছিলান উইকেট থেকে যতটা সম্ভব সুবিধা তুলতে। তাই ভালো লেন্থে বোলিং করেছি, যাতে ব্যাটাররা সমস্যায় পড়ে। আমাদের ব্যাটারদেরও একইরকম সমস্যা হয়েছে। দলের সব বোলাররাই ভালো পারফরমেন্স করেছে, আশা করব এই ধারাবাহিকতা পরের লেগেও আমরা ধরে রাখতে পারব। ডেথ বোলিংয়ে এখন বুমরাহকে দেখে দেখে বেশি ইয়র্কার দেওয়ার চেষ্টা করি, যাতে প্রতিপক্ষ দলের ব্যাটারদের চাপে রাখা যায় স্লগ ওভারে’।
আরও পড়ুন-খারাপ পারফরমেন্স,পোড়া কপাল! মিরাকেল ছাড়া টি২০ বিশ্বকাপে থাকা হচ্ছে না শ্রীলঙ্কার
ভারতীয়দের মধ্যে এবারের টি২০ বিশ্বকাপে সাত উইকেট নেওয়া হয়ে গেল আর্শদীপ সিংয়ের। হার্দিক পান্ডিয়াও সাত উইকেট নিয়েছেন। ভারত বনাম মার্কিন যুক্তরাষ্ট্র ম্যাচের পর এবারের আইসিসি টি২০ বিশ্বকাপের বোলারদের তালিকায় সর্বোচ্চ উইকেট শিকারির দৌড়ে প্রথম পাঁচে রয়েছেন আর্শদীপ এবং হার্দিক। পিছনেই ধাওয়া করছেন বুমরাহ। ফলে বহুদিন ভারতের বোলিং লাইন আপ আশা দেখাচ্ছে রোহিত শর্মাদের।