আইপিএলের শেষ লগ্নে এসে হঠাৎই জানা যায় ইংল্যান্ড ক্রিকেটাররা দেশে ফিরবেন। জাতীয় দলের সিরিজ রয়েছে পাকিস্তানের সঙ্গে। সেই সিরিজেই টি২০ বিশ্বকাপের স্টেজ রিহারশাল সাড়বেন বলে দেশে ফেরেন বাটলার, সল্টরা। এই সিদ্ধান্তের ফলে বেজায় সমস্যায় পড়ে যায় আরসিবি, রাজস্থানের মতো দল। কারণ তাঁদের দলের অন্যতম সেরা পারফর্মারদের তালিকায় ছিলেন ইংরেজ ক্রিকেটাররা। অবস্থা আরও করুণ হয় কিংস ইলেভেন পঞ্জাবের, তাঁরা তো শেষ ম্যাচে চারজন বিদেশি পর্যন্ত নামাতে পারেননি। কাজিসো রাবাদা সংক্রমণের জন্য দল ছাড়েন, তাই তাঁর বিষয়টা আলাদা। ইরেজ ব্যাটার লিয়াম লিভিংস্টোনেরও হাঁটুতে চোট ছিল। কিন্তু এই মরশুমে বেশ কয়েকটা ম্যাচে অধিনায়কের দায়িত্ব সামলানো স্যাম কারান এবং জনি বেয়ারস্টো দল ছেড়ে চলে যান শেষ ম্যাচের আগে, গোটা বিষয়টি খুব স্বাভাবিকভাবেই বিসিসিআইয়ের কাছে বিড়ম্বনার হয়ে দাঁড়ায়। এই অবস্থায় আগামী আইপিএল নিয়ে বড় বার্তা দিলেন প্রতিযোগিতার চেয়ারম্যান।
আরও পড়ুন-নাচতেই পারেনা বেঙ্কি, সুয়াশের চুল কাটে দর্জি,শ্রেয়সকে নিয়ে কি বললেন রাসেল-নারিন?
টি২০ বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড দলের ক্রিকেটারদের দেশ ছাড়া নিয়ে ইসিবির সঙ্গে কথা বলে বিসিসিআই, যদিও এবারের মতো তাঁদের ছাড়া যাবে না, স্পষ্ট জানিয়ে দেয় ইসিবির নতুন আসা কর্তারা। অরুণ ধুমল বিষয়টি নিয়ে জানান, ইসিবির আগের কর্তারা ক্রিকেটার ছাড়ার ব্যাপারে গ্রিন সিগন্যাল দিলেও বর্তমান কর্তারা এখন ক্রিকেটার ছাড়তে চাইছে না। আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমল জানিয়েছেন, ‘আমাদেরকে কথা দেওয়া হয়েছিল যে গোটা টুর্নামেন্টের জন্য ক্রিকেটারদের পাওয়া যাবে। কিন্তু এখন যে বিষয়টা হল, সেটা খুবই দুর্ভাগ্যজনক। ইসিবির সঙ্গে আমরা এই নিয়ে কথা বলেছি, এবং আশা করছি এই ঘটনা আর পুনরায় ঘটবে না। ইসিবির কয়েকজন সদস্য যারা আমাদের কথা দিয়েছিল, তাঁরা এখন ইসিবিতে নেই। তবে নতুন যারা এসেছেন, তাঁদের উচিত ছিল, কথা মত ক্রিকেটারদের আইপিএলে খেলতে দেওয়া ’।
আরও পড়ুন-তাল ঠুকছিলেন রায়াডু,তুষার...RCB হারতেই দিলেন খোঁচা
অরুণ ধুমল কিছুটা বিরক্তির সুরেই ইসিবির অন্দরে হওয়া বদলের ওপরই দায় ঠেলেছেন। তিনি বলেছেন, ‘ইসিবিতে কিছু পরিবর্তন হয়েছে। যার ফলে নতুন আসা ব্যক্তিরা জানতেন না তাঁদের দ্বিপাক্ষিক সিরিজ সম্পর্কে। ফলে এখন তাঁরা সেরা দলই নামাতে চাইছে, সেই কারণেই এই ভুলবোঝাবুঝি। আমরা কিন্তু সবসময় সব বোর্ডের সঙ্গেই ক্রিকেটারদের পাওয়া যাবে কিনা, সেই নিয়ে কথা বলি। খুব বড় কোনও কারণ থাকলে কখনও তাঁদের আটকাই না, ছেড়ে দি। সেই কারণে সব বোর্ড এবং ক্রিকেটাররা আইপিএলের সঙ্গে মিলেমিশে থাকে এবং আইপিএলের সাফল্যের অন্যতম কারণও তাঁরা। ফলে এটা ছোট একটা বিষয় হয়ে গেছে, তবে আর ভাবার কিছু নেই। ’
আরও পড়ুন-শুক্রবারই মিলবে সুনীলের শেষ ম্যাচের টিকিট, কালোবাজারি রুখতেই অভিনব টোটকা IFA-র
আইপিএলে ইংল্যান্ড ক্রিকেটাররা না থাকলেও অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজসহ বেশ কয়েকটি বোর্ডই তাঁদের ক্রিকেটার ছেড়েছে। ইংল্যান্ড দল টি২০ বিশ্বকাপকে গুরুত্ব দেওয়ার জন্য ক্রিকেটার নাই ছাড়তে পারত, অথবা আগে জানিয়েও দিতে পারত লিগের শেষ পর্যন্ত তাঁদের পাওয়া যাবে না, তাহলেই এত বিতর্ক হত না।