ভারতীয় দলকে শেষমেষ বিশ্বকাপ চ্যাম্পিয়ন করেছেন কোচ রাহুল দ্রাবিড়। বেশ কয়েক বছর ধরে দলের সঙ্গে কাজ করলেও পরপর দুটি আইসিসির ইভেন্টে হারতে হয়েছিল টিম ইন্ডিয়াকে। নিজের কোচিংয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং আইসিসি ওডিআই বিশ্বকাপ ফাইনালে হার কিছুতেই যেন মেনে নিতে পারছিলেন না দ্রাবিড়। একটা সময় সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন ওডিআই বিশ্বকাপ ফাইনালে হারের পরই, যে আর ভারতীয় দলের কোচিং করাবেন না তিনি। এরপর ভারত অধিনায়ক রোহিত শর্মা অনেক অনুরোধ করেই তাঁকে সেই পদে বহাল রাখেন। এরপরই তাঁর কোচিংয়ে এসেছে সাফল্য। বার্বাদোসে দ্রাবিড়ের আবেগের বাঁধও ভেঙেছিল, কিন্তু এটাই ছিল তাঁর শেষ প্রতিযোগিতা টিম ইন্ডিয়ার কোচ হিসেবে। বিদায় বেলায় তাঁকে ধন্যবাদ জানালেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার।
আরও পড়ুন-আইপিএলের রিটেনশন পলিসি নিয়ে নানা মুনি নানা মত! তবে থাকছে ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম
এবারের আইসিসি টি২০ বিশ্বকাপ জেতায় ভারতীয় দলের মুখ্য অবদানই রেখেছে বোলাররা। ওপেনিংয়ে জসপ্রীত বুমরাহ এবং আর্শদীপ সিং ধারাবাহিকভাবেই ভালো বোলিং করে আসছিলেন। ২০২৩-এর অসমাপ্ত কাজটা যে ভারতীয় দল করার জন্য মুখিয়ে ছিল তা বোঝাই গেছিল তাঁদের হাবে ভাবে। মহম্মদ সামি ছিলেন না, ফলে বাড়তি দায়িত্ব ছিল বুমরাহর কাঁধে। এদিকে রাহুল দ্রাবিড় এবং টিম ম্যানেজমেন্টও অনেক মাথা খাটিয়ে রাইট আর্ম এবং লেফট আর্ম ফাস্ট বোলার কম্বিনেশন রাখার সিদ্ধান্ত নেয়। আর তাতেই সুফল পায় টিম ইন্ডিয়া। ভারতীয় দলের হয়ে এবারের আইসিসি টি২০ বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারি তিনি।
আরও পড়ুন-আরেকটু হলে তো কোহলিই হারিয়ে দিচ্ছিল! বোলারদের প্রশংসা করে খোঁচা মঞ্জরেকরের
সব থেকে মজার বিষয় হল, গত দুই বিশ্বকাপ অর্থাৎ ওডিআই এবং টি২০ দুই সংস্করণেই ভারতীয় বোলাররা সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় ওপরের দিকেই রয়েছেন। এবারে ৮ ম্যাচে ১৭ উইকেট নিয়েছেন আর্শদীপ সিং। আফগানদের ফজলহক ফারুকিও ১৭ উইকেট নিয়েছেন আরেকটু কম ইকোনমিতে। নিজের এহেন সাফল্যের পরই কোচ রাহুল দ্রাবিড়কে ধন্যবাদ জানিয়েছেন আর্শদীপ সিং। ২০১৮ সালে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে জিতেছিলেন বিশ্বকাপ। সেবার নিয়েছিলেন ২ ম্যাচে ৩ উইকেট। এবার সিনিয়র দলের জার্সিতেও সেই রাহুল দ্রাবিড়ের কোচিংয়েই জিতলেন টি২০ বিশ্বকাপ, হলেন ভারতের সর্বোচ্চ উইকেট শিকারিও। তাই কোচের বিদায়বেলায় তাঁকে ধন্যবাদ জানিয়ে নিজের সোশাল নেটওয়ার্কিং সাইটে আর্শদীপ সিং লেখেন, ‘২০১৮-২০২৪, সব কিছুর জন্য অনেক ধন্যবাদ কোচ সাব’ ।
আরও পড়ুন-‘এই পিচের কিছুটা অংশ আমার কাছে রাখব বলেই মাটি খাই’! জানালেন রোহিত
ফাইনাল ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪ ওভার বল করে মাত্র ২০ রান দিয়ে ২ উইকেট তুলে নিয়েছিলেন আর্শদীপ সিং। সেই সুবাদেই তাঁরা ম্যাচ জিতে নেয় এবং ২০০৭ সালের পর ফের একবার টি২০ বিশ্বকাপ জয়ের স্বাদ পায়।